Smriti Mandhana: আপত্তিকর চ্যাট প্রকাশ্যে, সত্যিই গোপনে সম্পর্কে ছিলেন পলাশ? মুখ খুললেন সেই চর্চিত নারী, মেরি ডি’কোস্টা
Smriti Mandhana - Palash Muchhal Wedding: মেরি জানিয়েছেন, পলাশের সঙ্গে তাঁর এই চ্যাট সদ্য নয়। ২০২৫ সালের মে মাস নাগাদ তাঁদের মধ্যে কয়েকবার কথা হয়েছিল।

কলকাতা: পলাশ মুচ্ছল (Palash Muchhal) আর স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)-র বিবাহ নিয়ে এখনও বজায় রয়েছে ধোঁয়াশা। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, স্মৃতি মান্ধানার বাবা অসুস্থ হয়ে পড়েছেন, সেই কারণে পিছিয়ে গিয়েছে পলাশের সঙ্গে স্মৃতির বিয়ে। তবে পরবর্তীকালে জানা যায়, অন্য বিষয়। কানাঘুষোয় শোনা যায়, পলাশ মুচ্ছলের সঙ্গে নাকি অন্য একজন মহিলাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছিলেন স্মৃতি। শুধু তাই নয়, প্রকাশ্যে চলে আসে পলাশের সঙ্গে এক নারীর চ্যাটিং ও! জানা যায়, এই নারীর নাম, মেরি ডি’কোস্টা। এই মহিলাই নাকি স্মৃতি মান্ধানা আর পলাশ মুচ্ছলের বিয়েতে কোরিওগ্রাফি করছিলেন। সেই সূত্রেই নাকি পলাশের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন মেরি।
স্মৃতি মান্ধানা আর পলাশ মুচ্ছলের মধ্যে তৃতীয় ব্যক্তির নাম আসতে, সমস্ত অনুরাগীরা আক্রমণ শুরু করেন এই মেরি ডি’কোস্টাকে। অবশেষে বুধবার মুখ খোলেন মেরি ডি’কোস্টা। বিতর্কিত ওই চ্যাটিং-এর স্ক্রিনশট তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন। তবে এরপরেই তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেন। তবে গোটা ঘটনা নিয়ে একটি পোস্ট করেছিলেন মেরি ডি’কোস্টা। সেখানে তিনি জানান, সমাজমাধ্যমে অযথাই তাঁকে আক্রমণ করা হচ্ছে। তিনি আদৌ সেই মহিলাই নন, যিনি স্মৃতি মান্ধানা আর পলাশ মুচ্ছলের বিয়েতে কোরিওগ্রাফি করছিলেন।
মেরি জানিয়েছেন, পলাশের সঙ্গে তাঁর এই চ্যাট সদ্য নয়। ২০২৫ সালের মে মাস নাগাদ তাঁদের মধ্যে কয়েকবার কথা হয়েছিল। তবে পলাশের সঙ্গে কখনও দেখা করেননি বলেই দাবি করেছেন মেরি ডি’কোস্টা। তিনি ওই পোস্টে জানান, তিনি কখনও পলাশের সঙ্গে দেখা করেননি। এমনকি স্ক্রিনশটগুলি পড়ে সবাই বুঝতে পারবেন যে তিনি নিজের থেকে পলাশের সঙ্গে দেখা করা বা সময় কাটানোর কোনও আগ্রহ দেখাননি। মাত্র ১ মাস নাকি পলাশের সঙ্গে কথা হয়েছিল তাঁর। তিনি কখনোই চাননি যে তাঁর নাম প্রকাশ্যে আসুক।'
পাশাপাশি মেরি ডি’কোস্টা জানান, তিনি ক্রিকেট ভালবাসেন, স্মৃতিকেও ভালবাসেন। কেবল স্মৃতি মান্ধানা আর পলাশ মুচ্ছল কেন, কখনও কারোও সম্পর্কের মধ্যেই তিনি আসতে চান না। কিন্তু তাঁর মনে হয়েছিল, পলাশের আসল রূপ প্রকাশ্যে আসা দরকার। সেই কারণে তিনি ওই চ্যাটিংগুলো প্রকাশ্যে এনেছেন। পাশাপাশি মেরি ডি’কোস্টা জানান, স্মৃতি আর পলাশের বিয়েতে তিনি কোরিওগ্রাফার ছিলেন না। যে মহিলা কোরিওগ্রাফার ছিলেন, তাঁর সঙ্গেই আসলে গোপনে সম্পর্ক রেখেছিলেন পলাশ, মেরি ডি’কোস্টার সঙ্গে আদৌ নয়।
তবে গোটা ঘটনায় ভীষণই আহত হয়েছেন মেরি ডি’কোস্টা! তাঁকে যে এইভাবে কটাক্ষের স্বীকার হতে হবে সোশ্যাল মিডিয়া জুড়ে, তা তিনি স্বপ্নেও ভাবিনি।























