Most Powerful Indians 2023: IE100 সবচেয়ে প্রভাবশালী ভারতীয়দের তালিকায় র্যাঙ্কে এগোলেন শাহরুখ, দেখুন আর কে কোথায়
IE100: IE100-এর তথ্য় অনুযায়ী, সবচেয়ে প্রভাবশালী ভারতীয় তারকাদের তালিকায় কারা রয়েছেন?
কলকাতা: ভারতীয় সিনেমা গোটা বিশ্বে নজির স্থাপন করেছে। ইতিমধ্য়েই এসএস রাজামৌলির ছবি 'RRR' অস্কার জয় করেছে। শাহরুখ-দীপিকার 'পাঠান'ও সমাদৃত হয়েছে গোটা বিশ্বে। আর এবার IE100-এ প্রকাশ করল এবছরের সবচেয়ে প্রভাবশালী ভারতীয় অভিনেতাদের তালিকা। এই তালিকায় উঠে এসেছেন শাহরুখ খান, এসএস রাজামৌলি, দীপিকা পাড়ুকোন সহ একাধিক বিটাউন তারকার নাম। এঁরা ছাড়াও তালিকায় নাম রয়েছে, আলিয়া ভাট এবং রণবীর সিংওয়েরও।
এই তালিকায় ব়্যাঙ্কিং ৮২ নম্বর থেকে একলাথে ৫০ তম স্থানে উঠে এসেছেন অভিনেতা শাহরুখ খান। প্রসঙ্গত শাহরুখ খান 'পাঠান' ছবির হাত ধরে ৪ বছর পর পর্দায় ফিরেছেন। ভারতের গণ্ডি পেরিয়ে মোট উনিশটি দেশের প্রেক্ষাগৃহে চলছে পাঠান, যার মধ্য়ে রয়েছে, USA, কানাডা, UAE, KSA, ওমান, কাতার, বাহরাইন, মিশর, যুক্তরাজ্য, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি দ্বীপপুঞ্জ, মালয়েশিয়া, মরিশাস, মালদ্বীপ, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া এবং তানজানিয়া। শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও জন আব্রাহাম (John Abraham) অভিনীত 'পাঠান'প্রথম দিনের শো থেকেই বক্স অফিসে ঝড় তুলেছিল।
তালিকায় এরপরই রয়েছেন মেগাস্টার অমিতাভ বচ্চন। তাঁর স্থান ৮৭ তম স্থানে। ২০২২ সালে অমিভাত অভিনীত ঝুন্ড, উনচাই, রানওয়ে 34, গুডবাই এবং ব্রহ্মাস্ত্র মুক্তি পায় ও গোটা বিশ্বে সামদৃত হয়।
আরও পড়ুন...
শহর ছাড়ছেন রামকমল, পরিচালকের উদ্দেশ্য়ে বিশেষ বার্তা রুক্মিণীর
এই তালিকায় ৯৫ তম স্থানে রয়েছেন চিত্র পরিচালক এসএস রাজামৌলি। এই পরিচালকের ছবি 'RRR'-র ছবির গান 'নাটু নাটু' অস্কার জয় করেছে।
IE100-এর তথ্য় অনুযায়ী, ৯৭ তম স্থানে রয়েছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ভারতের গণ্ডি পেরিয়ে মোট উনিশটি দেশের প্রেক্ষাগৃহে চলছে পাঠান, যার মধ্য়ে রয়েছে, USA, কানাডা, UAE, KSA, ওমান, কাতার, বাহরাইন, মিশর, যুক্তরাজ্য, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি দ্বীপপুঞ্জ, মালয়েশিয়া, মরিশাস, মালদ্বীপ, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া এবং তানজানিয়া। শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও জন আব্রাহাম (John Abraham) অভিনীত 'পাঠান'প্রথম দিনের শো থেকেই বক্স অফিসে ঝড় তুলেছিল। এই ছবিতে একজন গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা।
এই তালিকায় ৯৯ নম্বর স্থানে আছেন আলিয়া ভট্ট। ২০২২ সালে গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি, ডার্লিংস, ব্রহ্মাস্ত্র-র ছবিতে নজর কেড়েছেন আলিয়া। RRR ছবিতেও একটি বিশেষ চরিত্রে দেখা যায় আলিয়াকে। গত বছর রণবীর কপূরের সঙ্গে তাঁর বিয়ে বলিউডের অন্য়তম বড় ইভেন্ট ছিল।
IE100-এর তথ্য় অনুযায়ী, এই তালিকায় ১০০ তম স্থানে আছেন অভিনেতা রণবীর সিং।