Top Enertainment News Today: এখনও সঙ্কটমুক্ত নন সন্ধ্যা মুখোপাধ্য়ায়, নতুন ওয়েব সিরিজে ঐন্দ্রিলা, বিনোদনের সারাদিন
Top Enertainment News Today: সারাদিনে আজ নজর কাড়ল কোন কোন খবরগুলি? দেখে নিন বিনোদনের সারাদিন।
কলকাতা: কিংবদন্তি গায়িকা সন্ধ্যা মুখোপাধ্য়ায়ের (Sandhya Mukhopadhyay) শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও এখনও তিনি সঙ্কটমুক্ত নন। তিনি জানা যাচ্ছে, গতকাল তাঁর শারীরিক অবস্থ যেমন ছিল, আজ তাতে তেমন কোনও হেরফের হয়নি। 'বিগ বস সিজন ১৫'-র গ্র্যান্ড ফিনালেতে (Bigg Boss 15 Grand Finale) সিদ্ধার্থ শুক্লকে শ্রদ্ধাজ্ঞাপন করে বিশেষ পারফরম্যান্স করবেন শেহনাজ গিল। নতুন ওয়েব সিরিজে কাজ করার খবর দিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। সারাদিনে আজ নজর কাড়ল কোন কোন খবরগুলি? দেখে নিন বিনোদনের সারাদিন।
স্থিতিশীল হলেও এখনও সঙ্কটমুক্ত নন সন্ধ্যা মুখোপাধ্যায়
কিংবদন্তি গায়িকা সন্ধ্যা মুখোপাধ্য়ায়ের (Sandhya Mukhopadhyay) শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও এখনও তিনি সঙ্কটমুক্ত নন। তিনি জানা যাচ্ছে, গতকাল তাঁর শারীরিক অবস্থ যেমন ছিল, আজ তাতে তেমন কোনও হেরফের হয়নি। ফলে গীতশ্রী বিপদমুক্ত কিনা তা এখনও জানাতে পারছেন না চিকিৎসকরা। তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী আরও ৪৮ ঘণ্টা না কাটলে তাঁরা নিশ্চিতভাবে বলতে পারবেন না। আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের পরই তাঁর শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত জানাতে পারবেন চিকিৎসকরা। হাসপাতালে সূত্রে জানা যাচ্ছে, জেনারেল বেডেই রয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। কোভিডের সংক্রমণের কারণে আইসোলেশনে রয়েছেন। চিকিৎসকরা জানাচ্ছেন, গীতশ্রীর হৃদরোগের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। নেফ্রোলজির বিশেষজ্ঞরাও তাঁর কিডনির পরিস্থিতি সঠিক রাখতে পরামর্শ দিচ্ছেন। করোনা সংক্রমণের সপ্তম দিন কাটলে চিকিৎসকরা কিছুটা চিন্তামুক্ত হবেন। পাশাপাশি তাঁরা জানাচ্ছেন, কয়েকদিন আগে পড়ে যাওয়ার ফলে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কোমরে যে চোট লেগেছিল, তা নিয়ে কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে আলোচনায় বসবেন তাঁরা। আপাতত ওষুধ দিয়েই পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে।
বলিউডে আত্মপ্রকাশ ভাগ্যশ্রী কন্যার
'ম্যায়নে পেয়ার কিয়া' খ্যাত অভিনেত্রী ভাগ্যশ্রীর ছেলের বলিউডে আত্মপ্রকাশ হয়েছে বেশ কয়েক বছর আগে। ২০১৮ সালে মুক্তি পাওয়া বলিউড ছবি 'মর্দ কো দর্দ নেহি হোতা' দিয়ে বিনোদন জগতে পা রাখেন অভিমন্যু দাসানি। বক্স অফিসে সেই ছবি খুব ভালো ব্যবসা করতে না পারলেও দর্শকের মনে জায়গা করে নেন অভিমন্যু। এবার বলিউডে পা রাখতে চলেছেন ভাগ্যশ্রী (Bhagyashree) কন্যা অবন্তিকা দাসানি (Avantika Dasani)। সাইকোলজিক্যাল থ্রিলার ড্রামা সিরিজ দিয়ে অভিনয় জীবনে আত্মপ্রকাশ হতে চলেছে এই স্টার কিডের। সম্প্রতি বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি সিরিজের পোস্টার শেয়ার করেছেন। পোস্টারে আর এক বলিউড অভিনেত্রী হুমা কুরেশির সঙ্গে দেখা যাচ্ছে ভাগ্যশ্রী কন্যাকে। ওটিটি প্ল্যাটফর্ম দিয়ে বলিউডে পা রাখতে চলেছেন ভাগ্যশ্রী কন্যা অবন্তিকা দাসানি। ওয়েব সিরিজ 'মিথ্যা'র (Mithya) পোস্টার শেয়ার করে কন্যা অবন্তিকার অভিনয়ে আত্মপ্রকাশের কথা জানিয়েছেন তিনি। পোস্টার শেয়ার করেছেন অবন্তিকাও। তিনি ইনস্টাগ্রাম হ্যান্ডলে ওয়েব সিরিজ 'মিথ্যা'র পোস্টার শেয়ার করে লেখেন, 'যা কিছু আমরা দেখি তা সবসময় সঠিকভাবে হয় না। মিথ্যার এই জালের জন্য আসলে কারা দায়ী? 'মিথ্যা' আসছে জিফাইভে। আমার একেবারে প্রথম ওয়েব সিরিজের ঘোষণা করছি অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে।'
আরও পড়ুন: হরর থ্রিলারে প্রেমের ছোঁয়া, মুক্তি পেল 'জতুগৃহ'-র প্রথম গান 'বরষে রে'
সিদ্ধার্থের উদ্দেশে বিশেষ পারফরম্যান্স শেহনাজের
গত বছর সবাইকে চমক দিয়ে অকালে চলে গিয়েছেন হিন্দি ছোট পর্দার জনপ্রিয় তারকা সিদ্ধার্থ শুক্ল (Sidharth Shukla)। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন 'বালিকা বধূ' খ্যাত সিদ্ধার্থ। অনুরাগীরা আজও বিশ্বাস করতে পারেন না যে তাঁদের প্রিয় অভিনেতা আর এই পৃথিবীতে নেই। সিদ্ধার্থ শুক্ল আগেও জনপ্রিয় অভিনেতা ছিলেন। কিন্তু 'বিগ বস'-এর ঘরে প্রতিযোগী হিসেবে আসার পর থেকে তাঁর জনপ্রিয়তা আরও বেড়ে যায়। এই 'বিগ বস'-এর (Bigg Boss) ঘরেই শুরু হয় শেহনাজ গিলের (Shehnaaz Gill) সঙ্গে সিদ্ধার্থ শুক্লর সম্পর্ক। দুজনের জুটিকে অনুরাগীরা 'সিডনাজ' নামেই ডাকেন আজও। টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস'-এর আরও একটা সিজন প্রায় শেষের পথে। গ্র্যান্ড ফিনালেতে কার হাত উঠবে বিজয়ীর ট্রফি, তা দেখার অপেক্ষায় দর্শক। 'বিগ বস সিজন ১৫'-র গ্র্যান্ড ফিনালের আয়োজন চলছে জোরকদমে। শোনা যাচ্ছে বেশ কিছু নামী তারকা পারফর্ম করতে চলেছেন গ্র্যান্ড ফিনালেতে। বিশেষ এই অনুষ্ঠানে দেখা যাবে প্রাক্তন প্রতিযোগী শেহনাজ গিলকেও। শোনা যাচ্ছে, 'বিগ বস সিজন ১৫'-র গ্র্যান্ড ফিনালেতে (Bigg Boss 15 Grand Finale) সিদ্ধার্থ শুক্লকে শ্রদ্ধাজ্ঞাপন করে বিশেষ পারফরম্যান্স করবেন শেহনাজ।
'বাবা, বেবি ও..'-র নতুন গান
ট্রেলারে গানের ঝলক শোনা গিয়েছিল আগেই। আর আজ মুক্তি পেল 'বাবা, বেবি ও..' -র প্রথম গান 'বাবা হওয়া এত সোজা নয়'। বাংলাদেশের গায়ক চমক হাসানের (Chamak Hasan) কথা ও সুরে গানটি গেয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই নেটাগরিকদের মনে ধরেছে মজার ছন্দে গাওয়া এই গান। প্রকাশ্যে আসা ভিডিওতে যেমন রয়েছে সিনেমার অংশ তেমনই রয়েছে ক্যামেরার পিছনের বিভিন্ন মজার মুহূর্ত। গানে ধরা পড়েছে গায়কের রেকর্ডিংয়ের ছবিও। সব মিলিয়ে জমজমাট ৩ মিনিটের কিছু সময়ের বেশি এই ভিডিও।
নতুন ওয়েবসিরিজে ঐন্দ্রিলা
ক্ল্যাপস্টিকে ঢাকা মুখ, স্পষ্ট কেবল চোখ দুটো। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করে নতুন কাজের খবর দিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। জি ফাইভ বাংলার নতুন ওয়েবসিরিজ শ্বেতকালী-তে অভিনয় করছেন তিনি। ঐন্দ্রিলার চরিত্রের নাম উর্ভি। সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি শেয়ার করে ঐন্দ্রিলা লেখেন, 'শ্বেতকালী থেকে আমি উর্ভি। এই প্রথম জি ফাইভ বাংলায় একেবারে নতুন একটা রূপে আমি আসছি। আপনাদের সবার ভালোবাসা আর আশীর্বাদ চাই।' নিজের নতুন রূপ নিয়ে রহস্য বজায় রেখেছেন ঐন্দ্রিলা। ক্ল্যাপস্টিকে চোখ ঢেকেছেন, কেবল কথা বলছে তাঁর চোখ।