এক্সপ্লোর

Top Entertainment News Today: টলি থেকে বলি, একনজরে আজকের সেরা বিনোদনের খবর

টলিউড থেকে বলিউড, বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? একঝলকে চোখ বুলিয়ে নিন সেরা খবরগুলিতে (Top Entertainment News Today)।

কলকাতা: একদিকে আজ শুরু হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হয়ে গেল উদ্বোধনী অনুষ্ঠান। বাংলার তারকারা ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বলিউডের তাবড় কিছু তারকা। অন্যদিকে, টলিউড থেকে বলিউড, বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? একঝলকে চোখ বুলিয়ে নিন সেরা খবরগুলিতে (Top Entertainment News Today)।

বহু বলি নায়িকাকে হেলায় হারালেন উরফি, পিছনে ফেললেন সারা-জাহ্নবী-অনুষ্কা-কিয়ারাদের-

সম্প্রতি একটি তালিকা প্রকাশিত হয়েছে। তালিকাটি ২০২২ সালের সবথেকে বেশি সার্চ করা এশিয়ানদের। 'মোস্ট সার্চড এশিয়ান অন গুগল ২০২২'-এর তালিকায় অনুষ্কা শর্মা থেকে জাহ্নবী কপূর, সারা আলি খান, কিয়ারা আডবাণীদের পিছনে ফেলে অনেক উপরের দিকে জায়গা করে নিয়েছেন উরফি জাভেদ। এই তালিকার ৪৩ নম্বরে রয়েছেন উরফি। ৪৭ নম্বরে রয়েছেন দক্ষিণী নায়িকা অনুষ্কা শেট্টি। অনুষ্কা শর্মা রয়েছেন ৫০ নম্বরে। সোনাক্ষী সিনহা রয়েছেন ৫৩ নম্বরে। পূজা হেগড়ে রয়েছেন ৫৬ নম্বরে। শিল্পা শেট্টি ৫৯ নম্বরে। কিয়ারা আডবাণী, কৃতী শ্যানন, সারা আলি খান এবং দিশা পাটানি রয়েছেন যথাক্রমে ৬০, ৮৫, ৮৮ এবং ৯০ নম্বরে। বিভিন্ন অদ্ভূত ধরনের পোশাক এবং ফ্যাশন সেন্সের কারণে সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় উরফি জাভেদ। 

সিদ্ধার্থ নন, কিয়ারাকে ফুলের তোড়া এবং ভালোবাসার বার্তা পাঠালেন এই বলি তারকা! ব্যাপারটা কী?

সম্প্রতি কিয়ারা আডবাণী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, একগুচ্ছ ফুল তাঁকে পাঠিয়েছেন এক বলি তারকা। সঙ্গে কার্ডে লেখা রয়েছে ভালোবাসার বার্তা। সেই বলি তারকা আর কেউ নন। তব্বু (Tabbu)। কিয়ারা আডবাণী এবং তব্বু একসঙ্গে কাজ করেছেন 'ভুলভুলাইয়া ২' ছবিতে। যেটি চলতি বছর ১০০ কোটি টাকার বেশি ব্যবসা করে। ফুল এবং ভালোবাসার বার্তা পাঠিয়ে তব্বু লিখেছেন, 'প্রিয় কিয়ারা, তোমাকে আমার অনেক শুভ কামনা এবং অনেক ভালোবাসা পাঠালাম।' সঙ্গে হৃদয়ের ইমোজিও পাঠিয়েছেন। তব্বু পাঠানো ভালোবাসার উত্তরে কিয়ারা লিখেছেন, 'ধন্যবার তব্বু ম্যাম। এটা খুবই মিষ্টি।'

আমি যে খেলাটা খেলেছি তাতে সেঞ্চুরি মহাগুরুত্বপূর্ণ, অমিতাভের শতায়ু প্রার্থনা করে বললেন সৌরভ-

শাহেনশাহকে শুভেচ্ছা জানালেন মহারাজ। অমিতাভের শতায়ু কামনা করলেন জাতীয় ক্রিকেট দলের কিংবদন্তি অধিনায়ক। সৌরভ বললেন, 'অমিতজি ৮০ বছর পূর্ণ করেছেন। গত ৬-৭ মাসে যোগাযোগ হয়নি। এই মঞ্চে দাঁড়িয়ে ওঁকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এমন একটা খেলা খেলেছি, যেখানে সেঞ্চুরিকে খুব গুরুত্ব দেওয়া হয়। আমরা প্রার্থনা করি আপনি শতায়ু হোন। আরও কাজ করুন। সকলের বিনোদন করুন। আমাদের মতো আপনার ভক্ত, শুধু দেশে নয়, গোটা বিশ্বে যাঁরা ছড়িয়ে রয়েছেন, তাঁদের যতদিন পারবেন আনন্দ দিন। সুস্থ থাকুন। নিরাপদ থাকুন। আমাদের কাছে আপনি মহামূল্যবান।'

আরও পড়ুন - Ankush-Oindrila: সম্পর্কে নয়া মোড়? প্রেমিকাকে নিজের 'না পারার' কথা জানিয়ে দিলেন অঙ্কুশ

'বেশি কিছু বলব না, কারণ বলার জন্য তো...', কাকে ইশারা করলেন জয়া?-

বক্তব্য রাখতে গিয়ে জয়া বললেন, '২ বছর আগে আসার কথা ছিল। কী যে করে আমি জানি না, এই সৌরভকে বলছিলাম। কখনও হাত ভেঙে গেল, কখনও পা ভেঙে গেল। মাথা ঠিক আছে সেটাই ঠিক আছে। তিন বছর ধরে ভেবে ভেবে সব বুকে আর পেটে ভরে নিয়ে এসেছি।' বাংলার মেয়ে জয়া অমিতাভ-ঘরণী। সেই সূত্রে অমিতাভ বচ্চন বাংলার জামাইও। সেই বিষয়টিই মনে করিয়ে দিলেন জয়া, সঙ্গে বললেন, 'জামাইয়ের সামনে মেয়ের দাম খুব কম।' বক্তব্য শেষ করার সময় ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করেন জয়া। বললেন, 'আপনি জানেন যে কোনও সময় আমি আপনার জন্য আছি।'

বাঙালি হিসেবে আমি গর্বিত: রানি মুখোপাধ্যায়-

এদিন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে বাংলায় কথা বললেন রানি মুখোপাধ্যায়। দীর্ঘদিন হিন্দি ছবির জগতে থাকলেও বাংলা যে তাঁর হৃদয়ের অন্দরে থাকে, তা টের পাওয়া গেল রানির কথায়। বাঙালি হিসেবে তিনি নিজেকে গর্বিত মনে করেন। বললেন অনেক কথা। রানি বলেন, 'কলকাতা। নমস্কার। সবাইকে নমস্কার জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমাদের এখানে ডাকার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ মমতা দি। খুব ভালো লাগছে এখানে এসে। অবশ্যই আমাদের মহানায়ক অমিতাভ বচ্চন, জয়া আন্টি, আমার প্রিয় 'পাঠান' শাহরুখ খান, আমার প্রিয় সকলকে দেখে খুব ভালো লাগছে। কলকাতায় এসে আমি খুব খুশি। কলকাতা আমার মায়ের জায়গা। আমার খুব প্রিয় জায়গা। এই জায়গাটার প্রতি আমার একটা টান রয়েছে। এখানে এসে আমি খুব ভালো অনুভব করি। আপনারা ছাড়া আজ আমি যা তা হতে পারতাম না। বাঙালি হিসেবে আমি গর্বিত। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সবাইকে আমার শুভ কামনা।'

সংলাপ লিখে দিয়েছেন রানি, চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে বাংলায় ভাষণ শাহরুখের-

আজ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (Kolkata International Film Festival)-র মঞ্চে ছিলেন শাহরুখ খান। তাঁর এভিতেও ছিল আগামী ছবি 'পাঠান' (Pathaan)-এর সংলাপ। আর মঞ্চে ওঠার পরেই সবাইকে ধন্যবাদ জানিয়ে হিন্দিতে শাহরুখ বললেন, 'আমি দিদিকে কথা দিয়েছিলাম , যখনই কলকাতায় আসব, বাংলা বলার চেষ্টা করব। এই বছর আমার সঙ্গে রানি (মুখোপাধ্যায়) এসেছে। তাই ওকে দিয়ে আমি বাংলায় সংলাপ লিখিয়ে নিয়েছি। যদি আমি ভাল বলি তবে আমার প্রশংসা করবেন। আর যদি খারাপ বলি, তাহলে রানির দোষ।' এরপরেই ভাঙা ভাঙা বাংলায় শাহরুখ বলে চললেন, 'সবাইকে এই মঞ্চে দেখে খুব ভাল লাগছে। অনেকদিন দেখা হয়নি তো। আমার প্রিয় সুন্দর রানিকে দেখে খুব খুশি'। এরপর একে একে মঞ্চে উপস্থিত সবার নাম নিয়েই সবাইকে উষ্ণতা, অভ্যর্থনায় ভরিয়ে দেন শাহরুখ। কিন্তু শেষে বলেন, তিনি সবচেয়ে খুশি দর্শকদের দেখে।   

সিনেমায় ফের পুরনো শাহরুখকে দেখা যাবে, তিক্ততা ভুলে দরাজ প্রশংসা সৌরভের-

সৌরভ বললেন, 'শহর কলকাতা ও রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গের সংস্কৃতি ভীষণ সমৃদ্ধ। বছরের পর বছর ধরে কিংবদন্তিদের জন্ম দিয়েছে এই রাজ্য। এত প্রবাদপ্রতিম চরিত্র রয়েছে যে, নাম বলে শেষ করতে পারব না। যারা শুধু বাংলায় নয়, গোটা দেশে পরিচিতি তৈরি করেছেন। তাঁরা ইতিহাস তৈরি করেছেন। সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছেন। তাঁরা যে সমস্ত সিনেমা তৈরি করেছেন, তা স্মরণীয় হয়ে রয়েছে। ভবিষ্যতেও সকলেই মনে রাখবেন সেই সমস্ত কাজ। ১৫ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর, পরের ১০ দিন উদযাপনের সময়। আমি সকলকে অনুরোধ করব আসুন, সিনেমা দেখুন। কিংবদন্তিরা, তারকারা ও ব্যতিক্রমী মানুষজন যে কাজ করেছেন, তা দেখুন।'

''বাংলা একদিন হলিউড, বলিউড দখল করবে' চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে প্রত্যয়ী মুখ্যমন্ত্রী-

যেখানে সকলের উপস্থিতিতেই বাংলার সিনেমা জগতের জগৎ-ছোঁয়ার প্রত্যাশা উঠে এল মুখ্যমন্ত্রীর গলায়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যয়ী কণ্ঠে জানালেন, 'বাংলার সঙ্গে বলিউড থেকে হলিউডকে সংযোগ করার এক অনন্য মঞ্চ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সবাইকে এই মঞ্চে এসে উদ্বোধনের জন্য অনেক ধন্যবাদ। ভরসা রাখি বাংলা একদিন হলিউড দখল করবে, বলিউড দখল করবে।'

'প্রেমিক হওয়ার যোগ্যতা নেই'! কোন বলি তারকাকে নিয়ে বিস্ফোরক বাঙালি কন্যা টিনা?

সম্প্রতি 'বিগ বস ১৬'-র যে এপিসোড সম্প্রচারিত হয়েছে, তাতে প্রতিযোগীদের নানা রূপ দেখা গিয়েছে। কেউ কারও সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েছেন। কারও আবার সম্পর্কে অন্য রং লেগেছে। তার মধ্যেই রয়েছে রেশনের জন্য খেলা। টিনা দত্ত এবং অভিনেতা শালিন ভানোতের মধ্যে সম্পর্কটা যে ঠিক কী, তা নিয়ে ধন্দে যেমন দর্শকেরা। তেমনই ধন্দে তাঁরা নিজেরাও। দুই তারকাই একে অপরের সঙ্গে বেশ ভালো সময় কাটাতেন। তাঁদের দেখে আদতে প্রেমিক-প্রেমিকা মনে হলেও টিনা বরাবরই শালিনকে শুধুমাত্র বন্ধুই বলে এসেছেন। অন্যদিকে, টিনার প্রতি শালিনের টানও চোখে পড়ে। কিন্তু চলতি সপ্তাহের শুরু থেকে দুই তারকার সম্পর্কের তাল কেটে গিয়েছে। একবার এলিমিনেট হয়ে ফের ফিরে এসেছেন টিনা। আর তারপর থেকেই তিনি বেজায় চটে রয়েছেন শালিনের উপর। আর এবার সটান তিনি শালিনকে বলেই দিলেন যে, অভিনেতা তাঁর প্রেমিক হওয়ার যোগ্যই নয়। শেষ সম্প্রচারিত এপিসোডে দুজনের মধ্যে গরমাগরম কথপোকথন হয়। দুই তারকার সম্পর্ক এখন কোন পথে এগোয় সেটাই দেখার অপেক্ষায় দর্শকেরা।

'তিন বছর আসতে পারিনি কষ্ট হয়েছে, ভালবেসে আবার ডাকার জন্য ধন্যবাদ' আবেগপ্রবণ অমিতাভ-

বক্তব্য রাখতে গিয়ে বাংলায় শুরু করেন তিনি। যেখানে শুরুতেই অমিতাভ বচ্চন বলেন, '৩ বছর কিফে (KIFF) আসতে পারিনি। আপনাদের সঙ্গে দেখা করতে পারিনি। তাই অনেক কষ্ট হয়েছে। মমতাদিকে ধন্যবাদ ফের একবার আমন্ত্রণ করার জন্য। আবার একবার ভালবেসে ডেকে পাঠানোর জন্য ধন্যবাদ কলকাতা।' যার পরই কলকাতার সঙ্গে ব্যক্তিগত টান ছুঁয়ে অমিতাভের সংমযোজন, 'কলকাতা আমার বাড়ির মতো। আপনাদের জামাইবাবু জীবনভর আপনাদের সঙ্গে জামাইবাবু হয়েই থাকবে।' অল্প বক্তব্যের শেষে জয়া বচ্চন অমিতাভের জামাই প্রসঙ্গ তুলেই বলেছিলেন, 'জামাইয়ের সামনে মেয়ের দাম কম।'

ঐন্দ্রিলার কোন অভাব পূরণ করতে পারবেন না অঙ্কুশ? জানিয়ে দিলেন সাত-পাকে ঘোরার আগেই-

এদিন টলিউড অভিনেতা অঙ্কুশ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট করেছেন। পোস্টটি প্রেমিকা ঐন্দ্রিলা সেনের প্রয়াত বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে। ঐন্দ্রিলার সঙ্গে তাঁর বাবার একাধিক ক্যামেরাবন্দি মুহূর্ত উঠে এসেছে অঙ্কুশের পোস্টে। সঙ্গে লিখেছেন অনেক কথা। অঙ্কুশ লিখছেন, 'ঐন্দ্রিলা, তোমার জীবনে আমি ওনার (বাবার) অভাব হয়তো পূরণ করতে পারব না। কিন্তু আজ উনি বেঁচে থাকলে তোমার যা যা আবদার, স্বপ্ন পূরণ করতেন, আমি সেই সব আবদার, স্বপ্ন পূরণ করব। আর কাকু একদম চিন্তা কোরো না। তোমার মেয়েকে রানি করে রাখব। যেখানেই থাকো, ভালো থেকো। হ্যাপি বার্থ ডে কাকু। আজ তুমি থাকলে হয়তো আমরা বেস্ট ফ্রেন্ড হতাম। অনেক অনেক ভালোবাসা আদর নিও...' (অপরিবর্তিত)

খাবার নিয়ে প্রিয়ঙ্কর উপর চড়াও অর্চনা! হুলুস্থুল 'বিগ বস'-এর ঘরে-

সম্প্রতি সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কয়েকটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, পরোটা নিয়ে প্রিয়ঙ্কা চাহার চৌধুরীর সঙ্গে মারাত্মক ঝামেলায় জড়ালেন অর্চনা গৌতম। সমস্যা শুরু হয় যখন, প্রিয়ঙ্কা নিজের এবং অঙ্কিতের (অঙ্কিত গুপ্তা) জন্য মাখা ময়দা আলাদা করে রেখে দেন। কারণ, তিনি ঘরের অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে ব্রেকফাস্টে মেথির পরোটা খেতে চান না। এরপরই অর্চনা চড়াও হন প্রিয়ঙ্কার উপর। তাতেই শুরু হয়ে যায় সমস্যা। প্রিয়ঙ্কার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলতে থাকেন অর্চনা। 

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

IND vs BAN Live: বরুণ, অর্শদীপের তিনটি করে উইকেট, দুরন্ত বোলিংয়ে বাংলাদেশের বিরুদ্ধে জয়ের ভিত গড়লেন বোলাররা
বরুণ, অর্শদীপের তিনটি করে উইকেট, দুরন্ত বোলিংয়ে বাংলাদেশের বিরুদ্ধে জয়ের ভিত গড়লেন বোলাররা
Jalpaiguri News: দ্বিতীয়ায় হকার উচ্ছেদ অভিযান, 'কেন বারবার এই অত্যাচার ?', লাঠির আঘাত, আটক ব্যবসায়ী
দ্বিতীয়ায় হকার উচ্ছেদ অভিযান, 'কেন বারবার এই অত্যাচার ?', লাঠির আঘাত, আটক ব্যবসায়ী
Delhi Doctor Murder Update : ‘খুন করতে পারলে মেয়ের সঙ্গে বিয়ে দেব’, দিল্লির ডাক্তারকে খুন করার সুপারি দিয়েছিল নার্সের স্বামী !
স্ত্রীর সঙ্গে সম্পর্ক আছে বলে সন্দেহ, দিল্লির ডাক্তারকে খুন করার সুপারি দিয়েছিল নার্সের স্বামী !
IND vs BAN 1st T20I: ভারতের অলরাউন্ড বোলিং পারফরম্যান্সে ১২৭ রানেই শেষ বাংলাদেশের ইনিংস
IND vs BAN 1st T20I: ভারতের অলরাউন্ড বোলিং পারফরম্যান্সে ১২৭ রানেই শেষ বাংলাদেশের ইনিংস
Advertisement
ABP Premium

ভিডিও

RG Kar News: পুজো উদ্যোক্তাদের কাছে আর জি কর-কাণ্ডে নিহত নির্যাতিতার মা-বাবার আর্তির অডিও চালানোর আর্জিJoynagar Case: জয়নগরকাণ্ডে কল্যাণী এইমসে ময়নাতদন্ত, পকসো আইনে মামলা রুজুর নির্দেশ হাইকোর্টেরMamata Banerjee: 'জয়নগরকাণ্ডে ৩ মাসের মধ্যে ফাঁসির সাজা হবে, অপরাধ করলে কড়া ব্যবস্থা', জানালেন মমতাMamata Banerjee: 'কেউ কি ইচ্ছে করে কোনও ঘটনা ঘটায়? জয়নগরকাণ্ডে ৩ মাসের মধ্যে ফাঁসির সাজা হবে', মন্তব্য মমতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs BAN Live: বরুণ, অর্শদীপের তিনটি করে উইকেট, দুরন্ত বোলিংয়ে বাংলাদেশের বিরুদ্ধে জয়ের ভিত গড়লেন বোলাররা
বরুণ, অর্শদীপের তিনটি করে উইকেট, দুরন্ত বোলিংয়ে বাংলাদেশের বিরুদ্ধে জয়ের ভিত গড়লেন বোলাররা
Jalpaiguri News: দ্বিতীয়ায় হকার উচ্ছেদ অভিযান, 'কেন বারবার এই অত্যাচার ?', লাঠির আঘাত, আটক ব্যবসায়ী
দ্বিতীয়ায় হকার উচ্ছেদ অভিযান, 'কেন বারবার এই অত্যাচার ?', লাঠির আঘাত, আটক ব্যবসায়ী
Delhi Doctor Murder Update : ‘খুন করতে পারলে মেয়ের সঙ্গে বিয়ে দেব’, দিল্লির ডাক্তারকে খুন করার সুপারি দিয়েছিল নার্সের স্বামী !
স্ত্রীর সঙ্গে সম্পর্ক আছে বলে সন্দেহ, দিল্লির ডাক্তারকে খুন করার সুপারি দিয়েছিল নার্সের স্বামী !
IND vs BAN 1st T20I: ভারতের অলরাউন্ড বোলিং পারফরম্যান্সে ১২৭ রানেই শেষ বাংলাদেশের ইনিংস
IND vs BAN 1st T20I: ভারতের অলরাউন্ড বোলিং পারফরম্যান্সে ১২৭ রানেই শেষ বাংলাদেশের ইনিংস
New Star in Sky: রাতের আকাশে এবার নয়া নক্ষত্র, টেক্কা দেবে ধ্রুবতারাকে
রাতের আকাশে এবার নয়া নক্ষত্র, টেক্কা দেবে ধ্রুবতারাকে
INDW vs BANW Live: পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রথম জয় ছিনিয়ে নিলেন শেফালিরা
পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রথম জয় ছিনিয়ে নিলেন শেফালিরা
Posthumous Reproduction: ক্যান্সার কেড়ে নিয়েছে তরতাজা ছেলেকে, সারোগেসিতে সন্তানের শুক্রাণু ব্যবহারে মা-বাবাকে অনুমতি দিল আদালত
ক্যান্সার কেড়ে নিয়েছে তরতাজা ছেলেকে, সারোগেসিতে সন্তানের শুক্রাণু ব্যবহারে মা-বাবাকে অনুমতি দিল আদালত
IND vs BAN 1st T20I: বাংলাদেশের বিরুদ্ধে গ্বালিয়রে টিম ইন্ডিয়ার জার্সিতে দুই তরুণ তুর্কির অভিষেক
বাংলাদেশের বিরুদ্ধে গ্বালিয়রে টিম ইন্ডিয়ার জার্সিতে দুই তরুণ তুর্কির অভিষেক
Embed widget