Happy Birthday Asha Bhosle: আশা ভোঁসলের জন্মদিনে ফিরে দেখা তাঁর কিছু বিখ্যাত গান
Happy Birthday Asha Bhosle: কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলের আজ ৮৮ তম জন্মদিন। ফিরে দেখা যাক তাঁর কিছু কালজয়ী গান।
নয়াদিল্লি: আজ, ৮ সেপ্টেম্বর, ৮৮ বছরে পা দিলেন কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলে (Asha Bhosle)। বলিউডের বিখ্যাত গায়িকা তাঁর কর্মজীবন শুরু করেন ১৯৪৩ সালে এবং সময়ের সঙ্গে সঙ্গে তাঁর ব্যপ্তি ধীরে ধীরে বেড়েই চলেছে। এই ২০২১ সালে দাঁড়িয়েও আমরা একইভাবে তাঁর কণ্ঠে মজতে ভালবাসি, একইভাবে তাঁর গানে প্রশংসায় পঞ্চমুখ হন আট থেকে আশি। প্রায় ৬ দশক ধরে শুধু সিনেমায় নয়, তিনি একাধিক ব্যক্তিগত অ্যালবাম ও গানও রিলিজ করেছেন। দেশে, বিদেশে তাঁর অনুরাগীদের সংখ্যা নেহাত কম নয়।
২০১১ সালে 'গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস'-এ তাঁর নাম ওঠে সর্বাধিক গান রেকর্ড করার জন্য। তাঁর অজস্র বিখ্যাত গানের অন্যতম হল 'পর্দে মে রহনে দো', 'পিয়া তু অব তো আজা', 'দম মারো দম'। ২০০০ সালে 'দাদাসাহেব ফালকে পুরস্কার' পান ও ২০০৮ সালে 'পদ্মবিভূষণ' সম্মানে ভূষিত হন।
তাঁর ৮৮তম জন্মদিনে মনে করা যাক তাঁর পুরনো কিছু গান -
১. আইয়ে মহেরবাঁ - ১৯৯৮ সালে 'হাওড়া ব্রিজ' ছবির গান
২. পিয়া পিয়া না লাগে মোরা জিয়া - ১৯৫৮ সালে 'ফাগুন' ছবির গান
৩. ইয়ে হ্যায় রেশমি জুলফো কা অন্ধেরা - ১৯৬৫ সালে 'মেরে সনম' ছবির গান
৪. ঝুমকা গিরা রে - ১৯৬৫ সালে 'মেরা সায়া' ছবির গান
৫. রাত অকেলি হ্যায় - ১৯৬৭ সালে 'জ্যুয়েল থিফ' ছবির গান
৬. পর্দে মে রহনে দো - ১৯৬৮ সালে 'শিকার' ছবির গান
৭. দম মারো দম - 'হরে রামা হরে কৃষ্ণা' ছবির গান
৮. পিয়া তু অব তো আজা - ১৯৭১ সালে 'ক্যারাভান' ছবির গান
৯. মেরা নাম হ্যায় শবনম - ১৯৭১ সালে 'কটি পতঙ্গ' ছবির গান
১০. আও না গলে লগাও না - ১৯৭২ সালে 'মেরে জীবন সাথী' ছবির গান
আরও পড়ুন: Akshay Kumar Mother Death: প্রয়াত অভিনেতা অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া