Gargee RoyChowdhury Exclusive: '২ বছরে ২০ বারও কথা হয়নি, কিন্তু ক্যামেরার সামনে আমাদের রসায়ন দারুণ'
ক্যামেরার বাইরে লাল্টু আর মিতালির খুব কম কথা হয়। তিন বছরে বোধহয় ২০ বারও নয়। কিন্তু প্রায় তিন বছর পরে ক্যামেরার সামনে জুটিতে দাঁড়াতেই স্বভাবসিদ্ধ সাবলীল রসায়ন।
কলকাতা: ক্যামেরার বাইরে লাল্টু আর মিতালির খুব কম কথা হয়। দুবছরে বোধহয় ২০ বারও নয়। কিন্তু প্রায় তিন বছর পরে ক্যামেরার সামনে জুটিতে দাঁড়াতেই স্বভাবসিদ্ধ সাবলীল রসায়ন। হাসি, মজা, বদমায়েশি, দুষ্টুমি, সব মিলিয়ে জমজমাট থাকে সেট। মজায় মজায় পেরিয়ে যায় শ্যুটিং, শেষ হয়ে যায় আস্ত একটা ছবি। নতুন ছবি 'হামি ২'-এর শ্যুটিং শেষে এবিপি লাইভকে নতুন ছবির শ্যুটিংয়ের টুকরো গল্প শোনালেন খোদ মিতালি ওরফে গার্গী রায়চৌধুরী (Gargee RoyChowdhury)।
২০১৮ সালে মুক্তি পেয়েছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Siboprashad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) পরিচালিত 'হামি' (Haami)। দর্শকদের মন ছুঁয়েছিল ছোটদের এই ছবি। তবে 'হামি' কেবল দুটি শিশুর বন্ধুত্বের গল্প নয়, ছবির মধ্যে বড়দের জন্যও ছিল বার্তা। ছবিতে জুটি বেঁধেছিলেন গার্গী রায়চৌধুরী ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তবে এই প্রথম নয়, এর আগে 'রামধনু' ছবিতেও বাজিমাত করেছিল এই জুটি। কেমন ছিল শ্যুটিংয়ের অভিজ্ঞতা? রহস্য করে গার্গী বললেন, 'হামি দিলাম, হামি নিলাম। একটা কথা বলতে পারি, হামির পর হামি ২ দর্শকদের জন্য একগুচ্ছ নতুন চমক নিয়ে আসবে।'
'দেড় বছর পর ক্যামেরার সামনে ফেরা ২০২১-এর সেরা অভিজ্ঞতা'
শিবপ্রসাদের সঙ্গে পর্দায় রসায়নের রহস্য কী? গার্গী বললেন, 'ক্যামেরার বাইরে গত ২ বছরে আমরা হয়তো কুড়ি বারও কথা বলিনি। কিন্তু ২ বছর পর একসঙ্গে যখন শট দিতে এলাম সেই পুরনো রসায়ন, সেই হাসি, মজা। আসলে আমরা ক্যামেরার সামনে এতটা স্বাধীনতা পাই, সেটাই আমাদের সাবলীল রসায়নের রহস্য। নন্দিতাদি আমাদের সমস্ত বদমাইশি সহ্য করেন। আমি আর শিবপ্রসাদ বেশ কিছু দৃশ্য করেছি যেগুলো পরিকল্পিত নয়, এক্কেবারে সাবলীল। ও বুঝতে পারে আমি কখন ওকে বলটা দেব, আমিও বুঝতে পারি ও আমায় কখন বলটা দেবে। অভিনয় করতে করতেই ওই মুহূর্তগুলো তৈরি হয়। ক্যামেরার সামনে অসম্ভব ভালো রসায়ন আমাদের।'
ডিসেম্বরের শেষ থেকে শুরু করে জানুয়ারির প্রথম, 'হামি ২'-এর হাত ধরেই শুরু হল গার্গীর নতুন বছর। অন্যদিকে বছরের প্রথমদিকেই মুক্তি পেয়েছে গার্গীর অপর ছবি 'মহানন্দা'-র পোস্টার। প্রস্থেটিক মেকআপে গার্গীকে চেনা যায়। 'হামি'-র শ্যুটিং ফ্লোর থেকে শুরু করে নেটদুনিয়া, প্রশংসার বন্যায় ভাসছেন গার্গী।