এক্সপ্লোর
ইউনিসেফের আন্তর্জাতিক গুডউইল অ্যাম্বাসাডর হিসেবে ডেভিড বেকহ্যামের সঙ্গে প্রিয়ঙ্কা

মুম্বই: কোয়ান্টিকোর-র পর মার্কিন বিনোদন দুনিয়ায় প্রিয়ঙ্কা চোপড়া এখন পরিচিত নাম। প্রিয়ঙ্কা জানিয়েছেন, ইউনিসেফের আন্তর্জাতিক গুডউইল অ্যাম্বাসাডর হিসেবে তিনি গর্বিত। দেখুন তাঁর টুইট
Can’t believe it’s been 10 years!Honored to now serve as @UNICEF Global Goodwill Ambassador along with this amazing group #ForEveryChild pic.twitter.com/9WRIoIg8sQ
— PRIYANKA (@priyankachopra) December 13, 2016
ফুটবলার ডেভিড বেকহ্যাম ও অভিনেত্রী মিলি ববি ব্রাউনের সঙ্গে ইউনিসেফের একটি অনুষ্ঠানে যোগ দেন প্রিয়ঙ্কা। পরে ইনস্টাগ্রামে পোস্ট করেন ছবি।
ইউনিসেফ গ্লোবাল ফ্যামিলির সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দেওয়ার জন্য বেকহ্যাম ও ব্রাউনকে ধন্যবাদ জানিয়েছেন প্রিয়ঙ্কা। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















