এক্সপ্লোর
Advertisement
সঞ্জয় গাঁধীর 'মেয়ের' ‘ইন্দু সরকার’-এর ওপর নিষেধাজ্ঞা জারির আবেদন খারিজ করল বম্বে হাইকোর্ট
মুম্বই: সম্প্রতিই এক মহিলা, নিজেকে সঞ্জয় গাঁধীর বায়োলজিকাল মেয়ে হিসেবে দাবি করে, 'ইন্দু সরকার'-এর মুক্তির ওপর নিষেধাজ্ঞার আবেদন করে আদালতের দ্বারস্থ হন। বম্বে হাইকোর্ট আজ এক শুনানিতে ওই মহিলার আবেদন খারিজ করে দিয়েছে।
বিচারপতি অনুপ মোহতা, অনুজা প্রভুদেশাইের ডিভিশন বেঞ্চ আজ ওই মহিলার আবেদনের শুনানির সময় বলে, আবেদনকারী মহিলা প্রিয়া পাল আদালতের কাছে ছবিটির ওপর নিষেধাজ্ঞা জারি বা কোনও রকম হস্তক্ষেপ দাবি করেননি। সিবিএফসি যেখানে এই ছবিকে মুক্তির সম্মতি দিয়ে দিয়েছে, সেখানে আদালত নিষেধাজ্ঞা জারি করবে কেন?
জানা গিয়েছে, যে কোনওরকমের বিতর্ক এড়াতে ছবির চলচ্চিত্রকার সিনেমার শুরুতে একটি ডিসক্লেমার দেবেন। যেখানে বলা হয়েছে, ছবির কোনও চরিত্রের সঙ্গে বাস্তবের কোনও ব্যক্তির জীবনের কোনও মিল নেই। ছবির সমস্ত চরিত্রই কাল্পনিক। এমনকি সঞ্জয় গাঁধীর আইনসম্মত ভাবে চিহ্নিত কোনও বংশধর ছবির মুক্তির বিষয় কোনও নিষেধাজ্ঞা জারির আবেদন জানাননি।
বিচারপতি মোহতা উল্টে আবেদনকারী মহিলার দাবি প্রসঙ্গে মন্তব্য করেছেন, তিনি যে সঞ্জয় গাঁধীর বায়োলজিকাল কন্যা সেই নিয়েই প্রশ্ন রয়েছে। এবং এই ছবির আগে বহু ছবিই দেশের জরুরি অবস্থা নিয়ে তৈরি হয়েছে এবং এটা অন্যতম। এছাড়া সিবিএফসির নির্দেশনুসারে ছবির বারোটি দৃশ্যে কাঁচি চালান হয়েছে। তারপরই মুক্তির জন্যে অনুমতি পেয়েছেন ভান্ডারকরের পরবর্তী ছবি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
হুগলি
Advertisement