National Girl Child Day: 'জাতীয় শিশুকন্যা দিবস' উদযাপন হেমা মালিনী ও এষা দেওলের
National Girl Child Day: এষা দেওল দুই মেয়ের মা। তিনিও এই বিশেষ দিনে একটি আবেগঘন পোস্ট করেন। নিজেরই একটি ছবি পোস্ট করে লেখেন, 'সে (নারী অর্থে) আমি, সে আপনি, আমাদের জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদ।'
নয়াদিল্লি: আজ, ২৪ জানুয়ারি জাতীয় শিশুকন্যা দিবস (National Girl Child Day)। শিশু কন্যাদের জন্য এই বিশেষ দিনটি উদযাপন করলেন বলিউডের জনপ্রিয় মা-মেয়ে জুটি, হেমা মালিনী (Hema Malini) ও এষা দেওল (Esha Deol)। কন্যা সন্তানের মা তাঁরা দু'জনেই। নিজেদের বিশেষ পোস্টের মাধ্যমে বোঝালেন কন্যা সন্তানের গুরুত্ব।
হেমা মালিনী ও ধর্মেন্দ্রর (Dharmendra) দুই কন্যা। এষা ও অহনা। এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় একটি থ্রোব্যাক ছবি পোস্ট করেন হেমা মালিনী। মা-বাবার পিঠে চড়ে আছে খুদে এষা ও অহনা। ক্যাপশনে লেখেন, 'আজ শিশুকন্যা উদযাপনের দিন। আমার জীবনে দুই কন্যা থাকার জন্য গর্বিত।'
View this post on Instagram
অন্যদিকে 'ধুম' অভিনেত্রী এষা দেওলও দুই মেয়ের মা। তিনিও এই বিশেষ দিনে একটি আবেগঘন পোস্ট করেন। নিজেরই একটি ছবি পোস্ট করে লেখেন, 'সে (নারী অর্থে) আমি, সে আপনি, আমাদের জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদ। নিজের জীবনে তাকে স্বাগত জানান এবং তার নিজের চোখ দিয়ে গোটা জীবনটিকে দেখানোর পবিত্র ক্ষমতা আছে তার। তাকে সম্মান করুন, এবং তার আনুগত্যে চরম সুখ পাবেন। সে আমি, সে আপনি, সে ওই শিশুকন্যা। আমার দুই কন্যা রাদ্যা ও মিরায়ার গর্বিত মা হিসেবে সকল কন্যা সন্তানদের কৃতজ্ঞতা, ভালবাসা ও সম্মান।'
View this post on Instagram
২০০৮ সালে ভারত সরকার, ২৪ জানুয়ারি দিনটিকে 'জাতীয় শিশুকন্যা দিবস' হিসেবে ঘোষণা করেন। দেশ জুড়ে শিশুকন্যাদের সম্মান, মূল্য দেওয়া সম্পর্কে সচেতনতা বাড়াকে এই সিদ্ধান্ত।