এক্সপ্লোর
Advertisement
দাউদের বোন হাসিনার জীবন নিয়ে তৈরি ছবিতে শ্রদ্ধার শিহরণ জাগানো ভয়ার্ত ‘লুক’ চমকে দেবে!
মুম্বই: পরিচালক অপূর্ব লাখিয়ার আসন্ন ছবি তৈরি হচ্ছে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারের জীবন নিয়ে। ছবির নাম ‘হাসিনা:দ্য কুইন অফ মুম্বই’, মুখ্য ভূমিকায় রয়েছেন শ্রদ্ধা কপূর। এখবর সকলেরই জানা। কিন্তু আজ প্রকাশিত হয়েছে সেই ছবির প্রথম লুক। প্রকাশের সঙ্গে সঙ্গে নজর কেড়েছে ছবিতে শ্রদ্ধার লুক।
পোস্টারে শ্রদ্ধার চোখ দিয়ে ফেটে পড়েছে সেই শিহরণ জাগানো আগুন, যা দেখে ভয় লেগে যাবে সকলের। স্বাভাবিক ভাবেই সকলে পোস্টার দেখে কার্যত বাকরুদ্ধ।
দাউদের বোনের চরিত্রে অভিনয় করছেন শ্রদ্ধা, এবং ছবির প্রতিটি দৃশ্যে ফুটে উঠবে বাস্তব জীবনের হাসিনার সেই নির্মমতা। এই চরিত্রের জন্যে কার্যত নিজেকে মেকআপহীন ভাবে পেশ করেছেন শ্রদ্ধা। কাজল কালো চোখ, ভাবলেশহীন চাউনি, যেকারও শিরদাঁরা দিয়ে বইয়ে দেবে শিহরণ।
ছবিতে একসঙ্গে দুবাই এবং পুরনো মুম্বইকে দেখানো হয়েছে। এই দুই জায়গাতেই কার্যত রাজত্ব করতেন হাসিনা। একজন সতেরো বছরের কিশোরী থেকে ৪৩ বছরের হাসিনার জীবনযুদ্ধের কথা এখানে বলা হয়েছে। শ্রদ্ধার ভাই সিদ্ধান্ত কপূর ছবিতে হাসিনার ভাই দাউদ ইব্রাহিমের চরিত্রে অভিনয় করবেন। নাহিদ খান প্রযোজিত এই ছবি পর্দায় আসছে জুলাই ২০১৭এ।
#Haseena pic.twitter.com/JXK9dCInHf
— Haseena (@ShraddhaKapoor) February 6, 2017
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement