Grammy Awards 2024 : গ্র্যামিতে ভারতীয় সঙ্গীতের জয়জয়কার, পুরস্কৃত জাকির-শঙ্করের 'শক্তি'
66th Annual Grammy Awards 2024: ৬৬ তম গ্র্যামি অ্যাওয়ার্ডে ভারতীয় সঙ্গীত শিল্পীদ্বয়ের এই সম্মানে উচ্ছ্বসিত সঙ্গীতদুনিয়া ও অনুরাগীমহল।
লস অ্যাঞ্জেলস: বিশ্বমঞ্চে ফের সম্মানিত ভারতীয় সঙ্গীত। সঙ্গীতশিল্পী শঙ্কর মহাদবেন ও জাকির হুসেনের ফিউশন ব্যান্ড 'শক্তি' সম্মানিত হল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সম্মান গ্র্যামিতে ৷ বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম ক্যাটিগরিতে পুরস্কৃত অ্যালবাম 'দিস মোমেন্ট' ৷ এবার ৬৬ তম গ্র্যামি অ্যাওয়ার্ডে ভারতীয় সঙ্গীত শিল্পীদ্বয়ের এই সম্মানে উচ্ছ্বসিত সঙ্গীতদুনিয়া ও অনুরাগীমহল।
Congrats Best Global Music Album winner - 'This Moment' Shakti. #GRAMMYs 🎶
— Recording Academy / GRAMMYs (@RecordingAcad) February 4, 2024
WATCH NOW https://t.co/OuKk34kvdu pic.twitter.com/N7vXftfaDy
আরও পড়ুন : মাস ঘুরলেই শিবরাত্রি, জেনে নিন মহাদেবকে তুষ্ট করার সঠিক সময় ও নিয়ম
৬৬ তম গ্র্যামি পুরস্কারের মঞ্চে তিন-তিনটি পুরস্কার জিতে নিলেন তবলা-বাদক জাকির হুসেন। বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স, বেস্ট কনটেম্পোরারি ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম এবং বেস্ট গ্লোবাল। মিউজিক বিভাগে পুরস্কার জিতেছেন তিনি। জাকির হুসেনের সঙ্গে ফিউশন ব্যান্ড 'শক্তি'-র অন্যতম সদস্য শঙ্কর মহাদেবনও 'দিস মোমেন্ট' অ্যালবামের জন্য গ্র্যামি জিতেছেন বেস্ট গ্লোবাল মিউজিক বিভাগে।