Haami 2: ৭৮টি খুদেকে নিয়ে আসছে 'হামি ২', প্রকাশ্যে অডিশনের মজার নানা মুহূর্ত
Tollywood Updates: সম্প্রতি প্রযোজনা সংস্থা উইন্ডোজ তাদের নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ছবির অডিশনের কিছু মজাদার মুহূর্ত তুলে ধরেছেন। যা দেখে হাসি চেপে রাখতে পারছেন না নেটিজেনরা।
কলকাতা: হাতে হাত ধরে হাঁটার গল্প নিয়ে আসছে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি 'হামি ২' (Haami 2)। ইতিমধ্যেই এই ছবির ট্রেলার, গান ও বেশ কিছু পোস্টার সামনে এসেছে। এক বিষ্ময় বালকের গল্প নিয়ে আসছে এই ছবি। মুখ্য চরিত্রে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং গার্গী রায়চৌধুরীকে দেখা যাবে। তাঁদের সঙ্গে দেখা যাবে ৭৮টি খুদেকেও। সম্প্রতি প্রযোজনা সংস্থা উইন্ডোজ তাদের নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ছবির অডিশনের কিছু মজাদার মুহূর্ত তুলে ধরেছেন। যা দেখে হাসি চেপে রাখতে পারছেন না নেটিজেনরা।
">
'হামি ২' ছবির অডিশনের মজাদার মুহূর্ত-
সম্প্রতি প্রযোজনা সংস্থা 'উইন্ডোজ' তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'হামি ২' ছবির অডিশনের বেশ কিছু মজাদার মুহূর্ত তুলে ধরেছেন। ভিডিওটিতে বেশ কিছু খুদেকে এই ছবির জন্য অডিশন দিতে দেখা যাচ্ছে। যা দেখে হাসি চেপে রাখতে পারেননি নেটিজেনরা। তাঁরা কমেন্টে নিজেদের প্রতিক্রিয়া দিয়েছেন। ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, 'অডিশনের কিছু মজাদার মুহূর্ত। এমন ৭৮টি খুদে আসছে বড় পর্দায় ২৩শে ডিসেম্বর থেকে। ছেড়ে যাবে সব দুঃখ কষ্ট ফ্লু। কারণ, ২৩শে ডিসেম্বর আসছে 'হামি ২'। সঙ্গে দেখানো হয়েছে যে, কীভাবে ভেঁপু, চিনু, আর রুকসানাকে পাওয়া গেল।
">
আরও পড়ুন - Pathaan: প্রকাশ্যে 'পাঠান'-এর নতুন পোস্টার, নেট দুনিয়ায় ঝড় তুললেন কিং খান
">
">