এক্সপ্লোর
Advertisement
লকডাউনে সুস্থ থাকতে ২৩ ঘণ্টা উপোস রাখছেন হৃতিক!
বাড়িতে থাকলেও নিজের ফিটনেসের সঙ্গে বিন্দুমাত্র আপোস করতে নারাজ বলিউডের 'গ্রীক গড' হৃতিক রোশন। ইনস্টাগ্রামে নিজের সেলফি আপলোড করে জানালেন ২৩ ঘণ্টার উপোস করছেন তিনি। সেইসঙ্গে পোস্ট করেছেন তাঁর উপোসের ট্র্যাক রাখার অ্যাপের স্ক্রিনশটও।
মুম্বই: লকডাউনের মধ্যে বাড়িতে বন্দি রয়েছে তামাম বলিউড। ঘরবন্দি হয়ে সময় কাটাতে কেউ বেছে নিচ্ছেন বই, কেউ রান্না কেউ আবার শিখছেন নতুন কিছু। বাড়িতে থাকলেও নিজের ফিটনেসের সঙ্গে বিন্দুমাত্র আপোস করতে নারাজ বলিউডের 'গ্রীক গড' হৃতিক রোশন। ইনস্টাগ্রামে নিজের সেলফি আপলোড করে জানালেন ২৩ ঘণ্টার উপোস করছেন তিনি। সেইসঙ্গে পোস্ট করেছেন তাঁর উপোসের ট্র্যাক রাখার অ্যাপের স্ক্রিনশটও।
ইনস্টগ্রামে নিজের একটি সেলফি পোস্ট করেন হৃতিক। সেখানে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন তিনি। সঙ্গে লেখেন, ২৩ ঘণ্টার উপোস। সঙ্গে লেখেন লকডাউনে সুস্থ থাকার বার্তাও। তাঁর ২৩ ঘণ্টা উপোসের ট্র্রাক রাখার অ্যাপের স্ক্রিনশটও পোস্ট করেন হৃতিক। তাতে দেখা যাচ্ছে কতক্ষণ উপোস করেছেন তিনি। চিকিৎসকদের মতে বিশেষ নিয়ম মেনে উপোস করলে সুস্থ থাকে শরীর। লকডাউনে নিজের বাড়িতেই দুই ছেলে, বাবা ও প্রাক্তন স্ত্রী সুজানের সঙ্গে রয়েছেন হৃতিক।
করোনা মোকাবিলায় একাধিকবার সাহায্যের হাত বাড়িয়ে গিয়েছেন হৃতিক। এর আগে মুম্বইয়ের পুরকর্মীদের জন্য পিপিই মাস্ক ও করোনা সুরক্ষার অন্যান্য সামগ্রী দান করেছেন হৃতিক। এছাড়াও বিভিন্ন সংস্থার সঙ্গে হাত মিলিয়ে প্রতিদিন খাবার পৌঁছে দিচ্ছেন দরিদ্র মানুষের হাতে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement