এক্সপ্লোর
অ্যাওয়ার্ড সেরিমনিতে যাই পুরস্কার অথবা টাকার জন্য: কর্ণ জোহর

মুম্বই: তাঁর অ্যাওয়ার্ড সেরিমনিতে যাওয়ার কারণ দুটো। হয় পুরস্কার পাওয়া, নয়তো গেলে টাকা পাবেন, তাই যাওয়া। জানালেন কর্ণ জোহর। এমন বলি অভিনেতা অভিনেত্রী আছেন, যাঁরা পুরস্কার প্রদান অনুষ্ঠানে যান না। সে বিষয়ে কর্ণ বলেছেন, বলিউডে অল্প কয়েকজন শিল্পী এ ধরনের অনুষ্ঠানে যান না। যেমন আমির খান আর কঙ্গনা রানাওয়াত। কিন্তু তিনি এ ধরনের কোনও অবস্থান নেননি, নেবেনও না। তার কারণ, এ ধরনের অনুষ্ঠানে হয় তিনি পুরস্কার পেতে যান, নয়তো টাকার জন্য। ব্যাঙের ছাতার মত যেভাবে অসংখ্য পুরস্কার প্রদান অনুষ্ঠান বলিউডে গজিয়ে উঠেছে, সে জন্য চিন্তিত কর্ণ। তাঁর কথায়, সংখ্যায় এত বেড়ে যাওয়াই এই অনুষ্ঠানগুলির সততা নিয়ে প্রশ্ন ওঠার মূল কারণ। এ ধরনের অনুষ্ঠান সত্যিই বৈধ কিনা, এতে যে পুরস্কার দেওয়া হয়, তা প্রদানের মাপকাঠি সঠিক কিনা, তা নিয়ে মানুষের মনে প্রশ্ন রয়েছে। কিন্তু এ সব অনুষ্ঠানের দর্শক রয়েছে। টিভিতে এগুলির টিআরপি বিশাল, লোকে তারকাদের দেখতে চায়। তাই এ ধরনের অনুষ্ঠানে যাওয়া উচিত না অনুচিত, তা নিয়ে তারকাদের মধ্যেই দ্বন্দ্ব রয়েছে বলে স্বীকার করে নিয়েছেন তিনি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















