Alia Bhatt: 'ক্যামেরার পিছনে কাজ করতে চাই', বলছেন 'ডার্লিংস' প্রযোজক আলিয়া ভট্ট
Bollywood: 'আমার এখনও বুটিক প্রযোজনা সংস্থা। শো, সিনেমা বা পডকাস্টের গোল তৈরি করি এবং এমন কনটেন্ট তৈরি করব যা প্রচণ্ডভাবে আবেগের সঙ্গে যুক্ত করবে। আমি ক্যামেরার পিছনের কাজের অংশ হতে চাই।'
নয়াদিল্লি: সম্প্রতি 'ডার্লিংস' (Darlings) ছবির হাত ধরে বলিউড অভিনেত্রী ও হবু মা আলিয়া ভট্ট (Alia Bhatt) প্রযোজনায় নাম লিখিয়েছেন। সম্প্রতি তিনি জানিয়েছেন যে সাধারণ মানুষের সঙ্গে গভীরভাবে একাত্ম হওয়ার জন্য শো, সিনেমা বা পডকাস্টের মত জিনিস তৈরি করবেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন যে ক্যামেরার পিছনে যা যা ঘটে তারও অংশ হতে চান আলিয়া।
'বিহাইন্ড দ্য ক্যামেরা'য় আলিয়া ভট্ট
গতকাল একটি অনুষ্ঠানে আলিয়া ভট্ট বলেন, 'আর্থিকভাবে এই কাজটা তখন সঠিক বলে মনে হয়েছিল। আমি প্রোডাকশনে বোঝা হতে চাইনি এবং একটি ব্যাক-এন্ড দৃষ্টিকোণ নিতে চেয়েছিলাম। তাতেই আমি বুঝতে পারলাম যে ক্যামেরার পিছনের কাজও আমাকে কতটা আকর্ষণ করে। এই ইন্ডাস্ট্রিতে আসার ১০ বছর পর আমার প্রথম ছবি "ডার্লিংস" তৈরি করলাম। আর তার অভিজ্ঞতা এতটাই ভাল যে এরপর লাগাতার এগিয়ে চলার আমার লক্ষ্য আরো দৃঢ় হয়েছে।'
তিনি আরও বলেন, 'আমার এখনও বুটিক প্রযোজনা সংস্থা। শো, সিনেমা বা পডকাস্টের গোল তৈরি করি এবং এমন কনটেন্ট তৈরি করব যা প্রচণ্ডভাবে আবেগের সঙ্গে যুক্ত করবে। আমি ক্যামেরার পিছনের কাজের অংশ হতে চাই।'
অন্যান্য কাজে আলিয়া ভট্ট
প্রসঙ্গত, ছোটদের ভিগান জামাকাপড় তৈরির একটি ব্র্যান্ড আছে আলিয়া ভট্টের। সম্প্রতি তিনি সেই ব্র্যান্ডে হবু মায়েদের জন্য জামার 'চেন'ও শুরু করেছেন। সেই কথা ঘোষণা করে সম্প্রতি একটি পোস্টও করেন আলিয়া।
View this post on Instagram
আরও পড়ুন: Bigg Boss 16: শুরু হচ্ছে 'বিগ বস ১৬'! কখন, কোথায় দেখবেন নয়া সিজন?