Top Enertainment News Today: একদিনে করোনা আক্রান্ত টলিউডের ৬ তারকা, স্থগিত কলকাতা চলচ্চিত্র উৎসব, দেখুন বিনোদনে আজকের সেরা খবরগুলি
Top Enertainment News Today: করোনার কোপে কার্যত ঘায়েল টলিউড। একদিনে টলিউডে করোনা আক্রান্ত প্রথম সারির ৬ তারকা।

কলকাতা: করোনার কোপে কার্যত ঘায়েল টলিউড। একদিনে টলিউডে করোনা আক্রান্ত প্রথম সারির ৬ তারকা। করোনা আক্রান্ত পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, রেশমি সেন, মিমি চক্রবর্তী, রুক্মিণী মৈত্র ও দেব। অন্যদিকে আজ করোনাবিধি মেনেই শুরু হল ওম সাহানি ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নতুন ছবি 'ভয় পেও না'-র শ্যুটিং। করোনার প্রকোপে স্থগিত কলকাতা চলচ্চিত্র উৎসব। বিনোদন জগতে আজকে নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন এক ঝলকে।
স্থগিত কলকাতা চলচ্চিত্র উৎসব
করোনা আবহে কলকাতা চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival) স্থগিত। আয়োজক কমিটির প্রধান রাজ চক্রবর্তী (Raj Chakraborty)-সহ কয়েকজন আক্রান্ত। করোনা (Coronavirus) আক্রান্ত আয়োজক কমিটির সদস্য পরমব্রত চট্টোপাধ্যায়ও (Parambrata Chatterjee)। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে কথা হয় রাজ চক্রবর্তীর। এরপরই এই সিদ্ধান্ত নেওয়া বলে জানা গিয়েছে।
করোনা আক্রান্ত দেব-রুক্মিণী
অভিনেত্রী রুক্মিণী মৈত্রের (Rukmini Maitra) পর এবার করোনা আক্রান্ত অভিনেতা সাংসদ দেব অধিকারী (Dev)। সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে করোনা পজিটিভ হওয়ার খবর নিজেই জানিয়েছেন অভিনেতা। দেব জানিয়েছেন, তিনি বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন। প্রায় উপসর্গহীন হলেও অভিনেতার করোনা (corona) রিপোর্ট পজিটিভ এসেছে। কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেব লিখেছেন, 'সবার চিন্তার জন্য ধন্যবাদ। আমি করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছি। আমি কোভিড পজিটিভ এবং প্রায় উপসর্গহীন। বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। চিকিৎসকদের পরামর্শ নিচ্ছি।' এর কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রুক্মীণি জানান, তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। সেইসঙ্গে তিনি লেখেন, 'সবাইকে জানাচ্ছি আমি করোনা পজিটিভ। আপাতত আমি বাড়িতেই নিভৃতবাসে রয়েছি ও পারিবারিক চিকিৎসকের থেকে পরামর্শ নিচ্ছি। সবাই শক্ত থাকুন, যতটা সম্ভব টেস্ট করান আর মাস্ক পরে থাকুন। আশা করি আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব। সবাইকে ধন্যবাদ।'
বাড়িতে থেকেও করোনা আক্রান্ত মিমি
করোনা আক্রান্ত টলিউড অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান অভিনেত্রী।কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মিমি লেখেন, 'আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তবে আমি গত কয়েকদিন বাড়ি থেকে বেরোইনি বা কোনও মানুষের বাইরের মানুষের সঙ্গে মেলামেশা বা দেখাসাক্ষাৎ-ও করিনি। খুব খারাপ হল। আমি চিকিৎসকের সঙ্গে কথা বলেছি ও বাড়িতেই আইসোলেশনে রয়েছি। আমি সবাইকে আবেদন করব সুরক্ষাবিধি বজায় রাখতে ও মাস্ক পরতে। দয়া করে সবাই সুস্থ থাকুন আর মাস্ক পরুন।
উপসর্গহীন হওয়ার পর করোনা রিপোর্ট পজিটিভ পরমব্রত
করোনা উপসর্গ নিয়ে রিপোর্ট নেগেটিভ আর উপসর্গহীন হয়ে যাওয়ার পর করোনা রিপোর্ট (Corona positive) পজিটিভ! সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করে নিজেই এই অভিজ্ঞতার কথা জানালেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। সেইসঙ্গে জানালেন, করোনা আক্রান্ত হয়েছেন তিনি। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। আজ নিজের ট্যুইটারে একটি পোস্ট করেন পরমব্রত। সেখানে তিনি লেখেন, 'গত ২৭ ডিসেম্বর আমার করোনার সামান্য উপসর্গ দেখা দেয়। নিয়মমাফিক করোনা পরীক্ষা করালে ফলাফল নেগেটিভ আসে। এরপর ৩০ তারিখ আমি কলকাতা ফিরি। জানুয়ারির ২ তারিখের মধ্যে আমার শরীরে করোনার যে সামান্য উপসর্গ ছিল তাও চলে যায়। আমি পুরোপুরি সুস্থবোধ করি। কিন্তু এর ২ দিন আগে আমায় একটি নিয়মরক্ষার জন্য ফের করোনা পরীক্ষা করাতে হয়েছিল। সেই রিপোর্টটি পজিটিভ এসেছে। অর্থাৎ আমি করোনা আক্রান্ত। ৩ দিন পর আমি আবার নিয়মমাফিক করোনা করোনা পরীক্ষা করাব।'
স্থগিত 'রাধে শ্য়াম' এর মুক্তি
'আর আর আর'-এর (RRR) পরে, প্রভাস এবং পূজা হেগড়ে অভিনীত 'রাধে শ্যাম'-এর (Radhe Shyam) নির্মাতারা তাঁদের বহু প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়া ছবির মুক্তির তারিখ পিছিয়ে দিয়েছেন। প্রাথমিকভাবে, ছবিটি ১৪ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু এই মুহূর্তে কোভিডের যে পরিস্থিতি হয়েছে তার কারণে ছবির মুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
করোনা আক্রান্ত রুদ্রনীল-রেশমি
এবার টালিগঞ্জের (Tollyganj) স্টুডিওপাড়াতেও করোনার (Corona) থাবা। দ্বিতীয়বার করোনা আক্রান্ত অভিনেত্রী রেশমি সেন (Reshmi Sen)। নিয়েছিলেন ভ্যাকসিনের দুটি ডোজ। করোনা আক্রান্ত অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)।
শুরু 'ভয় পেও না'-র শ্যুটিং
পুরনো দিনের এক বাড়ি, ভিতরে আলো জ্বলছে। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে, বিদ্যুতের ঝলকানিতে আলোকিত হয়ে উঠছে বাড়ির একাংশ। বাড়িটার চারদিকে ঘিরে ধরেছে কাঁটাতার। সব মিলিয়ে কেমন যেন আধাভৌতিক আবহ। এই পোস্টার শেয়ার করেই সোশ্যাল মিডিয়ায় শ্যুটিং শুরুর খবর দিলেন ওম সাহানি (Om Sahani)। নতুন বছরে রুপোলি পর্দায় নতুন জুটি বাঁধছেন ওম। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Shabanti Chatterjee) সঙ্গে জুটি বেঁধে 'ভয় পেও না'-র (Voy Peo Na) শ্যুটিং শুরু করলেন তিনি। অয়ন দে পরিচালিত এই ছবির হাত ধরেই বাংলা ছবি নতুন জুটি পেতে চলেছে রুপোলি পর্দায়। নতুন ছবি 'ভয় পেও না'-তে দেখা যাবে ওম-শ্রাবন্তীকে। এর আগে একসঙ্গে কাজ করেছেন ওম শ্রাবন্তী। 'হুল্লোড়' ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। তবে সেই ছবিতে জুটি বাঁধেননি তাঁরা। এর আগে সোশ্যাল মিডিয়ায় ছবি ভাগ করে নিয়েছিলেন ওম শ্রাবন্তী। সেখানে অভিনেতা অভিনেত্রীকে দেখা গিয়েছিল বর কনের সাজে।






















