এক্সপ্লোর
সম্পর্কের ব্যাপারে যতই গুজব ছড়াক, কান দিই না: আদিত্য রায় কপূর
মুম্বই: শ্রদ্ধা কপূর থেকে ক্যাটরিনা কাইফ- তাঁর সঙ্গে সুন্দরী নায়িকাদের নিয়ে গুজবের অন্ত নেই। কিন্তু নির্বিকার আদিত্য রায় কপূর। জানাচ্ছেন, গুজব শুনে শুনে তাঁর চামড়া মোটা হয়ে গিয়েছে, এখন আর এ সবে মাথা ঘামান না।
‘আশিকি টু’-র শ্যুটিং চলাকালীন রটেছিল, সহ অভিনেত্রী শ্রদ্ধার সঙ্গে প্রেম চলছে তাঁর। ছবি মুক্তির পরেও গুজবের সমাপ্তি ঘটেনি। তারপর আবার যখন ‘ফিতুর’-এর শ্যুট করছেন, তখন আদিত্যর নাম জড়িয়েছিল সহ অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে। কিন্তু বিদ্যা বালানের দেওর জানাচ্ছেন, এ সব ব্যাপারে সংবাদমাধ্যমে খবর পড়েও দেখেন না তিনি। আর পড়লেও তা তাঁর ওপর প্রভাব ফেলে না।
তবে তাঁর স্বীকারোক্তি, প্রথমবার যখন শ্রদ্ধার সঙ্গে তাঁর নাম জড়ায়, তখন অস্বস্তিতে পড়েছিলেন। তাঁরা দুজনেই পূর্ব পরিচিত, ফলে এ নিয়ে আলোচনা হত তাঁদের মধ্যে। কিন্তু এখন বোঝেন, লিঙ্ক আপ ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। সব শিল্পীকেই এর মুখোমুখি হতে হয়। সহ অভিনেত্রী বা অভিনেতার সঙ্গে তাঁদের নাম জড়ানোটা সে হিসেবে স্বাভাবিক।
১৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে আদিত্যর ‘ওকে জানু’। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন শ্রদ্ধা কপূর।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
জেলার
বিনোদনের
Advertisement