এক্সপ্লোর
সুমেরুবৃত্তে শ্যুটিং হৃত্বিক রোশন-টাইগার শ্রফ অভিনীত ‘দ্য ওয়ার’ সিনেমার অ্যাকশন দৃশ্যের
লোকেশনে অভিনভত্ব বলিউড সিনেমার ক্ষেত্রে এখন আর নতুন কিছু নয়। কিন্তু এবার সুমেরু বৃত্তে হল কোনও হিন্দি সিনেমার শ্যুটিং। হৃত্বিক রোশন ও টাইগার শ্রফ অভিনেতী ‘দ্য ওয়ার’ সিনেমার শ্যুটিং হল সুমেরু অঞ্চলে।
![সুমেরুবৃত্তে শ্যুটিং হৃত্বিক রোশন-টাইগার শ্রফ অভিনীত ‘দ্য ওয়ার’ সিনেমার অ্যাকশন দৃশ্যের Hrithik Roshan-Tiger Shroff Starrer 'The War' Is The First Film To Be Shot In The Arctic Circle সুমেরুবৃত্তে শ্যুটিং হৃত্বিক রোশন-টাইগার শ্রফ অভিনীত ‘দ্য ওয়ার’ সিনেমার অ্যাকশন দৃশ্যের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/07/18113124/tiger-hrithik.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: লোকেশনে অভিনভত্ব বলিউড সিনেমার ক্ষেত্রে এখন আর নতুন কিছু নয়। কিন্তু এবার সুমেরু বৃত্তে হল কোনও হিন্দি সিনেমার শ্যুটিং। হৃত্বিক রোশন ও টাইগার শ্রফ অভিনেতী ‘দ্য ওয়ার’ সিনেমার শ্যুটিং হল সুমেরু অঞ্চলে।
অভিনব কিছু করার তাগিদেই ফিনল্যান্ডের বরফাবৃত অঞ্চলে গাড়ি নিয়ে একটি রুদ্ধশ্বাস অ্যাকশন সিকোয়েন্সের শ্যুটিং করলেন হৃত্বিক ও টাইগার।
পরিচালক সিদ্ধার্থ আনন্দ বলেছেন, আমরা শুরু থেকেই স্পষ্ট ছিলাম যে, ভারতীয় দর্শকদের এমন অ্যাকশন দৃশ্য দিতে চাই, যা আগে কখনও হয়নি। আমাদের সিনেমায় গাড়ি নিয়ে একটা বড়সড় সিকোয়েন্স রয়েছে, যেখানে হৃত্বিক ও টাইগার রুদ্ধশ্বাস স্টান্ট করতে দেখা যাবে। এর পুরোটাই বরফে শ্যুট করা হয়েছে। ফিনল্যান্ডে, যা সুমেরু বৃত্তের মধ্যে পড়ে, এই শ্যুটিং হয়েছে। আর আমাদের প্রোডাকশন টিম জানিয়েছে, সুমেরুবৃত্তে এ ধরনের অ্যাকশন দৃশ্যের শ্যুটিং এর আগে হয়নি। ওই সিকোয়েন্স খুবই ঝুঁকিপূর্ণ ছিল। কিন্তু দৃশ্য এতটাই চমকপ্রদ ছিল যে, আমরা এটা না করে পারিনি।
দ্য ডার্ক নাইটস, গেম অফ থর্নস-মতো হলিউড সিনেমার অ্যাকশন ডিরেক্টর পল জেনিংস এই সিকোয়েন্স ডিজাইন করেছেন।
যশ রাজ ফিল্মস প্রযোজিত এই সিনেমায় বানী কপূরকেও দেখা যাবে। আগামী ২ অক্টোবর হিন্দি, তামিল, তেলগুতে এই সিনেমা মুক্তি পাবে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
বাজেট
বাজেট
বাজেট
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)