Holi 2022: কলকাতা নয়, হোলিতে শান্তিনিকেতনে তারকা সমাগম, আবির মাখলেন অনিন্দ্য, দেবলীনা, গৌরব
কলকাতা নয়, এই বছর তাঁদের বসন্ত উদযাপনের ঠিকানা শান্তিনিকেতন। দোলের আগেই তাই শান্তিনিকেতনে পাড়ি দিয়েছিলেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। সঙ্গী গৌরব চট্টোপাধ্যায় আর দেবলীনা কুমার।
![Holi 2022: কলকাতা নয়, হোলিতে শান্তিনিকেতনে তারকা সমাগম, আবির মাখলেন অনিন্দ্য, দেবলীনা, গৌরব Holi 2022: Anindya, Gourab and Debleena celebrates Holi at Shantiniketan Holi 2022: কলকাতা নয়, হোলিতে শান্তিনিকেতনে তারকা সমাগম, আবির মাখলেন অনিন্দ্য, দেবলীনা, গৌরব](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/20/c8b5ceded0d367767a7469b383af22ef_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: কলকাতা নয়, এই বছর তাঁদের বসন্ত উদযাপনের ঠিকানা শান্তিনিকেতন। দোলের আগেই তাই শান্তিনিকেতনে পাড়ি দিয়েছিলেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। সঙ্গী গৌরব চট্টোপাধ্যায় আর দেবলীনা কুমার। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিয়েছেন তারকারা।
দোলের দিন লাল পাঞ্জাবিতে সেজেছিলেন অনিন্দ্য। সাদা পাঞ্জাবিতে দেখা গেল গৌরবকে। হলুদ শাড়ি পরেছিলেন দেবলীনা। শান্তিনিকেতনের বাড়িতে আবির মাখছেন, উদযাপন করলেন সবাই। বন্ধুরা মিলে ভালোই কেটেছে হোলির উৎসব। গৌরব ও দেবলীনাকে সমস্ত আয়োজনের জন্য ধন্যবাদও দিয়েছেন অনিন্দ্য।
টলিউডের সবাই দোলের দিনটা উদযাপন করেছেন নিজের মত করে। কেউ বন্ধুদের সঙ্গে বা কেউ পরিবারের সঙ্গে, উৎসবের আনন্দে মেতেছেন সবাই। এই বছর দ্বিতীয় হোলি ইউভানের। রাজ-শুভশ্রীর এই একরত্তি সবারই নয়নের মণি। এই প্রথমবার দোলে নিজের পায়ে হাঁটতে শিখেছে সে। বাবা-মায়ের সঙ্গে দোল খেলেছে ইউভান। তার কপালে লাল হলুদ আবির। তবে এইবছর দোলে ইউভানকে চেনা দায়। সদ্য নেড়া হয়েছে সে। ফাঁকা মাথায় ইউভান যেন রঙিন রসগোল্লা।
আরও পড়ুন: নববর্ষে আসছে 'অভিযান', গরমের ছুটিতে মুক্তি 'কলকাতার হ্যারি'-র, বিনোদনের সারাদিন
দুর্গাপুজো হোক বা ক্রিসমাস, এই খুদেদের ছাড়া কোনও উৎসবই যেন ভাবতে পারেন না ঋতাভরী চক্রবর্তী (Ritabhori Chakraborty)। সব উৎসবের আগেই তাই ছুটে যান এই একরত্তিদের কাছে। সময়ে সময়ে হাতে তুলে দেন উপহার, নতুন জামা। বাদ গেল না রঙের উৎসবের দিনও। লাল সালোয়ার কামিজে, মাথায় গোলাপ গুঁজে ঋতাভরী হাজির হলেন তাঁর স্কুলে। হাতে আবিরের থালা, মুখে মিষ্টি হাসি। ছোটদের গালে আলতো করে ছুঁইয়ে দিলেন আবির রঙ। প্রিয় মানুষকে কাছে পেয়ে খুশি তারাও। ছোট্ট ছোট্ট হাতে রাঙিয়ে তুলল ঋতাভরীর গালও। হাসিমুখে সব আবদার মেটালেন নায়িকা।
বন্ধুদের সঙ্গে নিজের বাড়িতেই হোলির উৎসব পালন করেছেন ঐন্দ্রিলা। সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি ভাগ করে নিয়েছেন তিনি। ঠান্ডাইতে, আবিরে জমাটি জনপ্রিয় এই অভিনেত্রীর দোল। অন্যদিকে আপাতত বেনারসে রয়েছেন তাঁর প্রেমিক সব্যসাচী চৌধুরী।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)