Alia Bhatt: মা হওয়ার আগেই বড় সিদ্ধান্ত নিতে চলেছেন আলিয়া ভট্ট
বিয়ের মাস খানেক পরই মা হতে চলার কথা ঘোষণা করেন। সব মিলিয়ে চলতি বছরটা দারুণ কাটছে তাঁর। এরইমধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ কথা জানালেন আলিয়া ভট্ট।
মুম্বই: জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায় দিয়ে চলেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt)। চলতি বছর ইতিমধ্যেই তাঁর দুটি ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' এবং 'আরআরআর' বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর চলতি বছর রণবীর কপূরের (Ranbir Kapoor) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। বিয়ের মাস খানেক পরই মা হতে চলার কথা ঘোষণা করেন। সব মিলিয়ে চলতি বছরটা দারুণ কাটছে তাঁর। এরইমধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ কথা জানালেন আলিয়া ভট্ট।
কোন বড় সিদ্ধান্ত নিতে চলেছেন আলিয়া ভট্ট?
অভিনয় জীবনের ক্ষেত্রে এই মুহূর্তে আগামী ছবি 'ব্রহ্মাস্ত্র' নিয়ে ব্যস্ত রয়েছেন আলিয়া ভট্ট। ব্যক্তিগত জীবনে তিনি বর্তমানে অন্তঃসত্ত্বা। মা হতে চলার সমস্ত মুহূর্ত উপভোগের সঙ্গে সঙ্গে পেশাগত জীবনও চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া ভট্ট জানালেন, শীঘ্রই তিনি বড় সিদ্ধান্ত নিতে চলেছেন। কপূর পরিবারের সন্তান রণবীর কপূরের সঙ্গে বিয়ের পরও সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নিজের নামের সঙ্গে কপূর পদবী যোগ করেননি আলিয়া। তিনি এখনও 'ভট্ট' পদবীই ব্যবহার করছেন সোশ্যাল মিডিয়ায়। আলিয়া ভট্ট জানাচ্ছেন, শীঘ্রই তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের নামের সঙ্গে 'কপূর' পদবী যোগ করতে চলেছেন। শুধু সোশ্যাল মিডিয়াই নয়, পাসপোর্টেও নিজের নাম বদলাতে চলেছেন তিনি। নাম বদলের অফিশিয়াল কাজকর্ম সমস্ত চলছে। 'ডার্লিংস' অভিনেত্রী বলছেন, 'আমার এটা করতে খুব ভালো লাগছে। আমাদের জীবনে সন্তান আসতে চলেছে। এখন আমি শুধু 'ভট্ট' হয়ে থাকতে চাই না। আমরা যখন কোথাও বেড়াতে যাই, চারপাশে 'কপূর' ডাক শুনতে পাই। আশা করি আমি কী বলতে চাইছি, তা বুঝতে পারছেন।'
আরও পড়ুন - Vivek Agnihotri Updates: কঙ্গনা রানাউতের পর বলিউডের 'অন্ধকার দিক' নিয়ে মুখ খুললেন বিবেক অগ্নিহোত্রী
চলতি বছর এপ্রিল মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন আলিয়া ভট্ট এবং রণবীর কপূর। সম্পর্ক নিয়ে তাঁরা বরাবরই খোলামেলা ছিলেন। কখনও নিজেদের সম্পর্কের কথা লুকোননি। রণবীর কপূরের পালি হিলের বাড়িতেই নতুন জীবন শুরু করেন তাঁরা। বিয়েতে দুই পরিবারের সদস্যরা ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতে গোনা কয়েকজন। কিন্তু বিয়ের পর রিসেপশন পার্টিতে হাজির ছিলেন বি টাউনের প্রায় সমস্ত তারকাই।
অন্যদিকে, আলিয়া ভট্টকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'ডার্লিংস' ছবিতে। যদিও এটি সিনেমা হলে নয়, মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। 'ডার্লিং' ছবিতে আলিয়া শুধুমাত্র একজন অভিনেত্রী হিসেবেই নন, তিনি রয়েছেন প্রযোজক হিসেবেও। তাঁকে শীঘ্রই দেখা যাবে 'ব্রহ্মাস্ত্র' ছবিতে। এই ছবি দিয়েই প্রথমবার পর্দায় জুটি বাঁধছেন রণবীর ও আলিয়া। জানা যাচ্ছে আগামী সেপ্টেম্বরে মুক্তি পাবে এই ছবি। জানা যায়, পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র' ছবির শ্যুটিং থেকেই সম্পর্ক শুরু হয় তাঁদের।