Dhanush Aishwaryaa Separation: ধনুশ-ঐশ্বর্যের দাম্পত্য বিচ্ছেদের খবরের পরই ইঙ্গিতপূর্ণ পোস্ট রজনীকান্তের ছোট মেয়ের
ধনুশ-ঐশ্বর্যর বিবাহবিচ্ছেদের খবরে মন খারাপ অনুরাগীদের। তাঁরা এখনও নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না বলে কমেন্টে জানিয়েছেন। ধনুশের মতো একই পোস্ট করেছেন সুপারস্টার রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বর্য।
নয়াদিল্লি: গতকালই সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের খবর দিয়েছেন দক্ষিণী ছবির জনপ্রিয় তারকা ধনুশ (Dhanush)। স্ত্রী ঐশ্বর্যর (Aishwaryaa) সঙ্গে আঠেরো বছরের দাম্পত্য ভেঙে গিয়েছে তাঁর। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দীর্ঘ পোস্ট শেয়ার করে তা জানিয়েছেন অভিনেতা। ধনুশ-ঐশ্বর্যর বিবাহবিচ্ছেদের খবরে মন খারাপ অনুরাগীদের। তাঁরা এখনও নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না বলে কমেন্টে জানিয়েছেন। ধনুশের মতো একই পোস্ট করেছেন সুপারস্টার রজনীকান্তের (Rajinikant) বড় মেয়ে ঐশ্বর্য। এমন দুঃখজনক খবরে কী প্রতিক্রিয়া রজনীকান্তের ছোট মেয়ে সৌন্দর্যর (Soundaryaa)?
ধনুশ-ঐশ্বর্যের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই এদিন থালাইভা রজনীকান্তের ছোট মেয়ে সৌন্দর্য নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন। মাইক্রো ব্লগিং সাইট টুইটার হ্য়ান্ডলেক প্রোফাইল ছবি বদলে ফেলেছেন তিনি। নিউ প্রোফাইল পিক হ্যাশট্যাগ দিয়ে দিদি ঐশ্বর্য আর বাবা রজনীকান্তের সঙ্গে ছোটবেলার ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে রজনীকান্ত তাঁর দুই মেয়ে ঐশ্বর্য এবং সৌন্দর্যকে দুহাতে জড়িয়ে ধরে রয়েছেন। ধনুশের সঙ্গে দিদির বিচ্ছেদের খবরের পরই সৌন্দর্যর এমন ছবি পোস্ট ইঙ্গিতপূর্ণ মনে করছেন নেট নাগরিকরা।
আরও পড়ুন - Raima Islam Found Dead: নিখোঁজ থাকার পর অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার ব্যাগ থেকে
প্রসঙ্গত, ২০০৪ সালের নভেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বর্য এবং দক্ষিণী ছবির জনপ্রিয় তারকা ধনুশ। মঙ্গলবার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ধনুশ লেখেন, 'গত ১৮ বছর ধরে একসঙ্গে ছিলাম বন্ধু হিসেবে, দম্পতি হিসেবে, বাবা-মা হিসেবে এবং একে অপরের শুভাকাঙ্খী হিসেবে। একদিনের সফরটা ছিল মানুষ হিসেবে বেড়ে ওঠার, একে অপরকে বুঝে ওঠার, মানিয়ে চলার। আজ আমরা এমন এক সিদ্ধান্তে এসে পৌঁছেছি, যেখানে আমরা বুঝতে পারছি এবার আমাদের পথ আলাদা হওয়াটাই ভালো। ঐশ্বর্য আর আমি আজ থেকে সিদ্ধান্ত নিলাম দম্পতি হিসেবে আমরা আলাদা হয়ে যাব। আগামীদিনগুলোয় বরং একে অপরকে বোঝার জন্য আর একটু সময় দেব। সকলের কাছে অনুরোধ অনুগ্রহ করে আমাদের সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং আমাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখতে দেবেন।'