'গোলন্দাজ' নিয়ে অনেক স্বপ্ন আছে', মুক্তি পেল দেবের প্রথম বায়োপিকের ট্রেলার
'কালকে মরে যাব, কিন্তু হেরে ফিরব না.. যুদ্ধং দেহি'। না, এই হুঙ্কার যুদ্ধক্ষেত্রের নয়, খেলার মাঠের। মুক্তি পেল 'গোলন্দাজ'-এর ট্রেলার
কলকাতা: 'কালকে মরে যাব, কিন্তু হেরে ফিরব না.. যুদ্ধং দেহি'। না, এই হুঙ্কার যুদ্ধক্ষেত্রের নয়, খেলার মাঠের। মুক্তি পেল 'গোলন্দাজ'-এর ট্রেলার। ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন দেব। নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে অভিনয় করছেন তিনি। দীর্ঘ কেরিয়ারে এই ছবিই দেবের প্রথম বায়োপিক।
শ্যুটিং চলাকালীন নিজের রেট্রো লুকের বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন দেব। ফুটবলের জনক হিসাবে পরিচিত নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর জীবনের বিভিন্ন ওঠাপড়াকেই দেখানো হবে এই গল্পে। সম্প্রতি মুক্তি পেয়েছিল 'গোলন্দাজ'-এর পোস্টার। তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্টে দেব লিখেছিলেন, পর্দায় নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় অভিনয় করা আমার জীবনের বড় সম্মান। আশা করি দর্শকদের আবেগকে ছুঁয়ে যাবে এই গল্প। ইংরেজ জমানায় দাঁড়িয়ে তাদেরই অত্যন্ত বিপাকে ফেলেছিলেন নগেন্দ্র প্রসাদ। তাঁর সেই গল্পই ফুটে উঠবে ছবিতে।' তাঁর ওপর বিশ্বাস রাখার জন্য তিনি ধন্যবাদও জানিয়েছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়কে।
সম্প্রতি রুপোলি পর্দায় ১৫ বছর পার করেছেন দেব। বর্ষপূর্তিতে পুরনো স্মৃতি উস্কে দেব বলেছিলেন, ’১৫ বছর আগে আজকের দিনেই রুপোলি পর্দায় আমি যাত্রা শুরু করেছিলাম। এখনও বিশ্বাসই হয় না তারপর এতগুলো বছর পেরিয়ে গিয়েছে। আমার যাত্রার গল্পটা ঠিক একটা কবিতার মত। সেখানে অনেকগুলো চরিত্র আছে, অনেক গল্প আছে আর অনেক প্রতিভাবান সহ অভিনেতা ও অভিনেত্রীরা রয়েছেন।‘
পায়ে পায়ে পার ১৫ বছর। ২০০৫ সালে ‘অগ্নিশপথ’ ছবির হাত ধরে প্রথম পা রেখেছিলেন টলিউডে। তারপর প্রত্যেক বছর ভারি হয়েছে তাঁর সাফল্যের ঝুলি, মুকুটে জুড়েছে নতুন পালক। বর্তমানে নতুন ছবি ‘গোলন্দাজ’ -এর অপেক্ষায় দেব। পুজোতেই মুক্তি পাচ্ছে তাঁর প্রযোজিত আরো একটি ছবি, 'হবুচন্দ্র রাজা, গবুচন্দ্র মন্ত্রী'।
এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে গোলন্দাজ নিয়ে কথা বলতে গিয়ে দেব বলছেন, 'ফুটবলের জনকের চরিত্রে অভিনয় করা ছেলেখেলা নয়। ধ্রুবদা (ধ্রুব বন্দ্যোপাধ্যায়) ও এসভিএফকে অনেক ধন্যবাদ আমায় এই চরিত্রটায় ভাবার জন্য। গোলন্দাজ একটা কালজয়ী ছবি হতে চলেছে। ছবিটা নিয়ে আমাদের প্রচুর স্বপ্ন আছে।'