Top Entertainment News Today: কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের চতুর্থ দিনে ‘বিপত্তি’, এপ্রিলেই শ্যুটিং শুরু শাহরুখ-রাজকুমার জুটির, বিনোদনের সারাদিন
Top Entertainment News Today: দিনভর আজ বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
কলকাতা: কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের চতুর্থ দিনে ‘বিপত্তি’, দীর্ঘক্ষণ পর্দা অন্ধকার থাকার অভিযোগ। 'হিন্দি রাষ্ট্রীয় ভাষা নয়', অজয়-কিচ্চা বিতর্কে সরব প্রাক্তন কর্ণাটক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। মুম্বইয়েই তৈরি 'ডাঙ্কি'র সেট, এপ্রিলেই শ্যুটিং শুরু শাহরুখ-রাজকুমার জুটির। দিনভর আজ বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
এপ্রিলেই শ্যুটিং শুরু শাহরুখ-রাজকুমার জুটির
পরিকল্পনা থাকা সত্ত্বেও বাস্তবায়িত হচ্ছিল না কিছুতেই। অবশেষে ঘোষণা করলেন কিং খান। জুটি বাঁধতে চলেছেন শাহরুখ খান ও রাজকুমার হিরানি। ছবির নামও ঘোষণা হয়ে গেছে। 'ডাঙ্কি'র অ্যানাউন্সমেন্ট ভিডিও ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়। ছবির নির্মাতাদের তরফে একটা ছোট ভিডিও পোস্ট করা হয়। ছবি সম্পর্কে সাম্প্রতিক তথ্য মিলেছে যে মুম্বইতেই সেট তৈরি হয়েছে। ইন্টারনেটে বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে একটা পুরনো দিনের গ্রামের গড়নে সেট তৈরি হয়েছে। শাহরুখের সঙ্গে জুটি বাঁধার ব্যাপারে রাজকুমার বলেন, 'আমার কর্মজীবনে শাহরুখ খান সবসময় আমার পছন্দের তালিকায় ছিলেন এবং অতীতে বেশ কয়েকবার একসঙ্গে কাজ করার চেষ্টা করার পরে, অবশেষে আমরা একসঙ্গে 'ডাঙ্কি' করছি। একটা ছবিতে ওই ক্ষমতা, ক্যারিশ্মা, মস্তিষ্ক সব থাকলে তা অন্য মাত্রা এনে দেয়। সেই ম্যাজিক বড়পর্দায় আনতে আমি উৎসুক।'
প্রকাশ্যে আমির-করিনার 'লাল সিং চাড্ডা' ছবির গান 'কাহানি'
দীর্ঘ প্রতীক্ষার পর আজ নেট দুনিয়ায় মুক্তি পেল আমির খান (Aamir Khan) ও করিনা কপূর খানের (Kareena Kapoor Khan) আগামী ছবি 'লাল সিং চাড্ডা'র (Lal Singh Chaddha) নতুন গান। এদিন নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আমির খান প্রোডাকশনসের পক্ষ থেকে 'লাল সিং চাড্ডা' ছবির নতুন গান 'কাহানি' (Kahani) পোস্ট করা হয়। আগামী ১১ অগাস্ট মুক্তি পাবে এই ছবি। তার আগে নতুন গানে আপ্লুত নেট নাগরিকরা। এদিন নেট দুনিয়ায় পোস্ট করা হয় 'লাল সিং চাড্ডা' ছবির গান 'কাহানি'। মাত্র কয়েক ঘণ্টাতেই নজরকাড়া ভিউ হয় এই গানের। প্রীতমের সুরে 'কাহানি' গানটি গেয়েছেন মোহন কান্নন। ছবি মুক্তির আগে গানে মজে অনুরাগীরা। তাঁরা কমেন্টে ভালোবাসা প্রকাশ করেছেন। কোনও নেট নাগরিক লিখেছেন, 'অনেকদিন পর এত মন ভালো করা গান শুনলাম। মনে হচ্ছে যেন ১০ বছর পিছিয়ে গিয়েছি।' আবার কোনও নেট নাগরিক লিখেছেন, 'মন যেন মুগ্ধ হয়ে গেল। গানের সুরের সঙ্গে কথার কী অসাধারণ মেলবন্ধন। অমিতাভ ভট্টাচার্যের লেখা এই গান খুব সুন্দরভাবে দৃশ্যায়িত হয়েছে। আর প্রীতমের সুর নিয়ে নতুন করে আর কী বলব। অসাধারণ।'
দিতিপ্রিয়ার হিন্দি ওয়েব সিরিজের ট্রেলার প্রকাশ্যে
একদিকে সিনেমা, অন্যদিকে ওয়েব সিরিজ, দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) এখন ব্যস্ত অভিনয়ের বিভিন্ন দিক নিয়ে। সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনয় করা ‘স্টোরিজ অন দ্য নেক্সট পেজ’-এর ট্রেলার (Stories On Next Page)। নিজের সোশ্যাল মিডিয়া পেজ থেকে সেই ট্রেলার শেয়ার করে নিয়েছেন দিতিপ্রিয়া। ৩টি ছোট ছোট গল্পের অ্যান্থোলজি সিরিজ নিয়ে তৈরি হয়েছে এই ছবি। পোস্টারেও রয়েছে তাঁর ছাপ। ডিজনিপ্লাস হটস্টারে ৬ তারিখ মুক্তি পাবে এই সিরিজ।
আরও পড়ুন: Ishaa Saha: ছোট চুল, চোখে চশমা, লুক বদলে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট ইশার
আসছে লালকুঠী
জুটির জনপ্রিয়তার কারণেই যেন ফের জুটি বাঁধলেন তাঁরা। ছোটপর্দায় ফের আসছে রাহুল রুকমা জুটি। জি বাংলার ধারাবাহিক 'লালকুঠি'-র সৌজন্যে জুটি বাঁধছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও রুকমা রায়। আগামী ২ তারিখ থেকে শুরু হবে এই নতুন ধারাবাহিক। প্রধান দুই নায়ক নায়িকার নাম অনামিকা ও বিক্রম (Vikram and Anamika)। গয়না ডিজাইনিং শিখে বিদেশ থেকে দেশে এসেছে অনামিকা। ঘটনাক্রমে গঙ্গার ঘাটে বিক্রমের সঙ্গে প্রথমবার দেখা হয় তাঁর। প্রথম দেখা তুমুল ঝগড়ায় শেষ হলেও পরে বিক্রমের অফিসেই কাজে যোগ দেয় রুকমা। তাঁর কাজ দিয়েই মন জয় করে নেয় বিক্রমের। গল্পের পরতে পরতে তখন থাকবে কেবলই ভালোবাসা। ধীরে ধীরে ভালোলাগা, ভালোবাসা গড়ায় বিয়েতে। কিন্তু বিক্রমের বাড়ি 'লালকুঠি' তে পা দিয়েই বদলে যায় অনামিকার জীবন। এই বাড়ির মধ্যে যেন কী একটা আছে। প্রশ্ন করেও কোনও উত্তর পায় না অনামিকা। কিন্তু বারে বারে তাঁর মনে হতে থাকে, তার জীবন বিপন্ন। কিছুতে যেন ভয় পেয়েছে সে। এমনকি বিক্রমকে জানিয়েও কোনও সুফল পায় না সে। বরং তাঁর মনে হতে থাকে, বিক্রমের অতীতেও যেন কোনও একটা ঘটনা আছে যা সে লুকিয়েছে অনামিকার থেকে। রহস্য সমাধান করার চেষ্টা শুরু করে অনামিকা। 'লালকুঠি'-র (Laal Kuthi) গল্প মোড় নেয় রহস্যে, রোমাঞ্চে।
ডিজিটালে আত্মপ্রকাশ শাহিদ কপূরের
বড় পর্দা কাঁপানোর পর এবার ডিজিটাল দুনিয়ায় আত্মপ্রকাশ হতে চলেছে বলিউড অভিনেতা শাহিদ কপূরের (Shahid Kapoor)। বেশ কিছুদিন ধরেই অভিনেতার ওয়েব প্ল্যাটফর্মে আত্মপ্রকাশের নানা খবর শোনা যাচ্ছিল। অবশেষে আজ জানা গেল, খুব শীঘ্রই ডিজিটালে ডেবিউ করতে চলেছেন শাহিদ কপূর। সদ্যই মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'জার্সি' (Jersey)। এই ছবিতে অভিনয়ের জন্য নানা মহল থেকে ইতিমধ্যেই প্রশংসায় ভাসছেন অভিনেতা। তারই মাঝে নতুন প্রোজেক্টের খবরে উচ্ছ্বসিত অনুরাগীরা। জানা গিয়েছে, 'দ্য ফ্যামিলি ম্যান' (The Family Man) ওয়েব সিরিজ খ্যাত পরিচালকদ্বয় রাজ ও ডিকের হাত ধরেই ডিজিটালে পা রাখতে চলেছেন শাহিদ কপূর। তাঁর আত্মপ্রকাশের ওয়েব শো এর নাম 'ফর্জি' (Farzi)। জানা গিয়েছে এই সিরিজে শাহিদ কপূরের সঙ্গে দেখা যাবে দক্ষিণী তারকা বিজয় সেতুপতি ও কে কে মেননকেও।
কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের চতুর্থ দিনে ‘বিপত্তি’, দীর্ঘক্ষণ পর্দা অন্ধকার থাকার অভিযোগ
শুরু হয়েছে ২৭তম 'কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব' (Kolkata International Film Festival)। আর ফেস্টিভ্যালের চতুর্থ দিনে ‘বিপত্তি’। নন্দন ২ প্রেক্ষাগৃহে দীর্ঘক্ষণ পর্দা অন্ধকার হয়ে থাকার অভিযোগ উঠল। জাতীয় সঙ্গীত চলাকালীন দীর্ঘক্ষণ কোনও শব্দ শোনা যায়নি বলেও অভিযোগ। বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ দিন। বেলা দেড়টা নাগাদ 'কম্পিটিশন অন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ফিল্মস' (Competition on Indian Language Films) ক্যাটেগরিতে 'মাইন্ড গেম' (Mind Game) নামে একটি ওড়িয়া (Odia) ভাষার ছবি দেখানোর কথা ছিল। কিন্তু সেই সময়ে হঠাৎ করেই দীর্ঘক্ষণ পর্দা কালো হয়ে থাকে। এছাড়াও অভিযোগ, সিনেমা শুরুর আগে যে জাতীয় সঙ্গীত চালানো হয় সেই সময়েও জাতীয় সঙ্গীত শব্দবিহীন ছিল। অন্তত তিনবার চেষ্টা করার পরও স্ক্রিনে শব্দ আসেনি। যান্ত্রিক ত্রুটির কারণেই এমন পরিস্থিতি বলে দাবি করা হয়েছে। প্রোজেকশন রুম থেকে জানা যাচ্ছে যে অতিরিক্ত গরমের কারণেও শব্দে সমস্যা হয়েছে।