এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
খানেরা বলিউডে অভিনয় করুক, আমি পঞ্জাবি আর তামিল ছবিতে কাজ করেই খুশি, বলছেন হরভজন
হরভজনের স্ত্রী গীতা বসরা অভিনেত্রী। তিনি অবশ্য স্বামীকে অভিনয় না করারই পরামর্শ দিয়েছেন।
![খানেরা বলিউডে অভিনয় করুক, আমি পঞ্জাবি আর তামিল ছবিতে কাজ করেই খুশি, বলছেন হরভজন Harbhajan Singh to Make His South Debut With Friendship, Says Let Khans do Bollywood Films, I am Happy Doing Tamil, Punjabi Movies খানেরা বলিউডে অভিনয় করুক, আমি পঞ্জাবি আর তামিল ছবিতে কাজ করেই খুশি, বলছেন হরভজন](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/04/24010202/Harbhajan-Singh.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের তারকা অফস্পিনার হরভজন সিংহকে এবার নতুন ভূমিকায় দেখা যাবে। চলচ্চিত্র জগতে পা রাখতে চলেছেন এই ক্রিকেটার। একটি তামিল ছবিতে অভিনয় করবেন তিনি। ছবির নাম ‘ফ্রেন্ডশিপ’। লকডাউন জারি হওয়ার আগে দু’দিন এই ছবির শ্যুটিংও হয়। কিন্তু লকডাউনের জেরে আপাতত কাজ বন্ধ। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের এই ছবির কাজ শুরু হবে।
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই ছবির বিষয়ে হরভজন বলেছেন, ‘আমি এই ছবিতে এক ইঞ্জিনিয়ারিং ছাত্রের চরিত্রে অভিনয় করছেন। আমাকে নিশ্চয়ই কলেজছাত্রের চরিত্রে মানাবে। আমাকে নিশ্চয়ই বয়স্কদের মতো দেখতে লাগবে না। খানেরা বলিউডের ছবিতে অভিনয় করুক। আমি তামিল ও পঞ্জাবি ছবিতে অবিনয় করেই খুশি। আমি আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সুবাদে তামিলনাড়ুর মানুষের কাছ থেকে অফুরন্ত ভালবাসা পেয়েছি। তামিল ভাষা আমার কাছে অপরিচিত নয়। তবে সেটে অনুবাদক লাগবে। আমি আরও একটি তামিল ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছি। সেই ছবি অবশ্য এখনও মুক্তি পায়নি।’
হরভজন আরও বলেছেন, ‘আমি অভিনয় চালিয়ে যেতে পারি। তবে এই ছবিতে কেমন অভিনয় করছি, তার উপরেই সেটা নির্ভর করছে। আমার কাছে একটি পঞ্জাবি ছবিতেও অভিনয় করার প্রস্তাব আছে। ১৯ বছর ধরে ক্রিকেট খেলার জন্য আমাকে সারাক্ষণ এখানে-ওখানে ছুটতে হয়েছে। এখন শুধু বছরে একবার আইপিএল-এর জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়। বছরের বাকি ১০ মাস আমার কাজ থাকে না। ফলে নতুন কিছু করতেই পারি।’
হরভজনের স্ত্রী গীতা বসরা অভিনেত্রী। তিনি অবশ্য স্বামীকে অভিনয় না করারই পরামর্শ দিয়েছেন। তবে হরভজন সেই পরামর্শে আপাতত কান দিচ্ছেন না। তিনি অভিনয়েও নিজের দক্ষতা প্রমাণ করতে চান।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)