Top Entertainment News Today: পুত্র সন্তানের জন্ম দিলেন ঋদ্ধিমা, শাহরুখ-সলমনের ছবির স্ক্রিপ্ট ফাইনাল, বিনোদনের সারাদিন
Top Entertainment News Today: গোটা দিন সারা দেশে বিনোদন দুনিয়ার একাধিক ঘটনা ঘটেছে। দিনের শেষে এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন খবর নজর কাড়ল।
কলকাতা: গৌরব (Gaurav Chakraborty) ও ঋদ্ধিমার (Ridhima Ghosh) কোল আলো করে এল পুত্র সন্তান। লক করা হল 'টাইগার ভার্সেস পাঠান' (Tiger Vs Pathaan) ছবির চিত্রনাট্য। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।
গৌরব-ঋদ্ধিমার কোল আলো করে এল পুত্র সন্তান
টলিউডের অত্যন্ত পছন্দের ও আদুরে দম্পতি তাঁরা, গৌরব চক্রবর্তী (Gaurav Chakraborty) ও ঋদ্ধিমা ঘোষ (Ridhima Ghosh)। ২০১৭ সালে প্রেমের সম্পর্ককে এক ধাপ এগিয়ে বিয়ে সারেন তাঁরা। এরপর ২০২৩ সালের নববর্ষ (Bengali New Year)। বাঙালির নতুন বছর শুরুর প্রথম দিনে অনুরাগীদের সঙ্গে সুখবর ভাগ করে নেন তারকা দম্পতি। অভিনেত্রী অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন। সেই থেকে অপেক্ষার প্রহর। আজ মিলল খুশির খবর। পুত্র সন্তানের (baby boy) জন্ম দিয়েছেন গৌরব ও ঋদ্ধিমা।
৫ বছর এগিয়ে গেল 'টুম্পা অটোওয়ালি'র গল্প
কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'টুম্পা অটোওয়ালি'র গল্পে ৫ বছরের লাফ। মানে ধারাবাহিকের গল্প এবার এগিয়ে গেল ৫ বছর। তার সঙ্গে গল্পে দেখা যাবে এক দারুণ ট্যুইস্ট। টুম্পা যে প্রথমে নিজেকে পুরোপুরি সমর্পণ করেছে তার এমবিএ পড়াশোনার প্রতি, এবার তার সামনে একের পর এক পারিবারিক ড্রামা। গোটা পরিবার তাকে হঠাৎই সারপ্রাইজ দিয়ে সাধের অনুষ্ঠানের আয়োজন করে। কিন্তু সবই যেমন ওপর থেকে সুন্দর দেখতে লাগছে তেমনটা নয়। কারণ আবিরের অনুপস্থিতি এবং পম্পার প্রতারণামূলক কাজ উদযাপনের ওপর খারাপ ছায়া ফেলতে থাকে। পম্পা ফের বোকা বানাতে চায় টুম্পাকে। ভাল হয়ে, শুদ্ধ হয়ে অনুরাধা ফিরে এসেও টুম্পাকে টুপি পরাতে ব্যর্থ হয় সে। আসল সারপ্রাইজ দেখা যাবে যখন, ধারাবাহিকের গল্প এগিয়ে যাবে আরও পাঁচ বছর। ৫ বছর পর, ভবিষ্যতে দেখা যাবে টুম্পা নতুন মা হিসেবে জীবনের নতুন ধাপে পা রাখছে। মাতৃত্বের জীবনকে আলিঙ্গন করতে দেখা যাবে টুম্পাকে।
শাহরুখ-সলমন অভিনীত 'টাইগার ভার্সেস পাঠান' ছবির চিত্রনাট্য ফাইনাল
ফের একসঙ্গে এক ছবিতে দেখা যাবে শাহরুখ খান (Shah Rukh Khan) ও সলমন খানকে (Salman Khan)। 'যশ রাজ ফিল্মস'-এর (Yash Raj Films) প্রধান আদিত্য চোপড়ার (Aditya Chopra) তত্ত্বাবধানে তৈরি হতে চলেছে 'টাইগার ভার্সেস পাঠান' (Tiger Vs Pathaan)। স্বভাবতই এই ছবি নিয়ে উত্তেজনা তুঙ্গে। শোনা যাচ্ছে যে চিত্রনাট্যও ফাইনাল হয়ে গিয়েছে। দুই তারকার সায়েই নিশ্চিত হয়েছে চিত্রনাট্য। 'টাইগার ভার্সেস পাঠান' টিমের স্ক্রিপ্ট তৈরি। নভেম্বর থেকে শুরু হবে প্রস্তুতি। শোনা যাচ্ছে আগামী বছরের মার্চ মাসে শুরু হবে শ্যুটিং। ঘনিষ্ঠ সূত্র মারফত খবর, ''টাইগার ভার্সেস পাঠান' ছবির চিত্রনাট্য ফাইনাল করা হয়েছে বলিউডের দুই তারকা সায় দেওয়ার পর। এই ছবি বিশাল বড় মাইলফলক হতে চলেছে কারণ সুপারহিট 'কর্ণ অর্জুন' ছবির পর ফের বলিউডের দুই তারকাকে একসঙ্গে পূর্ণ দৈর্ঘ্যের ছবিতে। তাঁদের প্রথমে স্ক্রিপ্ট শোনানোর কথা ছিল, এবং তাতে যে দুই তারকার অনস্ক্রিন পুনর্মিলন থেকে দর্শকের যে আশা জাগবে তা পূরণ করার ক্ষমতা আছে সেই ব্যাপারে সন্তুষ্ট করতে হত। আদিত্য চোপড়া প্রথমে শাহরুখ ও সলমনের সঙ্গে আলাদা করে মিটিং করেন ও তাঁদের ছবির গল্প শোনান। দুই তারকাই ছবির গল্প বেশ পছন্দ করেছেন। এবার ছবির শ্যুটিং শুরু হবে মার্চ মাসে।'
পুনম পাণ্ডের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড
সম্প্রতি মুম্বইয়ের (Mumbai) এক বহুতলে লাগল ভয়াবহ আগুন। ওই বহুতলেই বাস অভিনেত্রী পুনম পাণ্ডের (Poonam Pandey)। ভয়ানক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হননি অভিনেত্রী। স্বস্তির খবর, অগ্নিকাণ্ড থেকে বেঁচে বেরিয়ে আসতে পেরেছে তাঁর পোষ্যও (pet dog)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন সেই কথা। সম্প্রতি আগুন লেগে যায় অভিনেত্রী পুনম পাণ্ডের বাড়িতে। সেই সময় বাড়িতে ছিলেন না অভিনেত্রী। তবে বাড়িতে ছিল তাঁর পোষ্য সারমেয় সিজার। সৌভাগ্যজনকভাবে অক্ষত রয়েছে তাঁর পোশ্য। পুনমের বাড়ির পরিচারক যাঁরা, তাঁদের চেষ্টাতেই সঙ্গে সঙ্গে বের করে আনা হয় সিজারকে। আপাতত সে অভিনেত্রীর বোনের কাছে রয়েছে।
আরও পড়ুন:
ED ডাকতে পারে একাধিক বলিউড অভিনেতা-অভিনেত্রী-গায়ক-গায়িকাকে
শোনা যাচ্ছে, এবার বলিউডের (Bollywood Stars) একাধিক প্রথম সারির নামকে তলব করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। 'মহাদেব অনলাইন বেটিং' মামলা (Mahadev Online Betting Case) সংক্রান্ত যে তদন্ত চলছে তার জন্য জিজ্ঞাসাবাদ করতেই ডাকা হবে একাধিক বলিউড অভিনেতা ও অভিনেত্রীকে, খবর সূত্রের। কারা কারা রয়েছেন সেই তালিকায়? মহাদেব অনলাইন জুয়া মামলা নিয়ে যে তদন্ত চলছে তার জন্য এবার তলব করা হতে পারে একাধিক বলিউডের তারকাকে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে 'মহাদেব বুক অ্যাপ' প্রোমোটার সৌরভ চন্দ্রকরের বিয়ের অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরশাহীতে (UAE) পৌঁছেছিলেন একাধিক তারকা। তাঁদের মধ্যে রয়েছেন টাইগার শ্রফ (Tiger Shroff), সানি লিওনি (Sunny Leone), নেহা কক্কড় (Neha Kakkar), আতিফ আসলাম, রাহত ফতেহ আলি খান, আলি আসগর, বিশাল দাদলানি, এলি আব্রাম, ভারতী সিংহ, ভাগ্যশ্রী, কৃতী খারবান্দা, নুসরত ভারুচা, ক্রুষ্ণা অভিষেক, সুখবিন্দর সিংহ।
তৈরি হচ্ছে 'যব উই মেট ২'?
মিষ্টি, আদুরে বলিউডি প্রেমের ছবির তালিকা যদি করতে বসা যায়, তাহলে শুরুর দিকেই স্থান পাবে 'যব উই মেট' (Jab We Met)। করিনা কপূর খান (Kareena Kapoor Khan) ও শাহিদ কপূর (Shahid Kapoor) অভিনীত সেই প্রেমকাহিনি, যা আজও রম-কম (Romantic Comedy) প্রেমীদের মনে রাজত্ব করে। এবার অনুরাগীদের জন্য সুখবর। আসতে চলেছে 'যব উই মেট' ছবির সিক্যুয়েল। একাধিক জাতীয়স্তরের বিনোদন সংস্থা মারফত খবর, 'যব উই মেট ২' (Jab We Met 2) তৈরির প্রস্তুতি চলছে। তাহলে কি ফের একবার জুটি বাঁধবেন করিনা-শাহিদ? যদিও 'যব উই মেট' নির্মাতাদের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে এখন জল্পনা অন্য জায়গায়। প্রাক্তন প্রেমিক ও প্রেমিকা শাহিদ কপূর ও করিনা কপূর খানই ফের মুখ্য চরিত্রে ফিরবেন কি না। গীত ও আদিত্যর চরিত্রে তাঁরাই যে বছরের পর বছর ধরে দর্শকের মনে গেঁথে রয়েছেন। সূত্রের খবর, প্রথম ছবির পরিচালক ইমতিয়াজ আলিই সিক্যুয়েলের পরিচালনা করবেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন