![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Gadar 2 crosses Pathaan's box office collection: ইতিহাস গড়ল সানি দেওলের ছবি, ভারতের বক্সঅফিসে 'পাঠান'কে ছাপিয়ে গেল 'গদর ২'
তরণ আদর্শের পোস্ট অনুযায়ী, ইতিমধ্য়েই ভারতে ৫২৪.৭৫ টাকা আয় করে ফেলেছে 'গদর ২'।
![Gadar 2 crosses Pathaan's box office collection: ইতিহাস গড়ল সানি দেওলের ছবি, ভারতের বক্সঅফিসে 'পাঠান'কে ছাপিয়ে গেল 'গদর ২' Gadar 2 crosses Pathaan's box office collection in India, earns ₹524.75 crore to become highest grossing Hindi film Gadar 2 crosses Pathaan's box office collection: ইতিহাস গড়ল সানি দেওলের ছবি, ভারতের বক্সঅফিসে 'পাঠান'কে ছাপিয়ে গেল 'গদর ২'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/28/630894fead6bd71501478e52db1c75cd169592247964547_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ২৫ জানুয়ারি মুক্তি পায় শাহরুখ খানের (Shah Rukh Khan) ছবি 'পাঠান' (Pathaan)। চার বছর পর মুখ্য চরিত্রে পর্দায় ফিরে বক্স অফিসে ঝড় তোলেন কিং খান। অন্য়দিকে, বক্সঅফিসে চৃড়ান্ত সফল হয়েছে সানি দেওলের 'গদর ২'ও। তবে সম্প্রতি পাওয়া খবরে জানাযাচ্ছে, ভারতে সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্র হিসেবে 'পাঠান'কে পিছনে ফেলে দিয়েছে 'গদর ২'।
ফ্লিম সমালোচক তরণ আদর্শের পোস্ট অনুযায়ী, ইতিমধ্য়েই ভারতে ৫২৪.৭৫ টাকা আয় করে ফেলেছে এই ছবি। যা 'পাঠান'-এর আয়ের থেকে বেশি।
উল্লেখ্য়, 'গদর: এক প্রেম কথা' বক্সঅফিসে চূড়ান্ত সাফল্য় লাভ করেছিল। মোট ১০০ কোটি টাকার ব্য়বসা করেছিল এই ছবি। আমির খানের 'লাগান'-এর সঙ্গেও রীতিমত টক্কর চলে এই ছবির। আর এবার বক্সঅফিসের বাইজ গজে ঝড় তুলছে সানি দেওয়ল ও আমিশা পটেলের ছবি 'গদর ২'। ছবির সাকসেস পার্টিও হয়েছে জমকালোভাবে। এখানেই শাহরুখ ও সানি দেওয়লকে একসঙ্গে দেখা গিয়েছিল।
'গদর ২' ছবিতে ১৯৫৪ থেকে ১৯৭১ সালের টাইমলাইন তুলে ধরা হয়েছিল। বলাইবাহুল্য সেই কারণেই অনেক আগে থেকেই এই ছবি দেখা অপেক্ষায় ছিল 'গদর এক প্রেম কথা'-র ভক্তরা।
আরও পড়ুন...
স্বল্পদৈর্ঘ্যের ছবিতে কাঞ্চনা আর সুজন নীলের জুটি, ওটিটিতে পা রাখছেন পরিচালক পারমিতা
প্রসঙ্গত, প্রথম দিনের ভোরের শো থেকেই বক্স অফিসে ঝড় তুলেছিল 'পাঠান'। ভারতের দুই ব্লকবাস্টার ছবি 'কেজিএফ ২' (KGF Chapter 2) ও 'বাহুবলী ২' (Baahubali 2) ছবিকে পিছনে ফেলে দিয়েছিল এই ছবি। ভারতের গণ্ডি পেরিয়ে মোট উনিশটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল পাঠান (Pathaan), যার মধ্য়ে রয়েছে, USA, কানাডা, UAE, KSA, ওমান, কাতার, বাহরাইন, মিশর, যুক্তরাজ্য, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি দ্বীপপুঞ্জ, মালয়েশিয়া, মরিশাস, মালদ্বীপ, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া এবং তানজানিয়া।
এই প্রসঙ্গে দর্শকরা জানবেন, ভারতে মাত্র ১৩ দিনে ৫০৭.৮৮ কোটি টাকা আয় করেছে শাহরুখের আর এক ছবি 'জওয়ান'। ৭ সেপ্টেম্বর, জন্মাষ্টমীর আবহে বড়পর্দায় আসে 'জওয়ান'। প্রথম দিনেই ৭৫ কোটির ব্যবসা করে ছবিটি। প্রথম সপ্তাহের শেষে ৩৮৯ কোটি টাকা আয় করে এবং দ্বিতীয় সপ্তাহ শেষে সেই আয় পার করেছিল ৫০০ কোটি টাকার গণ্ডি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)