এক্সপ্লোর
বাড়ির কাছে গুলি চলার অভিযোগ, সুশান্তের মৃত্যু নিয়ে সরব হওয়াতেই হামলার চক্রান্ত, দাবি কঙ্গনার
যদিও প্রাথমিক তদন্তে গুলি চলার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।
মানালি: কঙ্গনা রানাউতের বাড়ির কাছে গুলি চলার অভিযোগ। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে শুক্রবার রাতে। কঙ্গনা এখন আছেন হিমাচল প্রদেশের বিখ্যাত শৈলশহর মানালিতে। সেখানে তাঁর বাড়ির কাছেই গুলির শব্দ পাওয়া যায়। অভিযোগ পেয়ে অভিনেত্রীর বাড়িতে যান কুলু জেলার পুলিশ আধিকারিকরা। সেখানে নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। যদিও প্রাথমিক তদন্তে গুলি চলার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।
কঙ্গনা জানিয়েছেন, ‘রাত সাড়ে এগারোটা নাগাদ এই ঘটনা ঘটে। আমি তখন শোবার ঘরে ছিলাম। আমার বাড়ি তিনতলা। বাড়ির সীমানা প্রাচীরের পাশেই আপেলের বাগান ও জলাশয় আছে। প্রথমে আমি পটকা ফাটার মতো শব্দ পাই। তারপর গুলি চলার মতো আওয়াজ পেয়ে সচকিত হয়ে উঠি। আমি তখনই নিরাপত্তারক্ষীকে ডেকে প্রশ্ন করি, কী হয়েছে? তিনি বলেন, বাচ্চারা হয়তো পটকা ফাটিয়েছে। তিনি হয়তো কোনওদিন গুলির শব্দ শোনেননি, কিন্তু আমি শুনেছি। আমার সঙ্গে যে চারজন আছেন, তাঁদেরও মনে হয়েছে গুলি চলেছে। সেই কারণে থানায় ফোন করি। এক পুলিশকর্মী বলেন, কেউ হয়তো আপেল বাগানে বাদুড় মারার চেষ্টা করছিল। কারণ, বাদুড়রা আপেল নষ্ট করে দেয়। তখনকার মতো আশ্বস্ত হই। কিন্তু আজ সকালে আপেল বাগানের মালিককে ডেকে পাঠাই। তিনি জানান, কোনওদিন বাদুড় মারার জন্য গুলি চালানোর কথা শোনেননি। তাঁর কথা শুনে আমার সন্দেহ বেড়েছে।’
কঙ্গনার আরও দাবি, তিনি সম্প্রতি সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ঘটনা নিয়ে সরব হওয়ায় অনেক প্রভাবশালী ব্যক্তির রোষে পড়েছেন। তিনি মুম্বইয়ে না থাকায় হয়তো মানালিতেই তাঁর উপর হামলা চালানোর চক্রান্ত চলছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement