Shefali Jariwala: 'বিমানে বসে অনেকক্ষণ কথা হয়েছিল', শেফালির সঙ্গে শেষ দেখার স্মৃতি হাতড়ালেন প্রাক্তন স্বামী
Shefali Jariwala Update: হরমীতের সঙ্গে শেফালির শেষবার দেখা হয়েছিল, ২ থেকে ৩ বছর আগে। একটি শো-এর জন্য বাংলাদেশে গিয়েছিলেন হরমীত

কলকাতা: তাঁর সঙ্গে সম্পর্কের ইতি হয়েছে সেই ২০০৯ সালে। তারপরে নতুন জীবন শুরু করেছেন দুজনেই। তবে শেফালি জারিওয়ালা (Shefali Jariwala)-র আকষ্মিক মৃত্যু যেন নাড়িয়ে দিয়েছে তাঁর প্রাক্তন স্বামী হরমীত সিংহকে। ২০০৫ থেকে ২০০৯ পর্যন্ত হরমীতের সঙ্গে বিবাহিত সম্পর্কে ছিলেন শেফালি। তারপরে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু ৪২ বছরে শেফালির এই মৃত্যু নাড়িয়ে দিয়েছে হরমীতকে। শেষবার শেফালির সঙ্গে দেখা হওয়ার স্মৃতি নিয়ে মুখ খুলেছেন হরমীত।
হরমীতের সঙ্গে শেফালির শেষবার দেখা হয়েছিল, ২ থেকে ৩ বছর আগে। একটি শো-এর জন্য বাংলাদেশে গিয়েছিলেন হরমীত। সেই সময়ে সেখানে গিয়েছিলেন সানি লিওন ও শেফালি জারিওয়ালা। সেই সময়ে তাঁরা একটি প্রাইভেট বিমানে মুম্বই ফেরেন। সেই বিমানে মুখোমুখি বসেছিলেন শেফালি আর হরমীত। সেই সময়ে তাঁদের অনেক লম্বা কথা হয়েছিল। এছাড়াও হামেশাই বিভিন্ন পার্টিতে দেখা হয়ে যেত হরমীত ও শেফালির। সেই সময়ে তাঁরা একে অপরকে সম্বোধনও করতেন। তবে সেই সময়ে হরমীত ভাবতেও পারেননি, শেফালির সঙ্গে সেটাই তাঁর শেষ দেখা হবে।
হরমীত সিংহের সঙ্গে বিবাহিত সম্পর্কে ছিলেন শেফালি। হরমীত একজন সঙ্গীতশিল্পী। বর্তমানে ইউরোপের বাসিন্দা হরমীত। ২০০৫ সালে হরমীতের সঙ্গে বিয়ে করেছিলেন শেফালি। প্রেমের সম্পর্কই গড়ায় বিয়ের দিকে। তবে সুখের হয়নি শেফালির দাম্পত্য। হরমীতের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছিলেন তিনি। সেই সময়ে দেওয়া একটি সাক্ষাৎকারে শেফালি বলেছিলেন, হিংসা সবসময় কেবল শারীরিক হয় না। মানসিকও হয়। আর সেটার ফলে সম্পর্ক বিষিয়ে যেতে পারে। জীবন অসুখী হতে পারে।'
শেফালি জারিওয়ালার মৃত্যুর খবর ভেঙে পড়েছেন তাঁর প্রথম স্বামীও। তিনিও বর্তমানে ইউরোপে রয়েছেন। তিনি বার্তা পাঠিয়েছেন যে তিনি শেফালির মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন। এই ঘটনা একেবারেই অপ্রত্যাশিত তাঁর কাছে। যদিও শেফালির সঙ্গে আর যোগাযোগ ছিল না হরমীতের।
হরমীতের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরে শেফালি নিজের মতো করেই জীবন কাটাচ্ছিলেন। এরপরে একটি পার্টিতে পরাগ ত্য়াগীর সঙ্গে আলাপ হয় শেফালির। শেফালিকে প্রথমবার দেখেই প্রেমে পড়ে যান পরাগ। তবে 'হ্যাঁ' বলতে সময় নিয়েছিলেন শেফালি। ভালবাসার ওপর বিশ্বাস হারাননি শেফালি। পরাগের সঙ্গেই নতুন করে সংসার পেতেছিলেন তিনি। দ্বিতীয় সংসারে ভালই ছিলেন শেফালি। হামেশাই পরাগের সঙ্গে বিভিন্ন ভিডিও পোস্ট করতেন তিনি। তবে দীর্ঘস্থায়ী হল না সেই সম্পর্ক ও। অকালেই চলে গেলেন শেফালি।






















