এক্সপ্লোর
হৃত্বিক অভিনীত ‘সুপার-৩০’ ছবির শ্যুটিং শেষ, মুক্তি ২৫ জানুয়ারি, কেক কাটার ভিডিও পোস্ট করলেন অভিনেতা
মুম্বই: গরিব ও পিছিয়ে পড়া শ্রেণির পড়ুয়াদের জয়েন্ট-আইআইটির কোচিং দেওয়ার জন্য আনন্দ কুমারের শুরু করা কোচিং প্রোগ্রাম ‘সুপার-৩০’ তাঁকে শুধুমাত্র দেশেই যে জনপ্রিয়তা এনে দিয়েছে তাই নয়, বিদেশেও তিনি সমান পরিচিতি লাভ করেছেন। যে কারণে, দেশ-বিদেশে তিনি একাধিক পুরস্কার ও খ্যাতি অর্জন করেছেন।
আনন্দ কুমারের সংগ্রাম ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি ‘সুপার-৩০’ ছবির শ্যুটিং শেষ হওয়ার উৎসব উদযাপন হল মুম্বইতে বুধবার রাতে। এই উপলক্ষ্যে আনন্দ কুমারের চরিত্রে অভিনয় করা হৃত্বিক রোশন ছবির বাকি কলা-কুশলীদের উপস্থিতিতে কেক কাটেন। সেই সময় হৃত্বিক রোশনকে দারুন খুশি দেখাচ্ছিল। ছবির পরিচালক বিকাশ বহলকে তিনি আলিঙ্গন করেন।View this post on Instagram
অনুষ্ঠানে যোগ দেন মৃণাল ঠাকুর, অমিত সাধ, আদিত্য শ্রীবাস্তব। ছিলেন সহ-প্রযোজক সাজিদ নাদিওয়াদওয়ালা ও তাঁর স্ত্রী। ‘সুপার-৩০’ প্রথম পোস্টার মঙ্গলবার এবং দ্বিতীয় বুধবার প্রকাশিত হয়। সেখানে হৃত্বিককে পুরো অন্যরকম দেখিয়েছে। আনন্দ কুমারের চরিত্রের জন্য নিজের লুক পরিবর্তন করেছেন হৃত্বিক। আগামী বছর ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘সুপার-৩০’। এখানে বলে রাখা দরকার, ওই একই দিনে মুক্তি পাচ্ছে কঙ্গনা রানাউত অভিনীত ছবি ‘মণিকর্ণিকা - দ্য কুইন অফ ঝাঁসি’ ছবি।View this post on Instagram
View this post on Instagram#super30 wrap up party. @hrithikroshan @yamigautam #hrithikroshan
View this post on Instagram#super30 wrap up party. @hrithikroshan @yamigautam #hrithikroshan
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
জেলার
বিনোদনের
Advertisement