"নতুন কিছু বলার মতো আমার কাছে কিছুই অবশিষ্ট নেই", রিয়ার #MeToo অভিযোগের জবাবে মুখ খুললেন সঞ্জনা
২০১৮ সালে সিনেমার শ্যুটিংয়ের সময় সুশান্তের বিরুদ্ধে শ্লীলতাহানি-সহ অভব্যতার অভিযোগ উঠেছিল
![Sanjana Sanghi responds to Rhea Chakraborty's attack on #MeToo claims](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/08/30212337/sushant-rhea-sanjana.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত প্রায় প্রতিদিনই নতুন দাবি সামনে আসছে। সম্প্রতি এই মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী দাবি করেছেন, সুশান্তের বিরুদ্ধে একবার #MeToo-র অভিযোগ এনেছিলেন অভিনেত্রী সঞ্জনা সাঙ্ঘি। পরবর্তী সময় অবশ্য সেই অভিযোগ থেকে সরে এসেছিলেন সঞ্জনা। এবার রিয়ার তোলা অভিযোগের জবাব দিয়েছেন 'দিল বেচারা' অভিনেত্রী।
'দিল বেচারা' ছবিতে সুশান্তের বিপরীতে ছিলেন সঞ্জনা। #MeToo প্রসঙ্গে তিনি জানিয়েছেন, এ ব্যাপারে তিনি আগেই অনেক কিছু বলেছেন। প্রসঙ্গত, ২০১৮ সালে সিনেমার শ্যুটিংয়ের সময় সুশান্তের বিরুদ্ধে শ্লীলতাহানি-সহ অভব্যতার অভিযোগ উঠেছিল। কিন্তু, সেই অভিযোগকে অসত্য বলে খারিজ করেছিলেন সঞ্জনা।
একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জনা বলেছেন, একজন মহিলা হিসেবে যা বলার বলেছিলাম। অনেক কিছুই বলেছিলাম। এখন নতুন কিছু বলার মতো আমার কাছে কিছুই অবশিষ্ট নেই।
আসলে, ২০১৮ সালে যখন শ্লীলতাহানি এবং যৌন নিগ্রহের বিরুদ্ধে সোচ্চার শুরু করেছিলেন অনেকে, তখন সুশান্তকেও কাঠগড়ায় তোলা হয়েছিল। অভিযোগ ছিল, দিল বেচারার শ্যুটিং চলাকালীন সুশান্ত সেটে সহশিল্পীর শ্লীলতাহানি করতেন।
এই খবর নিয়ে সংবাদমাধ্যমে যথেষ্ট চর্চাও হয়েছিল। সঞ্জনা তখন বলেছিলেন, সে সময় তিনি যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে ছিলেন এবং এই অভিযোগগুলি সম্পর্কে তিনি জানেন না। একইসঙ্গে এ-ও জানিয়ে দেন, সুশান্ত তাঁর সঙ্গে সেটে কোনও অশোভন আচরণ করেননি।
রিয়া সম্প্রতি এক সাক্ষাৎকারের অভিযোগ করেছিলেন, সঞ্জনা এবং রোহিনী আইয়ার সুশান্তকে অনেক হয়রানি করেছিলেন। রিয়ার অভিযোগ, তাঁর প্রথম ছবিটি নিয়ে এমন কী ব্যস্ত ছিলেন সঞ্জনা যে উত্তর দিতে দেড় মাস সময় লাগল। রিয়া আরও বলেছিলেন যে সঞ্জনা ই-মেইল বা ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি স্পষ্ট করতে পারতেন, কিন্তু তা তিনি করেননি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)