Pathaan: প্রকাশ্যে 'পাঠান'-এর নতুন পোস্টার, নেট দুনিয়ায় ঝড় তুললেন কিং খান
Shah Rukh Khan: সম্প্রতি প্রকাশ্যে এলো নতুন পোস্টার। যে ছবিতে নেট দুনিয়ায় ঝড় তুললেন শাহরুখ খান।
মুম্বই: দীর্ঘ পাঁচ বছর পর পর্দায় ফিরতে চলেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। তাঁকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল 'জিরো' (Zero) ছবিতে। অনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কাইফের সঙ্গে তাঁর এই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তারপর রুপোলি পর্দা থেকে দীর্ঘ বিরতি নেন। আর আগামী বছরের শুরু থেকে রুপোলি পর্দার জগতে ফিরতে চলেছে কিং খানের ম্যাজিক। বেশ কয়েকটি ছবি মুক্তি পাবে তাঁর। প্রথম যে ছবিটি আগামী বছর তাঁর মুক্তি পাবে, সেটি 'পাঠান' (Pathaan)। শাহরুখ খান ছাড়াও এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এবং জন আব্রাহামকে (John Abraham)। ইতিমধ্যেই এই ছবির টিজার এবং বেশ কয়েকটি পোস্টার মুক্তি পেয়েছে। সম্প্রতি প্রকাশ্যে এলো নতুন পোস্টার। যে ছবিতে নেট দুনিয়ায় ঝড় তুললেন শাহরুখ খান।
'পাঠান' ছবির নতুন পোস্টার-
এদিন প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের পক্ষ থেকে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'পাঠান' ছবির নতুন পোস্টার শেয়ার করা হয়েছে। ছবিতে অ্যাকশনের মেজাজে দেখা যাচ্ছে শাহরুখ খানকে। তাঁর হাতে রয়েছে শটগান। ব্যাকগ্রাউন্ডে দুবাই। এবং হাওয়ায় উড়ছে কিং খানের চুল। ছবি পোস্ট করে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে লেখা হয়েছে যে, 'পাঠান' মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগুতে।
">
আরও পড়ুন - Aamir Khan: 'কয়ামত সে কয়ামত তক' ছবির সময়ে মাসে কত টাকা রোজগার করতেন আমির খান?
প্রসঙ্গত, 'পাঠান' ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। অ্যাকশন থ্রিলার এই ছবিটি মুক্তি পাবে ২০২৩-এর ২৫ জানুয়ারি। দীর্ঘদিন বাদে শাহরুখ খানের এই ছবি আসার ঘোষণায় দারুণ উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা।
">
">