Happy birthday Deepika Padukone: মনে আছে এই বিজ্ঞাপনগুলো, যেগুলোতে প্রথমবার দেখেছিলেন দীপিকা পাড়ুকোনকে?
Deepika Padukone Birthday: আজ দীপিকা পাড়ুকোনের জন্মদিনে দেখে নেওয়া যাক অভিনেত্রীর প্রথম দিকের বিজ্ঞাপনগুলির কিছু ঝলক। দেখলেই মনে মনে হয়তো বলবেন, আরে এই বিজ্ঞাপন তো আমিও দেখেছি...
![Happy birthday Deepika Padukone: মনে আছে এই বিজ্ঞাপনগুলো, যেগুলোতে প্রথমবার দেখেছিলেন দীপিকা পাড়ুকোনকে? Happy birthday Deepika Padukone: Remember these ads that made her famous before Bollywood debut in Om Shanti Om? know in details Happy birthday Deepika Padukone: মনে আছে এই বিজ্ঞাপনগুলো, যেগুলোতে প্রথমবার দেখেছিলেন দীপিকা পাড়ুকোনকে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/05/9dcccce03b5b2696d5e6310f4e41b7dd1672895878282214_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: আজ জন্মদিন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone)। শাহরুখ খানের (Shah Rukh Khan) বিপরীতে 'ওম শান্তি ওম' (Om Shanti Om) ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয় দীপিকার। প্রথম ছবিই সুপারহিট। আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। বরং, বলিউডের প্রথম সারির অভিনেতাদের তালিকায় নিজের জায়গা করে নিয়েছেন তিনি। কিন্তু জানেন কি, অভিনয় কেরিয়ার শুরু করার আগেই ছোট পর্দার দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন দীপিকা। একাধিক বিজ্ঞাপনে কাজ করেন তিনি। হয়তো সেই সমস্ত বিজ্ঞাপন আপনি নিজেও দেখেছেন। কিন্তু আজ আর মনে করতে পারছেন না। তাহলে আজ দীপিকা পাড়ুকোনের জন্মদিনে (Happy Birthday Deepika Padukone) দেখে নেওয়া যাক অভিনেত্রীর প্রথম দিকের বিজ্ঞাপনগুলির কিছু ঝলক। দেখলেই মনে মনে হয়তো বলবেন, আরে এই বিজ্ঞাপন তো আমিও দেখেছি...
'ওম শান্তি ওম' ছবির আগে এই বিজ্ঞাপনগুলিতে কাজ করেই জনপ্রিয় হন দীপিকা-
২০০০ সাল নাগাদ থেকে বিজ্ঞাপনে দেখা যায় দীপিকা পাড়ুকোনকে। প্রথমবার তাঁকে দেখা যায় একটি টুথপেস্টের বিজ্ঞাপনে। এরপর দেশের একাধিক নামী ব্র্যান্ডের বিজ্ঞাপন করেছেন তিনি। কখনও নরম পানীয়র বিজ্ঞাপনে তো কখনও পোশাক কিংবা অন্য কোনও বিজ্ঞাপনে। মডেলিংয়েও ঝড় তোলেন অভিনেত্রী। প্রতিটা বিজ্ঞাপনেই নিজের ছাপ বজায় রেখেছেন দীপিকা। মিষ্টি হাসি, টোল ফেলা গাল এবং তাঁর এনার্জি মুগ্ধ করে দর্শকদের। তাই পরবর্তীকালে তিনি যখন রুপোলি পর্দার জগতে আসেন, তখন তাঁর জনপ্রিয় হয়ে উঠতে সময় লাগেনি।
আরও পড়ুন - Uday Chopra Birthday: সফল অভিনেতা না হলেও একাধিক প্রতিভার অধিকারী উদয় চোপড়া
প্রসঙ্গত, দীপিকা পাড়ুকোনকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'গহেরাইয়াঁ' ছবিতে। তাঁকে শীঘ্রই দেখা যাবে শাহরুখ খানের বিপরীতে 'পাঠান' (Pathaan), হৃত্বিক রোশনের বিপরীতে 'ফাইটার' ছবিতে।
">
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)