‘আমি সুশান্তর প্রেমিকা, হাতজোড় করে বলছি, ওর মৃত্যুর সিবিআই তদন্ত করান’, অমিত শাহকে আবেদন রিয়ার
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে সিবিআই তদন্ত চাইলেন রিয়া চক্রবর্তী।

মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে সিবিআই তদন্ত চাইলেন রিয়া চক্রবর্তী। ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্টে সুশান্তর মৃত্যুতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কর্তৃক তদন্তের আর্জি জানিয়েছেন রিয়া। সেখানেই কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহকে ট্যাগ করেছেন তিনি। যদিও এই ইনস্টা আবেদনে এখনও পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর কোনও রকম প্রতিক্রিয়া আসেনি। সরকারি তরফেও সিবিআই তদন্ত নিয়ে কোনও সিদ্ধান্তের কথাও জানানো হয়নি।
আরও পড়ুন: খুন-ধর্ষণের হুমকি পেয়েছেন,অভিযোগ তুলে সুবিচারের দাবি সুশান্ত-বান্ধবী রিয়ার
ইনস্টাগ্রামে রিয়া লিখেছেন, “শ্রদ্ধেয় অমিত শাহ জি, আমি সুশান্ত সিংহ রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তী। ওর অকাল প্রয়াণের পর একমাস কেটে গিয়েছে। আমার সরকারের ওপর পূর্ণ আস্থা আছে। ন্যায় বিচারের স্বার্থে আপনার কাছে হাতজোড় করে এই ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানাচ্ছি। আমি জানতে চাই, কী এমন মানসিক চাপ দেওয়া হয়েছে যে সুশান্তকে এই কঠিন পথ বেছে নিতে হল।”
৩৪ বছরের বলি তারকার মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন অনেকেই। এবার দেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা কর্তৃত সুশান্তর মৃত্যুর আর্জি জানালেন রিয়াও।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
