Actress Kajol Update: রাতে ঘুমতে যাওয়ার আগে কী করেন কাজল?
সম্প্রতি আর এক বলিউড অভিনেত্রী টুইঙ্কল খন্নার সঙ্গে কথপোকথনে দেখা গেল অজয় দেবগনের ঘরনীকে। সেখানেই শেয়ার করলেন ছোটবেলায় তাঁর ফ্যাশন কেমন ছিল। সমস্তই অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিলেন অভিনেত্রী।
মুম্বই: স্পষ্ট বক্তা হিসেবে পরিচিত বলিউড অভিনেত্রী কাজল (Kajol)। প্রিয় হোক কিংবা অপ্রিয়, যেকোনও কথাই স্পষ্টভাবে জানিয়ে দিতে পছন্দ করেন তিনি। আর এই অভ্যাসের কথা নিজেও স্বীকার করেন। সম্প্রতি আর এক বলিউড অভিনেত্রী টুইঙ্কল খন্নার (Twinkle Khanna) সঙ্গে কথপোকথনে দেখা গেল অজয় দেবগনের ঘরনীকে। সেখানেই শেয়ার করলেন ছোটবেলায় তাঁর ফ্যাশন কেমন ছিল। এমনকি এখনও রাতে ঘুমতে যাওয়ার আগে তিনি কী কী করেন, সমস্তই অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিলেন অভিনেত্রী।
টুইঙ্কল খন্নার সঙ্গে কথপোকথনে কাজল বলছেন, 'আমার ছোটবেলা কেটেছে বোর্ডিং স্কুলে। সেখানে থাকাকালীন আমার মা আমার জন্য পোশাক নিয়ে আসতেন। আর যখন থেকে অভিনয় জীবন শুরু করলাম, তখন ডিজাইনার পোশাক নিয়ে আসেন। ফলে যেকোনও কিছুতে নিজের মত দিতে পছন্দ করলেও ২৭ বছর বয়স পর্যন্ত এই দুই ক্ষেত্রে আমার কোনও মত দেওয়ার জায়গা ছিল না। এমনকি আমার কোনও ফ্যাশনের পছন্দ অপছন্দের জায়গাও ছিল না তখন। এর মাধ্যমে আমি অনেক কিছু শিখেছি। আমি শিখেছি এমনকি পোশাকও বুঝিয়ে দিতে পারে আমি কেমন। এখন আমার নিজস্ব মতামত হয়েছে পোশাক সম্পর্কে। আমি সুন্দর। আমি হট। আমি অভিজাত'। ফ্যাশন সম্পর্কে নিজের বক্তব্য রাখার পরই দুই অভিনেত্রী হেসে ওঠেন।
আরও পড়ুন - Vicky-Katrina Wedding: ভিকি-ক্যাটরিনার বিয়েতে কি হাজির থাকবেন শাহরুখ খান?
অভিনেত্রীদের বয়স সম্পর্কে দর্শকের নানা ধারণা রয়েছে। কাজল বলছেন, 'বয়স নিয়ে আমার মধ্যে চিন্তা দেখা দেয় বৈকি। চেহারায় বয়সের ছাপ পড়লে তা অবশ্যই চিন্তার। আমি অনুভব করি, মানুষ আমাকে দেখছে কীভাবে আমি কথা বলছি। বয়সের ছাপ তখনই দর্শকের চোখে পড়ে, যখন তাঁরা কোনও কিছু দেখতে দেখতে একঘেয়ে হয়ে যান। তাই আমি একঘেয়ে কাজ করা থেকে বিরত থাকি।'
ডেইলি রুটিন নিয়েও খোলাখুলি কথা বলতে শোনা গেল কাজলকে। তিনি বলেন, 'আমি আমার শরীর, স্বাস্থ্য এবং ত্বক সম্পর্কে খুবই সচেতন থাকি। প্রতিদিন নিয়ম করে আট গ্লাস জল খাই। এবং প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা অবশ্যই ঘুমোই। আমি তাড়াতাড়ি ঘুমতেও চলে যাই। ফলে আমার রাতের জীবনের গল্প তেমন একটা নেই। প্রতিদিন রাতে ঘুমতে যাওয়ার আগে অবশ্যই মুখ ভালো করে ধুয়ে তবে ঘুমোই। এবং মুখে ক্রিম না মেখে ঘুমতে যাওয়ার প্রশ্নই ওঠে না। ত্বকের যত্ন নেওয়া খুবই জরুরি।