Gaurav Chakrabarty: ছোটপর্দার ব্যোমকেশ এবার ওয়েব সিরিজেও! নতুন বছরে খবর দিচ্ছেন গৌরব
Byomkesh Bakshi Web Series: ব্যোমকেশকে পর্দায় তুলে আনার প্রচেষ্টা এই নতুন নয়। উত্তমকুমার পর্যন্ত এই কিংবদন্তি চরিত্রে অভিনয় করে গিয়েছেন।

কলকাতা: এর আগে, ছোটপর্দায় ব্যোমকেশের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। তবে এবার, ওয়েব সিরিজে ফিরছে ব্যোমকেশ, আর মুখ্যচরিত্রে থাকছেন অভিনেতা গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty)। নতুন বছরে, সোশ্যাল মিডিয়ায় একটি মোশন পোস্টার শেয়ার করে নিয়েছেন গৌরব। এই ওয়েব সিরিজ মুক্তি পাবে সুরিন্দর ফিল্মসের 'আড্ডা টাইমস' (Adda Times) ওটিটি প্ল্যাটফর্মে। গৌরবকে ওয়েব সিরিজে ব্যোমকেশের চরিত্রে দেখা যাবে তা স্পষ্ট হয়ে গেলেও, এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি সত্যবতী ও অজিতের চরিত্রে কাকে দেখা যাবে। সিরিজের পরিচালনা করবেন অরিত্র সেন। জানুয়ারি মাসে কলকাতায় শ্যুটিং শুরু হবে এই ওয়েব সিরিজের।
ব্যোমকেশকে পর্দায় তুলে আনার প্রচেষ্টা এই নতুন নয়। উত্তমকুমার পর্যন্ত এই কিংবদন্তি চরিত্রে অভিনয় করে গিয়েছেন। এরপরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অভিনেতারা নিজেদের মতো করে এই চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। যীশু সেনগুপ্ত থেকে শুরু করে আবির চট্টোপাধ্যায়, প্রত্যেকেই ব্যোমকেশের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। কিংবদন্তি এই গোয়েন্দার চরিত্রে অভিনয় করেছেন দেব ও। 'হইচই' ওয়েব প্ল্যাটফর্মে ব্যোমকেশের একাধিক সিরিজে অভিনয় করে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিলেন অনির্বাণ ভট্টাচার্য। তবে পরবর্তীতে তিনি স্বইচ্ছায় এই ওয়েব সিরিজ থেকে সরে দাঁড়ান। এর আগে, ছোটপর্দায় ব্যোমকেশের চরিত্রে অভিনয় করেছেন গৌরব ও। তবে এবার ওয়েব সিরিজে তাঁকে গোয়েন্দার চরিত্রে ফেরাচ্ছেন অরিত্র সেন।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রচিত 'অর্থমনর্থম' গল্প অবলম্বনে তৈরি হবে এই ওয়েব সিরিজ। এই গল্পটা যেহেতু কলকাতাকে ঘিরে, সেই কারণে শ্যুটিং ও হবে কলকাতায়। তবে তুলে ধরা হবে তৎকালীন কলকাতাকে। তবে কেবল একটি ওয়েব সিরিজ নয়, ব্যোমকেশকে ফ্র্যাঞ্চাইজি হিসেবে এগিয়ে নিয়ে যেতে চান অরিত্র। যেহেতু গৌরবকে আগেই দর্শকেরা ব্যোমকেশ হিসেবে দেখেছেন, কাজেই তাঁকে সবচেয়ে মানানসই বলে মনে হয়েছে পরিচালকের। প্রসঙ্গত, শুধু পর্দা নয়, অডিও স্টোরিতেও ব্যোমকেশ হিসেবে গৌরবের গলা শুনেছেন ও ভালবেসেছেন মানুষ। গৌরবের পোস্টে ভালবাসা জানিয়েছেন স্ত্রী ঋদ্ধিমা। পর্দাতেও কী তাঁকে সত্যবতীর চরিত্রে দেখা যাবে? তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে দর্শকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
View this post on Instagram






















