Top Entertainment News Today: টলিউড থেকে বলিউড, একনজরে আজকের সেরা বিনোদনের খবরগুলি
টলিউড থেকে বলিউড। বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? একনজরে দেখে নিন সেরা বিনোদনের খবরগুলি (Top Entertainment News Today)।
![Top Entertainment News Today: টলিউড থেকে বলিউড, একনজরে আজকের সেরা বিনোদনের খবরগুলি Get to know top Entertainment news for the day which you can't miss, know in details Top Entertainment News Today: টলিউড থেকে বলিউড, একনজরে আজকের সেরা বিনোদনের খবরগুলি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/22/477d780ba4a857339d8a3ba95ae4ca8c1666459364975214_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: টলিউড থেকে বলিউড। বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? একনজরে দেখে নিন সেরা বিনোদনের খবরগুলি (Top Entertainment News Today)।
ডেঙ্গিতে আক্রান্ত সলমন খান, বাতিল সব শুটিং-
ডেঙ্গিতে আক্রান্ত হলেন সলমন খান (Salman Khan)। সূত্রের খবর, এই মুহূর্তে চিকিৎসকের নজরে রয়েছেন তিনি। গত কয়েকদিন ধরেই তীব্র জ্বরে ভুগছেন বলিউডের এই সুপারস্টার। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তাঁকে এখন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে যাবতীয় শুটিং বাতিল করেছেন তিনি। পাশাপাশি, তিনি অসুস্থ হওয়ায়, বিগ বস সিজন ১৬-র সঞ্চালনার দায়িত্ব নিচ্ছেন কর্ণ জোহর (Karan Johar)।
বৈশালীর মৃত্যুর পর তাঁর শেষ ইচ্ছে পূরণ করল পরিবার-
সম্প্রতি এক সাক্ষাৎকারে বৈশালীর দাদা নীরজ জানিয়েছেন যে, অভিনেত্রীর শেষ ইচ্ছে ছিল চক্ষুদানের। নানা সময়ে তিনি পরিবারের কাছে এই ইচ্ছের কথা জানিয়েছেন। আর অভিনেত্রীর এই ইচ্ছেই পূরণ করল তাঁর পরিবার। নীরজ বলছেন, 'বৈশালী ওর চোখ দুটো খুব ভালোবাসতো। একাধিক সময়ে আমাদের বলেছে যে, মৃত্যুর পর ও নিজের চোখ দুটো দান করতে চায়। মা-কেও ও একই কথা বলেছিল। তাই ওর এই ইচ্ছের কথা মাথায় রেখে ওর দেহ সৎকারের আগে আমরা ওর সুন্দর চোখ দুটো দান করি। যাতে কোনও একজন মানুষ ওর ওই সুন্দর চোখ দুটো দিয়ে এই পৃথিবীটাকে দেখতে পারে।' বৈশালীর মৃত্যুর প্রসঙ্গে নীরজও অভিযোগ তুলছেন তাঁদের প্রতিবেশী রাহুল নভলানির দিকে। তিনি জানাচ্ছেন, রাহুল অভিনেত্রীকে এবং তাঁর হবু স্বামীকে ব্ল্যাকমেল করত নানা সময়ে। রাহুল চাইতো না যে বৈশালী বিয়ে করুক। তিনি বলছেন, 'ও (রাহুল) নানা সময়ে বৈশালীকে ধমকাতো যে, তোর সংসার হতে দেব না। তোর বিয়ে হতে দেব না। ডায়রিতে বৈশালী সমস্ত সম্পর্কের কথা লিখে রেখেছিল। যাঁর সঙ্গে ওর বাগদান হয়েছিল, তাঁকে রাহুল মেসেজ করত আর বৈশালীকে ধমকাতো।'
'থ্যাঙ্ক গড' থেকে বদলে গেল অজয় দেবগন অভিনীত চরিত্রের নাম-
'থ্যাঙ্ক গড' পরিচালক ইন্দ্র কুমারের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ তুলে জৌনপুর আদালতে মামলা দায়ের করেন জনৈক ব্যক্তি। ছবি মুক্তির আগে সমস্ত বিতর্কের মুখ বন্ধ করার জন্য নির্মাতারা অজয় দেবগন অভিনীত চরিত্রের নাম বদলে ফেললেন। ট্রেলারে দেখা গিয়েছিল যে, অজয় দেবগনের অভিনীত চরিত্রের নাম 'চিত্রগুপ্ত'। বদলে বর্তমানে নাম রাখা হয়েছে 'সিজি' (CG)।
আরও পড়ুন - Vicky Kaushal: ভিকির গায়ে লেপ্টে রয়েছেন শেহনাজ, ক্যাটরিনা কি ছবিটা দেখেছেন?
প্রয়াত রাজু শ্রীবাস্তবকে নিয়ে আবেগপ্রবণ স্ত্রী শিখা-
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে রাজু শ্রীবাস্তবের অদেখা ভিডিও পোস্ট করেছেন তাঁর স্ত্রী শিখা। ভিডিওতে রাজু শ্রীবাস্তবকে গান গাইতে দেখা যাচ্ছে। বিছানায় বসে স্বামী ছবির কিশোর কুমারের জনপ্রিয় গান 'ইয়াদোঁ মে ও সপনো মে হ্যায়' গানটি গাইছেন রাজু। ভিডিও পোস্ট করে কমেডিয়ানের স্ত্রী লিখেছেন, 'প্রায় একটা মাস কেটে গিয়েছে তুমি চলে গিয়েছো। কিন্তু আমরা জানি তুমি আমাদের সঙ্গেই আছো। আর আমাদের সঙ্গেই থাকবে।'
দীপাবলির পার্টিতে চোখ ধাঁধানো সাজে শাহরুখ কন্যা-
সম্প্রতি বলিউড অভিনেত্রী ভূমি পেড়নেকরের দেওয়া দীপাবলি পার্টিতে উপস্থিত ছিলেন সুহানা খান। দাদা আরিয়ানের সঙ্গে পার্টিতে হাজির হন তিনি। না। কোনও ওয়েস্টার্ন পোশাকে নয়। সুহানা খানের পরনে এদিন ছিল শাড়ি। তারকা ডিজাইনার মনীশ মলহোত্রর ডিজাইন করা শাড়ি পরে এদিন দীপাবলির পার্টিতে উপস্থিত হন সুহানা। আর সেই ছবি নিজেই পোস্ট করেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। ছবি দেখে নেটিজেনরা তো মন্তব্য করেছেনই। বাদ যাননি শাহরুখ খানও। মেয়ের ছবিতে তিনি জিজ্ঞাসাই করে বসেন যে, 'শাড়িটা কি তুমি নিজেই পরেছো?' উত্তরে সুহানা অবশ্য জানিয়ে দেন যে, শাড়িটা তিনি নিজে পরেননি, তাঁর মা গৌরী খান পরিয়ে দিয়েছেন। সুহানা খানের ছবিতে তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু সনয়া কপূর কমেন্ট করেন যে, 'তোমার দিক থেকে চোখ ফেরাতে পারছি না।' তাঁর আরও এক বন্ধু অনন্যা পাণ্ডে কমেন্ট করেন, 'তুমি সত্যিই অনবদ্য।' ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তা কমেন্ট করেন, 'তোমাকে খুব সুন্দর লাগছে।'
ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় দেখানো হবে এই বাংলা ছবি-
ইতিমধ্যেই যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে জানা গিয়েছে ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় দেখানো হবে দেব অভিনীত বাংলা ছবি 'টনিক' (Tonic)। আর এই ঘোষণার পরই উচ্ছ্বসিত দেবের অনুরাগীরা। তাঁরা সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
২০০ কোটি টাকা প্রতারণা মামলায় অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ল জ্যাকলিন ফার্নান্ডেজের-
২০০ কোটি টাকা আর্থিক প্রতারণা মামলায় এর আগে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। সেপ্টেম্বরেই তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে পাতিয়ালা হাউস কোর্ট। আজ সেই মামলার পরবর্তী শুনানি ছিল। এএনআই সূত্রে জানা গিয়েছে আজ পাতিয়ালা হাউজ কোর্ট জ্যাকলিনকে আগামী ১০ নভেম্বর পর্যন্ত অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়িয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)