(Source: ECI/ABP News/ABP Majha)
Chris Rock: ২০২৩ সালের অস্কার সঞ্চালনা করতে অস্বীকার ক্রিস রকের
আর এবার ২০২৩ সালের অস্কার সঞ্চালনা করতেই অস্বীকার করলেন ক্রিস রক। জানালেন তার কারণও।
নয়াদিল্লি: ২০২২ সালের অস্কারের মঞ্চে যে অপ্রত্যাশিত ঘটনা ঘটে, তা মনে থেকে যাবে দর্শকদের। অস্কারের মঞ্চে হলিউড তারকা উইল স্মিথের (Will Smith) স্ত্রীকে নিয়ে রসিকতা করেন সঞ্চালক ক্রিস রক (Chris Rock)। আর তারপরই সবাইকে কার্যত চমকে দিয়ে সটান মঞ্চে উঠে গিয়ে ক্রিস রককে চড় মারেন উইল স্মিথ। তারপর যদিও পুরস্কার নিতে উঠে মঞ্চে ক্ষমাও চেয়ে নেন অভিনেতা। পরবর্তীকালে বেশ কিছু সময় ক্রিস রকের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন 'মেন ইন ব্ল্যাক' অভিনেতা। আর এবার ২০২৩ সালের অস্কার সঞ্চালনা করতেই অস্বীকার করলেন ক্রিস রক। জানালেন তার কারণও।
কেন ২০২৩ সালের অস্কার সঞ্চালনা করতে চাইছেন না ক্রিস রক?
কমেডিয়ান ক্রিস রক সম্প্রতি জানিয়েছেন যে, তিনি ২০২৩ সালের অস্কার সঞ্চালনা করতে চান না। কারণ হিসেবে তিনি ইঙ্গিত দিয়েছেন উইল স্মিথের চড় কাণ্ডের। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, ক্রিস রক তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানিয়েছেন যে, উইল স্মিথের চড় কাণ্ডের পর তাঁর মধ্যে ট্রমা দেখা দিয়েছে। তিনি এখনও সেই ট্রমা কাটাতে পারেননি। জানা যাচ্ছে, 'সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্রিস রককে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তিনি আগামী বছরের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান সঞ্চালনা করবেন কিনা। কিন্তু তিনি জানিয়ে দেন যে, তিনি এই প্রস্তাবে রাজি নন। এর পরই উইল স্মিথের চড় কাণ্ড প্রসঙ্গে কথা বলেন। জানান, তাঁর মধ্যে সেই ঘটনার আতঙ্ক এখনও কাটেনি।'
আরও পড়ুন - Shah Rukh Khan: দু'টো বড় চমক নিয়ে আসছেন কিং খান
প্রসঙ্গত, সদ্যই একটি ভিডিও প্রকাশ্যে এনেছেন হলিউড তারকা উইল স্মিথ। চলতি বছর অস্কারের মঞ্চে তিনি যে কাণ্ড ঘটিয়েছেন, সে সম্পর্কে তাঁকে ওই ভিডিওতে বলতে দেখা যাচ্ছে। পাশাপাশি ভিডিওতে ক্রিস রকের কাছে ক্ষমাও চেয়েছেন অভিনেতা। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি প্রশ্ন বেছে নিচ্ছেন উইল স্মিথ। প্রশ্নটি ছিল, 'কেন আপনি সেদিন পুরস্কার নেওয়ার সময় ক্রিস রকের কাছে ক্ষমা চেয়ে নিলেন না?' প্রশ্নের উত্তরে অভিনেতা বলছেন, 'আমি সেই সময় আচ্ছ্বন্ন ছিলাম। পরিস্থিতি এমনই ছিল যে তার মধ্যে আমি স্বাভাবিক ছিলাম না। এরপর আমি ক্রিসের কাছে যাই কিন্তু ও তখন কথা বলতে তৈরি ছিল না। আর তারপর ও বেরিয়ে যায়। তাই আজ আমি ফের বলতে চাই, ক্রিস, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমার ব্যবহার গ্রহণযোগ্য ছিল না। আমি এখানেই আছি। যখন তুমি কথা বলতে তৈরি থাকবে, আমি তোমার সঙ্গে কথা বলতে প্রস্তুত।'