Anindya Chatterjee: 'শিরায় শিরায় দৌড়ত মাদক, চোখের সামনে দেখেছেন বন্ধুদের মৃত্যু...'
ড্রাগ ব্যবহার করার কালো কালো দিনগুলো কেমন ছিল অনিন্দ্য চট্টোপাধ্য়ায়ের? স্মৃতি পাতা ঘেঁটে দেখলেন অভিনেতা।
কলকাতা: অনিন্দ্য চট্টোপাধ্য়ায়। বাংলা সিনেমা ও সিরিয়ালের অন্য়তম পরিচিত মুখ। বর্তমানে 'খড়কুটো' ধারাবাহিকে তাঁর অভিনয় তাঁকে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার শিখরে। তবে এই অভিনেতার জীবনের যাত্রাপথ প্রথম থেকেই সুখকর ছিল না। একটা দীর্ঘ সময় মাদকাসক্ত হয়ে জীবনের অনেকটা সময় হারিয়ে ফেলেছেন 'খড়কুটো' তারকা। যদিও এই অন্ধকার দিনগুলোর কথা কখনওই নিজের ভক্তদের থেকে লুকোননি অভিনেতা। সম্প্রতি আবারও স্মতির পাতা ঘেঁটে সেই দিনগুলোর যন্ত্রণা অনুভব করলেন অনিন্দ্য়।
ইন্স্ট্রাগ্রামে সেই সময়ের এই ছবি ও বর্তমান সময়ের এই ছবি পোস্ট করে অভিনেতা ক্য়াপশন দিয়েছেন,Found this pic,probably from 2004-05. My drug using days, hardly had any veins left in my body, saw my friends dying in front of my eyes...now that i’m clean and sober for almost 15 years,I wonder how did I survive this hell hole ??
Miracles do happen. I believe in them.
অর্থাৎ, এই ছবিটি সম্ভবত ২০০৪/২০০৫ এর। আমার ড্রাগ ব্যবহার করার দিন, আমার শরীরে খুব কমই শিরা বাকি ছিল মাদক আক্রান্ত হওয়ার থেকে। আমার চোখের সামনে আমার বন্ধুদের মরতে দেখেছি... এখন আমি প্রায় 15 বছর ধরে পরিষ্কার এবং শান্ত, আমি ভাবছি কিভাবে আমি এই নরকের গর্ত থেকে বেঁচে গেলাম ??
অলৌকিক ঘটনা সত্যিই ঘটে. আমি বিশ্বাস করি।
অনিন্দ্য চট্টোপাধ্য়ায়ের এই পোস্টে অনেকেই কমেন্ট করেছেন। তাঁর সাহস ও জীবনের মূল স্রোতে ফিরে আসার অদম্য় ইচ্ছেশক্তিকে কুর্নিশ জানিয়েছেন বাংলার ইন্ডাস্ট্রির একাধিক চেনা মুখেরা। তাঁর জন্য় গর্বিত, এমন কথাও বলেছেন অনেকে।
প্রসঙ্গত, অন্ধকার অতীতের স্মৃতি ঘাঁটতে ঘাঁটতে এর আগেও অনিন্দ্য চট্টোপাধ্য়ায় জানিয়েছিলেন, নেশা করতে করতে তিনি শেষ করে ফেলেছিলেন নিজের টাকা, মায়ের গয়না, বাবার সঞ্চয়। শুধু তাই নয়, অ্যালুমিনিয়াম,কাঁসার জিনিস তখন সোনার মতো বাড়ির দামি জিনিস বিক্রি করেও তিনি নেশার টাকা জোগার করতেন। অবস্থা একটাই ভয়াহব ছিল যে, তিনি সেইসময় দেখতে পাচ্ছিলেন, চোখের সামনে মাদকাসক্ত হয়ে চারটে ইউজিং পার্টনারের মৃত্য়ু । তিনি এও বলেন যে, রিহ্যাবে যাওয়া আর সেখানে আবার কয়েকমাস চার দেওয়ালের মধ্যে থাকা ছাড়া তাঁর আর কোনো উপায় ছিল না।
তবে এসবের পরও জীবনের মূলস্র্রোতে ফিরে এসেছেন অভিনেতা। আর সেটাই হাজারো অনুরাগীর অনুপ্রেরণা।