(Source: ECI/ABP News/ABP Majha)
Raima Islam Found Dead: নিখোঁজ থাকার পর অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার ব্যাগ থেকে
গত কয়েকদিন ধরেই অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে তদন্ত শুরু করেছিল স্থানীয় পুলিশ। অবশেষে অভিনেত্রীকে যখন পাওয়া গেল তখন তাঁর দেহে প্রাণ ছিল না।
ঢাকা: গত কয়েকদিন ধরেই খোঁজ পাওয়া যাচ্ছিল না বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর (Raima Islam Shimu)। সোমবার সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয় কেরানিগঞ্জের হজরতপুর ব্রিজের কাছ থেকে। স্থানীয় পুলিশ সূত্রে খবর, অভিনেত্রীর মৃতদেহটি ছিল একটি ব্যাগের মধ্যে। অভিনেত্রী রাইমা ইসলাম শিমু খুন হয়েছেন নাকি আত্মহত্যা করেছেন, তা জানার জন্য তদন্ত চালাচ্ছে পুলিশ।
গত কয়েকদিন ধরেই অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে তদন্ত শুরু করেছিল স্থানীয় পুলিশ। অবশেষে অভিনেত্রীকে যখন পাওয়া গেল তখন তাঁর দেহে প্রাণ ছিল না। ৩৫ বছর বয়সী অভিনেত্রী রাইমা ইসলাম শিমু খুন হয়েছেন বলেই প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে। যদিও তদন্ত চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন - Lata Mangeshkar Health Update : কেমন আছেন লতা মঙ্গেশকর? জানালেন চিকিৎসক
সোমবার সকাল ১০টা নাগাদ অভিনেত্রী রাইমা ইসলামের মৃতদেহটি একটি ব্যাগের মধ্যে থেকে উদ্ধার করে কেরানিগঞ্জের পুলিশ। দেহটি ঢাকার স্যর সালিমুল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। অভিনেত্রীর আকষ্মিক মৃত্যুতে সন্দেহ করা হচ্ছে এই ঘটনার পিছনে জায়েদ খান নামে ব্যক্তি জড়িয়ে রয়েছেন বলে।
বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী ছিলেন রাইমা ইসলাম শিমু। তাঁর অভিনয়, আভিব্যক্তি, সময়জ্ঞান ছিল চোখে পড়ার মতো। অভিনেত্রীর এমন আকষ্মিক মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বাংলাদেশের ছবির জগতে। রাইমার অনুরাগীরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শোকবার্তায় ভরিয়ে দিয়েছেন। সেখানে অনুরাগীদের মধ্যে বাদানুবাদ চলছে এই নিয়ে যে, অভিনেত্রী খুন হয়েছেন নাকি তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই জানা যাবে আসল সত্যটা কী।
প্রসঙ্গত, অভিনেত্রী রাইমা ইসলামের পরিবারের পক্ষ থেকে এখনও কোনও বক্তব্য পেশ করা হয়নি। অভিনেত্রী আদৌ বিবাহিত ছিলেন কিনা কিংবা তাঁর কোনও সন্তান ছিল কিনা, তা নিয়েও নিশ্চিত নন কেউ।