গরিবদের জন্য গাড়ি বোঝাই করে করে ত্রাণ পাঠালেন সলমন
সলমন খান, নিজে হাতে পৌঁছে দিলেন ত্রাণ।
নয়াদিল্লি: মহামারী করোনার বিরুদ্ধে লড়াইয়ে এবার গরিব পরিবারগুলোর পাশে দাঁড়ালেন বলিউড তারকা সলমন খান। নিজে হাতে পৌঁছে দিলেন ত্রাণ। সম্প্রতি একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে জ্যাকলিন ফার্নান্ডেজ, ইউলিয়া ভন্তুর সহ আরও একাধিক তারকার সঙ্গে মিলে ত্রাণের বন্দোবস্ত করছেন সলমন। গাড়ি বোঝাই করে করে সেই ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছে। যা পৌঁছে দেওয়া হবে মহারাষ্ট্রের প্রত্যন্ত গ্রামের দরিদ্র পরিবারগুলোকে।
মঙ্গলবার সলমন সোশাল মিডিয়ায় একটি চ্যালেঞ্জ দিয়েছিলেন। অন্ন দান চ্যালেঞ্জ, যেখানে গরিব পরিবারগুলোর জন্য খাদ্যের বন্দোবস্ত করার আহ্বান জানিয়েছেন সলমন। সেই চ্যালেঞ্জে সলমনের পাশে এসে দাঁড়ালেন জ্যাকলিন ফার্নান্ডেজ, ইউলিয়া ভন্তুর, গায়ক কামাল খানের মতো আরও অনেকে।
Thanks for the contribution... Thank you all @Asli_Jacqueline @IuliaVantur @Iamrahulkanal @imKamaalKhan @NiketanMadhok @Iamwaluscha #AbhirajMinawala pic.twitter.com/rtPOvcGxNv
— Salman Khan (@BeingSalmanKhan) May 3, 2020
লকডাউনের পর থেকেই সলমন রয়েছেন পানভেলে তাঁর ফার্মহাউসে। সেখানে প্রায়ই ঘোড়ার সওয়ারি করতে দেখা যাচ্ছে তাঁকে। মাঝে মধ্যেই সোশাল মিডিয়ায় আসছে সলমনের ফার্মহাউসে থাকা ইউলিয়া ভন্তুরের ছবিও। ত্রাণবিলি করা ছাড়াও, সলমন ফিল্ম ইন্ডাস্ট্রির ২৫ হাজার কর্মীর পাশে দাঁড়িয়েছেন। সলমনের আগে করোনায় সরাসরি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন শাহরুখ খানও। মহারাষ্ট্র, দিল্লি ও পশ্চিমবঙ্গের সরকারকে আর্থিক সহযোগিতা সহ করোনা চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম দিয়েছে শাহরুখের সংস্থা। রেড চিলিজের তরফে কেন্দ্রীয় সরকারকেও সাহায্য করা হয়েছে। আর্থিক সাহায্য করেছেন অক্ষয় কুমারও।