Nawazuddin Siddiqui: 'মহিলাদের মতো ভাবতে হবে, সেটাই অভিনেতা হিসেবে আমার পরীক্ষা', 'হাড্ডি'র চরিত্র প্রসঙ্গে মন্তব্য নওয়াজের
Nawazuddin Siddiqui on 'Haddi': 'যদি আমি একজন মহিলার চরিত্রে অভিনয় করি তাহলে আমাকে ভাবতেও হবে একজন মহিলার মতো করে এবং সেটাই একজন অভিনেতা হিসেবে আমার পরীক্ষা। আমার রোজ তৈরি হতে তিন ঘণ্টা সময় লাগে।'
নয়াদিল্লি: 'হাড্ডি' (Haddi) ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকির প্রথম লুক (Nawazuddin Siddiqui First Look) ইতিমধ্যেই নজর কেড়েছে। অক্ষত অজয় শর্মা (Akshat Ajay Sharma) পরিচালিত 'রিভেঞ্জ ড্রামা' ঘরানার এই ছবির প্রথম লুক ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়ায়। নওয়াজের নতুন অবতার লোকের মুখে মুখে।
নজরকাড়া নওয়াজ
এক সাক্ষাৎকারে নওয়াজ তাঁর নতুন চরিত্র নিয়ে বলেন, 'কয়েকদিনই শ্যুটিংয়ের শুরু হয়েছে। 'হাড্ডি'তে আমি দ্বৈত চরিত্রে অভিনয় করব। একজন মহিলার আর একজন রূপান্তরকামীর। দুটো একেবারে আলাদা রকমের চরিত্র। অক্ষতের কাছে স্ক্রিপ্টটা ছিল এবং এই ছবিটা প্রায় ৪ বছর ধরে বানাতে চেয়েছিল ও। "একে ভার্সাস একে" ও "সেক্রেড গেমস"-এ দ্বিতীয় ইউনিট ডিরেক্টর হিসেবে কাজ করেছে অক্ষত। অনুরাগ কাশ্যপের সঙ্গে যখন কাজ করে তখন থেকে চিনি আমি ওকে। এবার অবশেষে এই ভেঞ্চারটা সফল হচ্ছে।'
নওয়াজ বলেন, 'যদি আমি একজন মহিলার চরিত্রে অভিনয় করি তাহলে আমাকে ভাবতেও হবে একজন মহিলার মতো করে এবং সেটাই একজন অভিনেতা হিসেবে আমার পরীক্ষা। আমার রোজ তৈরি হতে তিন ঘণ্টা সময় লাগে। এখন আমি বুঝি যে কেন একজন অভিনেত্রী তাঁর ভ্যানিটি ভ্যান থেকে বের হতে তাঁর পুরুষ সহকর্মীর থেকে বেশি সময় নেন। একেবারে জাস্টিফায়েড সেটা।'
View this post on Instagram
'জামাকাপড়, চুল, মেক আপ, এগুলো তো ঠিক আছে... এগুলো আমার চিন্তার বিষয় নয়। এগুলো দেখার জন্য এক্সপার্টরা আছেন, তাঁরা তাঁদের কাজ
জানেন। আমার চিন্তা ভিতরের ভাবনাচিন্তাকে ঠিক রাখতে পারা। একজন মহিলা কী ভাবেন? তাঁরা কী চান? একজন অভিনেতার কাজ হচ্ছে তাঁর চরিত্রের মাথায় প্রবেশ করা। জীবন সম্পর্কে একজন মহিলা হিসেবে আপনার দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে বাধ্য এবং সেটাই 'হাড্ডি'র ক্ষেত্রে সবচেয়ে কঠিন কাজ আমার জন্য। একজন মহিলার দৃষ্টিভঙ্গি দিয়ে পৃথিবী দেখতে হবে।'
অভিনেতা জানান, একাধিক মহিলা পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। তাঁদের সঙ্গে কাটানো সময় তাঁকে বেশ সাহায্য করেছে। তাঁর মতে, মহিলারা সবকিছুতেই সৌন্দর্য খুঁজে পান। বরং পুরুষদের ক্ষেত্রে তা বেশিরভাগ সময়েই ক্ষমতা ও নিয়ন্ত্রণ, মত নওয়াজের।
অভিনেতা জানান এই চরিত্রের জন্য তৈরি হতে তাঁর ৩ ঘণ্টা সময় লাগে। প্রথমে নাকি তাঁর মেয়ে খুবই দুঃখ পেয়েছিল বাবাকে মহিলার সাজে দেখে। তবে এখন সে বুঝেছে এটা একটা চরিত্রের জন্য।
অন্যদিকে কাজের ক্ষেত্রে, 'হাড্ডি' ছাড়াও নওয়াজউদ্দিন সিদ্দিকিকে 'টিকু ওয়েডস শেরু', 'নুরানি চেহরা', 'অদ্ভুত' ছবিতে দেখা যাবে।