Malaika Arora: দুর্ঘটনার ঘণ্টাখানেক আগে কোথায় ছিলেন মালাইকা অরোরা?
মালাইকা অরোরার হাসপাতালে ভর্তির খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা। তাঁরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করে নানা পোস্ট নানা কমেন্ট করেন সোশ্যাল মিডিয়ায়।কিন্তু দুর্ঘটনার ঘণ্টাখানেক আগে কোথায় ছিলেন অভিনেত্রী?
মুম্বই: শনিবার রাতে দুর্ঘটনার কবলে পড়েন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা (Malaika Arora)। জানা যায়, বেশ কয়েকটি গাড়ির দ্রুত গতিতে একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করছিল। আর তারই মাঝে পড়ে অভিনেত্রীর রেঞ্জ রোভারটি। দুর্ঘটনার পরই দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় অভিনেত্রীকে। চিকিৎসকরা জানিয়েছেন যে, এখন অনেকটাই সুস্থ রয়েছেন মালাইকা অরোরা। তাঁর কপালে আঘাত লেগেছে। তবে, শনিবার রাতটা পর্যবেক্ষণে রাখার পর আজ সকালে তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। মালাইকা অরোরার হাসপাতালে ভর্তির খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা। তাঁরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করে নানা পোস্ট নানা কমেন্ট করেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু দুর্ঘটনার ঘণ্টাখানেক আগে কোথায় ছিলেন অভিনেত্রী?
দুর্ঘটনার আগে কোথায় ছিলেন মালাইকা অরোরা?
জানা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়ার সময় তিনি পুনে ফ্যাশন উইক থেকে ফিরছিলেন। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ফ্যাশন উইকের নানা ভিডিও এবং ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, দুর্ঘটনা ঘটার মাত্র কিছুক্ষণ আগেই র্যাম্প মাতাচ্ছিলেন অভিনেত্রী। পাশাপাশি ফ্যাশন নিয়ে সংবাদমাধ্যমের কাছে নিজের বক্তব্যও রাখেন। এক সাক্ষাৎকারে অভিনেত্রী মালাইকা অরোরা বলেন, 'আমার যখন বয়স অনেকটা কম ছিল, তখন আমি নানা কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করতাম। আর কখনও কখনও সেই এক্সপেরিমেন্ট মারাত্মকও হয়ে যেত। ধীরে ধীরে আমি বুঝেছি কোনটা ঠিক আর কোনটা বেঠিক। ফ্যাশন সচেতন হওয়ার জন্য আমার কী কী করতে হবে তা বুঝেছি। যখনই ফ্যাশনের প্রসঙ্গে আসে, তখন আমি এটা বলব না যে আমি সব জানি। তবে, এখন এটা অন্তত বুঝি যে কী করলে আমাকে দেখতে ভাল লাগবে। আর কোনটা করা ঠিক নয়।'
আরও পড়ুন - Malaika Arora Updates: হয়েছে সিটি স্ক্যান, দুর্ঘটনার পর এখন কেমন আছেন মালাইকা অরোরা?
প্রসঙ্গত, গতকাল মালাইকা অরোরা দুর্ঘটনার কবলে পড়ার পর তাঁর বোন অমৃতা অরোরা এই খবরের সত্যতা স্বীকার করেন। অভিনেত্রীর এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন যে, দুর্ঘটনার কবলে পড়লেও মালাইকা এখন আগের থেকে ভাল আছেন। তাঁর শরীরের বেশ কিছু জায়গায় সেলাই পড়েছে। তবে, তাঁর খুব বড় কোনও চোট আঘাত লাগেনি। তাঁর মাথার কাছে বালিশ থাকার কারণে মাথায় বিশেষ চোট লাগেনি বলেই জানিয়েছিলেন ওই ব্যক্তি।