Sanam Teri Kasam 2: 'অপারেশন সিঁদুর' নিয়ে নিন্দা, এই পাক অভিনেত্রীকে এক হাত নিলেন হর্ষবর্ধন রানে, জানালেন চরম সিদ্ধান্ত
Harshvardhan Rane : এর আগেই বলিউড অভিনেতা হর্ষবর্ধন রানে জানিয়েছিলেন যে প্রযোজক যদি একই কাস্ট নিয়ে ছবি করতে চান তাহলে তিনি আর এই ছবিতে অভিনয় করবেন না।

নয়াদিল্লি: অপারেশন সিঁদুরের পরে বেশ কিছু পাক অভিনেত্রী ভারতের এই হামলাকে কাপুরুষোচিত বলে নিন্দা করেছিলেন, তাদের মধ্যে ছিলেন মাহিরা খান, হানিয়া আমির প্রমুখ আর এদের পরেই আরেক পাক অভিনেত্রীও সম্প্রতি এই হামলাকে কাপুরুষোচিত আক্রমণ বলে নিন্দা করেছেন। 'সনম তেরি কসম ২' ছবিতে (Sanam Teri Kasam 2) এই অভিনেত্রীর সঙ্গেই স্ক্রিন ভাগ করে নেওয়ার কথা ছিল বলিউড অভিনেতা হর্ষবর্ধন রানের (Harshvardhan Rane)। তবে এই নিন্দাপূর্ণ মন্তব্যের জেরে বড় সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। তিনি জানিয়েছেন যে এই অভিনেত্রী ছবিতে থাকলে তিনি আর এই ছবিতে অভিনয় করবেন না। পাকিস্তানি অভিনেত্রী মাওরা হোকেনের (Mawra Hocane) এই নিন্দাপূর্ণ মন্তব্যের জেরে আবারও উত্তাল বলি-দুনিয়া।
গতকাল শনিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পাকিস্তানি অভিনেত্রী মাওরা হোকেন লেখেন, 'পাকিস্তানের উপরে ভারতের কাপুরুষোচিত আক্রমণের তীব্র নিন্দা করি, ধিক্কার জানাই। নিরীহ বেসামরিক নাগরিকরা প্রাণ হারিয়েছেন এতে। আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুন। বিবেকের জয় হোক...'। আর এই মন্তব্যই ঝড় তুলেছে বিটাউনে। এর প্রেক্ষিতে অভিনেতা হর্ষবর্ধন রানে লেখেন, 'এই দেশের সমস্ত শিল্পী ও সকল মানুষকে আমি শ্রদ্ধা করি। এমনকী পাকিস্তানের মানুষ, কেনিয়ার মানুষ আবার মঙ্গলের মানুষদেরও আমি শ্রদ্ধা করি। কিন্তু আমার দেশ সম্পর্কে এই ধরনের নিন্দা ও অপমানজনক মন্তব্য একবারের জন্যও মেনে নেওয়া হবে না। ইনস্টাগ্রামে আমার অনুরাগী কমে গেলেও আমার সমস্যা নেই, কিন্তু আমার দেশের গর্বকে পদদলিত করতে কাউকে দেব না। নিজের দেশের পাশে দাঁড়ানো খুব ভাল, কিন্তু অন্য দেশ সম্পর্কে অপমানজনক মন্তব্য, অশ্রদ্ধা প্রদর্শন একেবারেই অসুস্থ মানসিকতার লক্ষণ'।
দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে পাকিস্তান একটি আন্তর্জাতিক আখ্যান তৈরির চেষ্টা করে চলেছে। ইসলামাবাদ আর তার বেসামরিক প্রশাসনের সাহায্যে এমন একটা আখ্যান তৈরি করতে চাইছে যে ভারত নিরপরাধ পাকিস্তানিদের উপরে হামলা চালিয়েছে। আর এই প্রেক্ষিতে মাওরা হোকেনের এই নিন্দাসূচক মন্তব্য একেবারেই উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে হয়।
সম্প্রতি ভারতের সাধারণ মানুষের বসতি এলাকায় হামলা চালিয়েছে পাকিস্তান। ভারত এখনও এই দিক থেকে অত্যন্ত সংযত রেখেছে নিজেদের, পাকিস্তানের তিনটি বিমানঘাঁটি ধ্বংস করে দিয়েছে ভারত। গতকাল শনিবার দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতিও স্বাক্ষর হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায়। কিন্তু তাও সংঘর্ষবিরতি লঙ্ঘন করেই শ্রীনগরে এগারোটি জায়গায় হামলা চালিয়েছে পাকিস্তান। ফলে উত্তেজনা আরও বেড়ে গিয়েছে।
এর আগেই বলিউড অভিনেতা হর্ষবর্ধন রানে জানিয়েছিলেন যে প্রযোজক যদি একই কাস্ট নিয়ে ছবি করতে চান তাহলে তিনি আর এই ছবিতে অভিনয় করবেন না। শনিবার অভিনেতা ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, 'এর আগে আমার অভিজ্ঞতা খুবই ভাল ছিল সকলের সঙ্গে, কিন্তু আমার দেশকে কেন্দ্র করে যে প্রত্যক্ষ অপমানজনক মন্তব্য করা হয়েছে, তার প্রেক্ষিতে আমি সকলের প্রতি শ্রদ্ধা রেখেই জানাচ্ছি যে 'সনম তেরি কসম ২'-তে যদি আগের কাস্ট বজায় রাখা হয়, তাহলে আমি অভিনয় করব না'। এই মন্তব্যের মাধ্যমে মূলত হর্ষবর্ধন রানে ইঙ্গিত করেছেন পাক অভিনেত্রী মাওরা হোকেনকে। পাক অভিনেত্রীর সঙ্গে এক স্ক্রিনে অভিনয় করতে নারাজ হর্ষবর্ধন।





















