এক্সপ্লোর

Top Entertainment News Today: হলি-বলি-টলি, একনজরে আজকের সেরা বিনোদনের খবর

বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? চোখ বুলিয়ে নিন সেরা খবরগুলিতে (Top Entertainment News Today)।

কলকাতা: বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? চোখ বুলিয়ে নিন সেরা খবরগুলিতে (Top Entertainment News Today)।

একবিংশ শতাব্দীর কাদম্বরীদের মধ্যেও একাকীত্ব-বিরহের ছায়া, কী বার্তা উঠে আসছে 'কাদম্বরী আজও' তে?

এবার শর্মিষ্ঠা দেবের পরিচালনায় মুক্তি পাচ্ছে  'কাদম্বরী আজও'। বলাইবাহুল্য, ঠাকুরবাড়ির এই নারীর গল্পই উঠে আসতে চলেছে এই ছবিতে। কাদম্বরীর চরিত্রে অভিনয় করেছেন অঙ্কিতা চক্রবর্তী। এই ছবির হাত ধরেই বেশ কিছু সময় পর বড় পর্দায় ফিরছেন বাংলা চলচ্চিত্রেক অন্য়তম বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টপাধ্যায়। 'কাদম্বরী আজও'তে কাদম্বরীর ঠাকুমার চরিত্রে তিনি অভিনয় করছেন সাবিত্রী। সূত্রের খবর অনুযায়ী,  চরিত্রটি অত্যন্ত রোমাঞ্চকর। তবে এই  চরিত্রটি নিয়ে খুব বেশি কিছু বলতে চাননি পরিচালক। তাঁর কথায়, ছবিতে এই চরিত্র একটা বড় চমক।

নেটফ্লিক্সে ৫ নতুন সিনেমায় থাকছেন তামান্না ভাটিয়া, তাব্বু, রাজকুমার রাও, হুমা কুরেশি সহ একাধিক তারকারা-

এবার নেটফ্লিক্স প্রকাশ্য়ে আনল নতুন তথ্য। শীঘ্রই এই প্ল্য়াটফর্মে আসছে বেশ কয়েকটি নতুন সিনেমা ও ওয়েব সিরিজ। যার স্টারকাস্ট রীতিমত তাক লাগিয়ে দেওয়ার মতো। এই প্রজেক্ট গুলো দেখা যেতে চলেছে রাজকুমার রাও, টাবু, তামান্না ভাটিয়া,ইয়ামি গৌতম,রিতেশ দেশমুখের মতো তারকাদের।  সিনেপ্রেমীদের মধ্য়ে উন্মাদনা সৃষ্টি করতে বিভিন্ন সোশাল সাইটে নেটফিক্সের তরফ থেকে শেয়ার করা হচ্ছে পোস্টার,টিজার সহ নানান কিছু।

'শিরায় শিরায় দৌড়ত মাদক, চোখের সামনে দেখেছেন বন্ধুদের মৃত্যু...

অনিন্দ্য চট্টোপাধ্য়ায়। বাংলা সিনেমা ও সিরিয়ালের অন্য়তম পরিচিত মুখ। বর্তমানে 'খড়কুটো' ধারাবাহিকে তাঁর অভিনয় তাঁকে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার শিখরে। তবে এই অভিনেতার জীবনের যাত্রাপথ প্রথম থেকেই সুখকর ছিল না। একটা দীর্ঘ সময় মাদকাসক্ত হয়ে জীবনের অনেকটা সময় হারিয়ে ফেলেছেন 'খড়কুটো' তারকা। যদিও এই অন্ধকার দিনগুলোর কথা কখনওই নিজের ভক্তদের থেকে লুকোননি অভিনেতা। সম্প্রতি আবারও স্মতির পাতা ঘেঁটে সেই দিনগুলোর যন্ত্রণা অনুভব করলেন অনিন্দ্য়।

আরও পড়ুন - Chris Rock: ২০২৩ সালের অস্কার সঞ্চালনা করতে অস্বীকার ক্রিস রকের

ফের বিশাল ভরদ্বাজের ছবিতে তাব্বু, প্রকাশ্যে 'খুফিয়া'র টিজার-

সোমবার নেটফ্লিক্সের তরফে বিশাল ভরদ্বাজের আগামী ছবি 'খুফিয়া' ছবির প্রথম লুক টিজার প্রকাশ্যে আনা হয়েছে। স্পাই ড্রামা ঘরানার এই ছবি গা ছমছমে চরিত্রগুলির দিকে দৃষ্টি আকর্ষণ করে। টিজার মুক্তি প্রসঙ্গে পরিচালক বলেন, 'মানুষ, চরিত্র, দ্বন্দ্ব এবং সম্পর্ক অন্বেষণ করে এমন চলচ্চিত্রে কাজ করা আমি সত্যিই উপভোগ করি। 'খুফিয়া' সত্যিই আমার জন্য বিশেষ একটা প্রজেক্ট। একটি রহস্যে মোড়া স্লো-বার্নিং থ্রিলার তৈরি করার জন্য পুরো টিম খুব পরিশ্রম করেছে এবং নেটফ্লিক্সের মাধ্যমে দর্শকের সামনে তা আনতে আমরা আরও উত্তেজিত।'

বিতর্কিত ট্যুইটের জের, গ্রেফতার কমল আর খান-

২০২০ সালে করা বিতর্কিত ট্যুইটের জের। গ্রেফতার করা হল কমল আর খানকে। এদিন বিমানবন্দরে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরেই গ্রেফতারি। ২০২০ সালে ইরফান খান (Irrfan Khan) ও ঋষি কপূরকে (Rishi Kapoor) নিয়ে করা কেআরকে-র ট্যুইটের বিরুদ্ধে যুব সেনা সদস্য রাহুল কনল (Rahul Kanal) মালাড পুলিশ স্টেশনে কমল আর খানের নামে অভিযোগ দায়ের করেছিলেন। 

IMDb রেটিংয়েও মাথা তুলতে পারল না বিজয় দেবেরাকোন্ডার ছবি-

সম্প্রতি ছবির প্রযোজক বলিউডে একের পর এক ফ্লপ প্রসঙ্গে মুখ খোলেন, পরিস্থিতি অত্যন্ত 'ভয়াবহ' বলেও মন্তব্য তাঁর। প্রযোজকের কথায়, 'এখন বাড়িতে বসেই এক ক্লিকে সাধারণ মানুষের কাছে অনেক ভাল কন্টেন্ট চলে আসে। টিভিতে বড় বাজেটের ছবি পরিবারের সঙ্গে বসেই দেখা যায়। যতক্ষণ না পর্যন্ত তাঁদের প্রচণ্ড উত্তেজিত করা যাচ্ছে, তাঁরা হলে আসছেন না।' তিনি আরও বলেন, 'তবে বলিউডের ক্ষেত্রে কারণ এটা নয়। অগাস্টে তিনটি তেলুগু ছবি "বিম্বিসার", "সীতা রামাম" ও "কার্তিকেয়া ২" দুর্দান্ত ব্যবসা করেছে। প্রায় ১৫০-১৭০ কোটির ব্যবসা করেছে। এই দেশেই তো ব্যবসা করেছে। তার মানে তো এটা নয় যে দক্ষিণ ভারতের মানুষ উন্মত্তের মতো ছবি দেখে, ফলে কারণ বোঝা বেশ দুষ্কর। এই পরিস্থিতি বেশ ভয়াবহ ও ডিপ্রেসিং।'

রেস্তোরাঁয় ক্যামেরাবন্দি সারা আলি খান ও শুভমন গিল-

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকে একটি ভিডিও আপলোড করেছেন জনৈক অনুরাগী। ভিডিওর শুরুতে তাঁকে বলতে শোনা যায় 'সারাকে দেখলাম ব্যাস্টিয়ানে'। তারপরই একটি ক্লিপে ও স্টিল ছবি দেখা যায় যেখানে অভিনেত্রীকে দেখা যায় ক্রিকেট তারকার সঙ্গে এক টেবিলে বসে খাবারের অর্ডার দিতে। গোলাপী পোশাকে সারা, সাদা-সবুজ শার্টে শুভমনকে দেখা গেল। সূত্রের খবর, এই ভিডিওটি দুবাইয়ে তোলা। এরপরই ভিডিওটি সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার হয়ে যায়। 

'লক্ষ্মী ছেলে'র জয়জয়কার, বাড়ছে হল সংখ্যা, উচ্ছ্বসিত নির্মাতারা-

অন্ধবিশ্বাসের আস্তরণ ভেদ করে বিজ্ঞানের বিচ্ছুরণ। এই মন্ত্রে ভর করেই তৈরি 'লক্ষ্মী ছেলে'। সমাজকে উদ্ধার করতে এসেছে লক্ষ্মী ছেলেরা। আর তাঁদের সাদরে গ্রহণ করেছেন দর্শক। হলভর্তি দর্শকদের উচ্ছ্বাসই তার প্রমাণ। আট থেকে আশি, সব বয়সী দর্শকদের একটাই বক্তব্য, এই ছবি 'দুর্ধর্ষ'। কেউ বললেন, 'সকলকে বলব একবার যেন এসে এই ছবিটা দেখে।' করোনাকালে থমকেছিল ছবির কাজ, তারপর বিধিনিষেধ উঠলেও সেভাবে বক্স অফিসে ভিড় সব ছবির ক্ষেত্রে জমছিল না। তবে বহুদিন পর ছবি নিয়ে এলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। সেখানে হাইজফুল। আনন্দিত পরিচালক, প্রযোজক।

ক্যাটরিনার বোনের সঙ্গে সম্পর্কে শাহরুখ পুত্র আরিয়ান?

সম্প্রতি অভিনেত্রী শ্রুতি চৌহান তাঁর জন্মদিন উদযাপনের বেশ কিছু ছবি পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। সেখানেই ক্যামেরাবন্দি হলেন আরিয়ান খান। শ্রুতির পোস্ট করা ছবিতে আরিয়ান ছাড়াও দেখা মিলছে ক্যাটরিনা কাইফের বোন ইসাবেলা কাইফ (Isabela Kaif), টিভি অভিনেতা কর্ণ টকর এছাড়াও ছোট পর্দার আরও বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রীকে। কালো টি শার্ট, ডেনিম জিনস এবং হলুদ জ্যাকেট ছিল আরিয়ানের পরনে। আরিয়ান এবং ইসাবেলার একসঙ্গে পার্টি করার ছবি ভাইরাল হতে সময় নেয়নি। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের জোর গুঞ্জন দুজন একে অপরের সঙ্গে ডেটিং করছেন।

দু'টো বড় চমক নিয়ে আসছেন কিং খান-

'ডন থ্রি' ছবির চিত্রনাট্য পছন্দ না হওয়ায় এখনই করতে চান না শাহরুখ খান। বরং, বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, শীঘ্রই আরও দুটি অ্যাকশন নির্ভর ছবি নিয়ে আসতে চলেছেন তিনি। যদিও এখনও পর্যন্ত নির্মাতাদের পক্ষ থেকে কিংবা অভিনেতার পক্ষ থেকে কোনও অফিশিয়ালি ঘোষণা করা হয়নি। তাই শাহরুখ খানের আগামী ছবি দুটির ঘোষণার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। শোনা যাচ্ছে, দুটি ছবিই মুক্তি পেতে পারে ২০২৪ সালে।

১৯৮৪ সালের শিখ-বিরোধী হিংসার প্রেক্ষাপটে তৈরি নেটফ্লিক্সের 'যোগি', প্রকাশ্যে ট্রেলার-

'যোগি' ১৯৮৪ সালের দিল্লিতে ঘটে যাওয়া প্রতিকূল সময়ে একটি স্থিতিস্থাপক বন্ধুত্ব এবং সাহসের গল্প বলে। তিন বন্ধুর থ্রিলিং, আবেগঘন সফর, লড়াই করার শক্তির কাহিনি বলবে এই ছবি। 'যোগি' ছবিতে দিলজিৎ দোসানজের সঙ্গে কুমুদ মিশ্র, মহম্মদ জিশান আয়ুব, হিতেন তিজওয়ানি ও আমায়রা দস্তুরিকেও দেখা যাবে।

২০২৩ সালের অস্কার সঞ্চালনা করতে অস্বীকার ক্রিস রকের-

কমেডিয়ান ক্রিস রক সম্প্রতি জানিয়েছেন যে, তিনি ২০২৩ সালের অস্কার সঞ্চালনা করতে চান না। কারণ হিসেবে তিনি ইঙ্গিত দিয়েছেন উইল স্মিথের চড় কাণ্ডের। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, ক্রিস রক তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানিয়েছেন যে, উইল স্মিথের চড় কাণ্ডের পর তাঁর মধ্যে ট্রমা দেখা দিয়েছে। তিনি এখনও সেই ট্রমা কাটাতে পারেননি। জানা যাচ্ছে, 'সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্রিস রককে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তিনি আগামী বছরের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান সঞ্চালনা করবেন কিনা। কিন্তু তিনি জানিয়ে দেন যে, তিনি এই প্রস্তাবে রাজি নন। এর পরই উইল স্মিথের চড় কাণ্ড প্রসঙ্গে কথা বলেন। জানান, তাঁর মধ্যে সেই ঘটনার আতঙ্ক এখনও কাটেনি।'

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Shyam Benegal Demise: বিখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল প্রয়াত
বিখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল প্রয়াত
South 24 Paragana News: 'সেফ প্যাসেজ' বাংলা ? বাংলাদেশে কীভাবে পালানোর ছক কষেছিল ধৃত সন্দেহভাজন জঙ্গি ?
'সেফ প্যাসেজ' বাংলা ? বাংলাদেশে কীভাবে পালানোর ছক কষেছিল ধৃত সন্দেহভাজন জঙ্গি ?
Kolkata News: ইএম বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, শেষ রাতে মর্মান্তিক পরিণতি বাইক চালক যুবকের
ইএম বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, শেষ রাতে মর্মান্তিক পরিণতি বাইক চালক যুবকের
Vinod Kambli: আচমকাই শারীরিক অবস্থা খারাপ, ফের হাসপাতালে ভর্তি বিনোদ কাম্বলি
আচমকাই শারীরিক অবস্থা খারাপ, ফের হাসপাতালে ভর্তি বিনোদ কাম্বলি
Advertisement
ABP Premium

ভিডিও

Bangladesh Live: হাসিনাকে ফেরত চেয়ে চিঠি বাংলাদেশের, হিন্দুদের উপর হামলার মধ্যে চাপ বৃদ্ধির কৌশল?Bangladesh News: শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি বাংলাদেশেরBangladesh News: লজ্জার বাংলাদেশ! এবার কুমিল্লায় অশীতিপর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালাCooch Behar News: কোচবিহারে হাড়হিম করা জোড়া হত্যাকাণ্ড | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shyam Benegal Demise: বিখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল প্রয়াত
বিখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল প্রয়াত
South 24 Paragana News: 'সেফ প্যাসেজ' বাংলা ? বাংলাদেশে কীভাবে পালানোর ছক কষেছিল ধৃত সন্দেহভাজন জঙ্গি ?
'সেফ প্যাসেজ' বাংলা ? বাংলাদেশে কীভাবে পালানোর ছক কষেছিল ধৃত সন্দেহভাজন জঙ্গি ?
Kolkata News: ইএম বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, শেষ রাতে মর্মান্তিক পরিণতি বাইক চালক যুবকের
ইএম বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা, শেষ রাতে মর্মান্তিক পরিণতি বাইক চালক যুবকের
Vinod Kambli: আচমকাই শারীরিক অবস্থা খারাপ, ফের হাসপাতালে ভর্তি বিনোদ কাম্বলি
আচমকাই শারীরিক অবস্থা খারাপ, ফের হাসপাতালে ভর্তি বিনোদ কাম্বলি
Consumer Rights : জিনিস খারাপ হলে ক্ষতিপূরণ ছাড়াও ফেরত পাবেন টাকা ! এই পাঁচ অধিকার রয়েছে ক্রেতাদের ?
জিনিস খারাপ হলে ক্ষতিপূরণ ছাড়াও ফেরত পাবেন টাকা ! এই পাঁচ অধিকার রয়েছে ক্রেতাদের ?
Multibagger Stocks : বছরে ১০৫ গুণ রিটার্ন দিয়েছে, এই স্টক নিষিদ্ধ করল সেবি
বছরে ১০৫ গুণ রিটার্ন দিয়েছে, এই স্টক নিষিদ্ধ করল সেবি
Bank Locker Rules: আপনার ব্যাঙ্কের লকারে ডাকাতি হলে কত টাকা ফেরত দেবে ব্যাঙ্ক ? কী রয়েছে নিয়ম ?
আপনার ব্যাঙ্কের লকারে ডাকাতি হলে কত টাকা ফেরত দেবে ব্যাঙ্ক ? কী রয়েছে নিয়ম ?
Agartala Bangladeshi Arrest: আগরতলা রেল স্টেশন থেকে গ্রেফতার ৩ বাংলাদেশি, পরিকল্পনা ছিল কলকাতায় আসার
আগরতলা রেল স্টেশন থেকে গ্রেফতার ৩ বাংলাদেশি, পরিকল্পনা ছিল কলকাতায় আসার
Embed widget