Hrithik Roshan: প্রেমিকার জন্য ফোটোগ্রাফার হলেন হৃত্বিক, দেখুন ছবি
Hrithik-Saba Updates: কর্ণ জোহরের ৫০তম জন্মদিনের পার্টিতে বান্ধবীকে সঙ্গে নিয়ে আসেন হৃত্বিক। এবার তাঁরা ছুটি কাটাতে উড়ে গিয়েছেন ফ্রান্সে। সেখান থেকে ছবি দিলেন।
মুম্বই: বেশ কিছুদিন ধরেই সম্পর্কে রয়েছেন বলিউডের গ্রীক গড হৃত্বিক রোশন (Hrithik Roshan)। প্রেমিকা সাবা আজাদের (Saba Azad) সঙ্গে তাঁর সম্পর্কের উষ্ণতায় মেতে অনুরাগীরা। বয়সের ফারাক যাই হোক না কেন, ভালোবাসা যে বয়স মানে না, তা ফের প্রমাণ করে দিচ্ছেন তাঁরা। তাই হাজারো বিতর্ক দেখা দিলেও তাতে একেবারেই মন দিতে নারাজ দুই তারকা। কিছুদিন আগেই প্রথমবার একসঙ্গে রেস্তোরাঁ থেকে বেরতে দেখা যায় হৃত্বিক রোশন ও সাবা আজাদকে। সম্পর্কের গুঞ্জন তখন থেকে রটলেও সেসময়ে যদিও শোনা গিয়েছিল যে, তাঁরা ছবির প্রসঙ্গে আলোচনা করতে গিয়েছিলেন। কিন্তু কিছুদিন যেতে না যেতে ফের বারে-বারে একসঙ্গে দেখা যেতে থাকে হৃত্বিক-সাবাকে। এরপর তো কর্ণ জোহরের ৫০তম জন্মদিনের পার্টিতে বান্ধবীকে সঙ্গে নিয়ে আসেন হৃত্বিক। এবার তাঁরা ছুটি কাটাতে উড়ে গিয়েছেন ফ্রান্সে। সেখান থেকে ছবি দিলেন।
ফ্রান্সে ছুটি কাটাচ্ছেন হৃত্বিক রোশন ও সাবা আজাদ-
মাত্র একদিন আগেই সাবা আজাদ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে তাঁকে গালে হাত দিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে। তার সামনে চা বা কফির কাপও রয়েছে। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'সেলফিও নয়, আমার কফিও নয়। ছবি তুলেছে- হৃত্বিক রোশন।' অভিনেত্রীর ছবির লোকেশন থেকে জানা যাচ্ছে সেটি প্যারিসে তোলা হয়েছে। অর্থাৎ, এটা পরিস্কার যে চর্চিত এই জুটি চুটিয়ে ছুটি উপভোগ করছেন প্যারিসে। আজ ফের অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আরও একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে গাড়িতে যাত্রীর আসনে বসে রয়েছেন সাবা। আর গাড়ি চালাচ্ছেন কেউ একজন। তাঁর মুখ দেখা না গেলেও ক্যামেরা ঘোরাতেই হাতের আঙুল দেখা যায়। আর হাতের আংটি দেখে নেট নাগরিকদের এটা বুঝতে বাকি নেই যে, গাড়িটি চালাচ্ছেন স্বয়ং হৃত্বিকই। দুই তারকার সম্পর্ক যে বেশ জমে উঠেছে, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন - Alia Bhatt: হবু মা আলিয়ার বেবি বাম্প স্পষ্ট, ছবি ভাইরাল মুহূর্তে
প্রসঙ্গত, হৃত্বিক রোশনকে শীঘ্রই দেখা যেতে চলেছে 'বিক্রম বেদা' ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে সেফ আলি খানকে। এছাড়াও প্রথমবার দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। তাঁদের ছবি 'ফাইটার' মুক্তি পেতে পারে চলতি বছরের শেষের দিকে অথবা আগামী বছর। জানা গিয়েছে এমনটাই।