এক্সপ্লোর
Advertisement
বক্স অফিসে সাড়া ফেলতে ব্যর্থ হেট স্টোরি ৪, প্রথম দিন মাত্র ৩.৭৬ কোটি টাকার ব্যবসা
মুম্বই: বক্স অফিসে প্রথম দিন তেমন সাফল্য পেল না উর্বশী রাউতেলা অভিনীত হেট স্টোরি ৪। প্রথম দিন এই ছবির ব্যবসা মাত্র ৩.৭৬ কোটি টাকার। বাণিজ্য বিশেষজ্ঞ তরণ আদর্শ ট্যুইট করে এই খবর দিয়েছেন।
বিশাল পাণ্ড্য পরিচালিত হেট স্টোর ৪ এক মডেলের সঙ্গে দুই ব্যবসায়ী ভাইয়ের ত্রিকোণ প্রেমের গল্প। অধিকাংশ সমালোচনাতেই ছবিটিকে নিম্নমানের বলে উল্লেখ করা হয়েছে। ফলে এই ছবির পক্ষে সাফল্য পাওয়া কঠিন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
#HateStory4 picked up towards evening shows, after an ordinary start... Fri ₹ 3.76 cr. India biz... #HateStoryIV
— taran adarsh (@taran_adarsh) March 10, 2018
২০১২ থেকে হেট স্টোরি সিরিজ শুরু হয়েছে। প্রথম ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন পাওলি দাম। সেই ছবিটির পরিচালক ছিলেন বিবেক অগ্নিহোত্রী। ৯ কোটি বাজেটের ছবিটি ১৬.৪৩ কোটি টাকার ব্যবসা করেছিল। ২০১৪ সালে মুক্তি পায় হেট স্টোরি ২। সুরভিন চাওলা, জয় ভানুশালি ও সুশান্ত চাওলা এই ছবিতে অভিনয় করেন। ১৫ কোটি বাজেটের এই ছবি বক্স অফিসে ৩১.০৭ কোটি টাকার ব্যবসা করে। ২০১৫ সালে মুক্তি পায় হেট স্টোরি ৩। এই ছবিতে অভিনয় করেন জারিন খান, ডেইজি শাহ, কর্ণ সিংহ গ্রোভার ও শরমন জোশী। ২০ কোটি বাজেটের ছবিটি বক্স অফিসে ৫৫ কোটি টাকার ব্যবসা করে। এবার হেট স্টোরি ৪ কেমন ব্যবসা করে, সেদিকেই চলচ্চিত্র বিশেষজ্ঞদের নজর।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement