Jawan: 'জওয়ান'-জন্য় কিং খানের পারিশ্রমিক ছিল ১০০ কোটি, কত টাকা পেয়েছেন বাকি তারকারা?
Jawan Update: 'জওয়ান'-এর জন্য় ১০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন অভিনেত্রী নয়নতারা।
![Jawan: 'জওয়ান'-জন্য় কিং খানের পারিশ্রমিক ছিল ১০০ কোটি, কত টাকা পেয়েছেন বাকি তারকারা? Here’s how much Shah Rukh Khan and others took home for Atlee’s Rs 300 crore film Jawan: 'জওয়ান'-জন্য় কিং খানের পারিশ্রমিক ছিল ১০০ কোটি, কত টাকা পেয়েছেন বাকি তারকারা?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/07/f9398a488d96471a0873f818c5e36388169409423051447_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: 'জওয়ান' (Jawan) জ্বরে কাবু গোটা বিশ্ব। বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত ও অ্যাটলি (Atlee) পরিচালিত এই ছবি। ট্রেড অ্যানালিস্টদের (Trade Analyst) মতে এই ছবি বক্স অফিসে নতুন রেকর্ড গড়তে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। তবে অনেকেই হয়তো জানেন না, এই ছবির জন্য় কোন তারকা কত পারিশ্রমিক নিয়েছেন। আজ চোখ রাখব সেই খবরেই।
শাহরুখ খান
এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন কিং খান (Shah Rukh Khan)। এই ছবির জন্য় তাঁর পারিশ্রমিক ছিল ১০০ কোটি টাকা। এছাড়াও মোট ব্য়বসার ৬০% আয় তাঁর প্রাপ্য় বলেও জানা গেছে।
আরও পড়ুন...
ভাঙবে 'পাঠান'-এর রেকর্ড! বিশ্বজুড়ে প্রথম দিনে কত আয় করবে 'জওয়ান'? কী বলছে পরিসংখ্যান?
বিজয় সেতুপতি
বিজয় সেতুপতি দক্ষিনের অন্য়তম বড় তারকা। তাঁর ঝুলিতে আছে বেশ কয়েকটি হিট ছবি। সূত্রের খবর অনুযায়ী 'জওয়ান' ছবির জন্য় ২১ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন এই অভিনেতা।
নয়নতারা
'জওয়ান'-এর হাত ধরেই হিন্দি ছবির জগতে পা রাখলেন দক্ষিণের অভিনেত্রী নয়নতারা। এই ছবিতে অভিনয়ের জন্য় ১০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন অভিনেত্রী।
প্রিয়মণি
এর আগে 'চেন্নাই এক্সপ্রেস' ছবিতে শাহরুখের সঙ্গে কাজ করেছিলেন প্রিয়মণি। লাইফস্টাইল এশিয়ার রিপোর্ট অনুসারে, এই ছবির জন্য় ২ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন প্রিয়মণি।
দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী। তাঁর সম্পত্তির পরিমাণ ৫০০ কোটিরও বেশি। সূত্রের খবর অনুযায়ী, সঠিকভাবে জানা না গেলেও এই ছবির জন্য় ১৫ থেকে ৩০ কোটি টাকা পর্যন্ত দাবি করেছিলেন অভিনেত্রী।
উল্লেখ্য়, বিভিন্ন সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, প্রথম দিনে এই ছবি মোট ৪০ কোটি টাকা আয়ের গণ্ডি পেরিয়ে গিয়েছে। চার দিন ব্যাপী লম্বা 'উইকএন্ড'-এ এই ছবির টিকিট বিক্রি হয়েছে ইতিমধ্যেই প্রায় ৭০ কোটি টাকার। এই পরিমাণ আয় একইসঙ্গে ব্যতিক্রমী ও অবিশ্বাস্যও বটে। 'জওয়ান' শুধু প্রথম দিনের নিরিখে বিশ্বব্যাপী বলিউড ফিল্মের ক্ষেত্রে সর্বোচ্চ আয় করছে তাইই নয়, এটি বলিউড ফিল্মের দুনিয়ায় সবচেয়ে বড় চার দিনের সপ্তাহান্তের আয় আনতেও প্রস্তুত।
সবমিলিয়ে, 'জওয়ান'-এর প্রথম দিনের আয় কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)