22 Years of Kaho Naa Pyaar Hai: 'কহো না পেয়ার হ্যায়'-র ২২ বছর পূর্তিতে সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট আমিশা পটেলের
আজকের দিনেই মুক্তি পেয়েছিল 'কহো না পেয়ার হ্যায়'। বলিউডে আত্মপ্রকাশের বাইশ বছর পূর্তির সঙ্গে 'কহো না পেয়ার হ্যায়' ছবির বাইশ বছর পূর্তিতে নস্টালজিক আমিশা পটেল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বিশেষ ছবি।
মুম্বই: সালটা ২০০০। বলিউড ইন্ডাস্ট্রিতে আগমন হল নতুন এক নায়কের। নাম হৃত্বিক রোশন (Hrithik Roshan)। জনপ্রিয় ছবি পরিচালক রাকেশ রোশনের ছেলে। হৃত্বিক রোশনের বিপরীতে আর এক নতুন নায়িকা। আমিশা পটেল। ছবির নাম 'কহো না পেয়ার হ্যায়'। উল্লেখযোগ্যভাবে বলিউডে ডেবিউ হয় হৃত্বিক রোশন ও আমিশা পটেলের। বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় ছবিটি। তার সঙ্গে জনপ্রিয় হয় ছবির গান। দর্শক থেকে সামলোচকের মুখে মুখে তখন একটাই নাম হৃত্বিক রোশন। প্রথম ছবি থেকেই তিনি হয়ে উঠলেন বলিউড হার্টথ্রব। আজকের দিনেই বাইশ বছর আগে মুক্তি পেয়েছিল 'কহো না পেয়ার হ্যায়'। বলিউডে আত্মপ্রকাশের বাইশ বছর পূর্তির সঙ্গে 'কহো না পেয়ার হ্যায়' (Kaho Naa Pyaar Hai) ছবির বাইশ বছর পূর্তিতে নস্টালজিক আমিশা পটেল (Ameesha Patel)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বিশেষ ছবি।
আরও পড়ুন - Hrithik Roshan Covid Positive: করোনা আক্রান্ত হৃত্বিক রোশন, সংক্রমিত হন জন্মদিনের আগেই
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আমিশা পটেল একটি ছবি শেয়ার করেছেন। ছবিটি 'কহো না পেয়ার হ্যায়'-এর নিউজিল্যান্ডে শ্যুটিংয়ের একটির দৃশ্যের। ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, 'কীভাবে সময় চলে যায়। বর্তমানে 'গদর টু'-এর শ্যুটিং করছি। আর এই ছবিটা 'কহো না পেয়ার হ্যায়'-এর। যখন আমি আর হৃত্বিক রোশন এই ছবির জন্য নিউজিল্যান্ডে শ্যুটিং করছি। দেখতে দেখতে 'কহো না পেয়ার হ্যায়' বাইশ বছর পূরণ করে ফেলল আজ।'
প্রসঙ্গত, হৃত্বিক রোশনকে খুব শীঘ্রই দেখা যাবে 'বিক্রম বেদা' ছবিতে। সদ্যই গিয়েছে তাঁর জন্মদিন। আর জন্মদিন উপলক্ষে এই ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। এছাড়াও অভিনেতাকে দেখা যাবে দীপিকা পাড়ুকোনের বিপরীতে 'ফাইটার' ছবিতে। সম্প্রতি জানা গিয়েছে, জন্মদিনের আগেই করোনা আক্রান্ত হন হৃত্বিক রোশন। অসুস্থ বোধ করতেই নিজেকে বাড়িতে আইসোলেশনে রেখেছেন। বিভিন্ন সূত্রে খবর, ইতিমধ্যেই করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে তাঁর। অন্যদিকে আমিশা পটেলকে দেখা যাবে 'গদর টু' ছবিতে। তার শ্যুটিংও শুরু হয়ে গিয়েছে। এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন আমিশা পটেল ও সানি দেওল। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বলিউডের একাধিক তাবড় তারকারা।