Gaurav-Ridhima Anniversary: বিবাহিত জীবনে পাঁচ বছর কাটিয়ে দিলেন গৌরব-রিধিমা, বিবাহবার্ষিকীতে বিশেষ পোস্ট অভিনেত্রীর
Tollywood Celebrity Updates: লন্ডন আইয়ের সামনে তোলা তাঁদের ক্যামেরাবন্দি মুহূর্তে দেখা যাচ্ছে, একে অপরের দিক থেকে চোখ ফেরাতে পারছেন না গৌরব - রিধিমা।
কলকাতা: ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন টলিউডের দুই অভিনেতা গৌরব চক্রবর্তী (Gaurav Chakraborty) এবং রিধিমা ঘোষ (Ridhima Ghosh)। দেখতে দেখতে তাঁরা একসঙ্গে ১২ বছর কাটিয়ে ফেললেন। আর তাঁদের বিবাহিত জীবনের (Wedding Anniversary) বয়সও পাঁচ হল। আজ বিবাহবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করলেন রিধিমা। লন্ডন আইয়ের সামনে তোলা তাঁদের ক্যামেরাবন্দি মুহূর্তে দেখা যাচ্ছে, একে অপরের দিক থেকে চোখ ফেরাতে পারছেন না গৌরব - রিধিমা।
গৌরব চক্রবর্তী ও রিধিমা ঘোষের বিবাহবার্ষিকী-
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিবাহবার্ষিকীর পোস্ট করেছেন রিধিমা ঘোষ। বেশ কিছু ক্য়ামেরাবন্দি মুহূর্ত শেয়ার করে নিয়েছেন নেটিজেনদের সঙ্গে। সঙ্গে লিখেছেন যে, তাঁদের একসঙ্গে কাটানোর ১২ বছর পেরিয়ে গেল। আর বিবাহিত জীবনে তাঁরা একসঙ্গে পাঁচ বছর কাটিয়ে দিলেন। এই দিনটা তাঁদের কাছে সত্যিই খুবই স্পেশাল। যদিও দুদিন আগে ঠাম্মা চলে যাওয়ায় তাঁর যে মনটাও খারাপ, সে কথাও জানিয়েছেন রিধিমা।
">
প্রসঙ্গত. ঘুরতে যেতে যে খুব ভালবাসেন এই তারকা জুটি তা তাঁদের পোস্ট দেখেই বেশ বোঝা যায়। কাজ থেকে ছুটি পেলেই কোথাও বেড়িয়ে আসেন গৌরব ও ঋদ্ধিমা। পোস্ট করেন অজস্র ছবি। প্রতিবারই এই বিশেষ দিনে কোথাও না কোথাও বেড়াতে যান তাঁরা। এবারও তেমনই দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট হতেই দুই তারকাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সকলে। শআধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা। সকলেই তাঁদের বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা জানাচ্ছেন।
আরও পড়ুন - Rahul-Athiya Wedding: রাহুল-আথিয়ার বিয়ে নিয়ে সুনীল শেট্টির সাম্প্রতিক মন্তব্যে বাড়ল জল্পনা