Iman Chakraborty: করোনা নেগেটিভ, 'দরজার খিল' খুলে শাঁখা সিঁদুর শাড়িতে সাজলেন ইমন!
করোনামুক্ত সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের এই 'সুখবর' জানালেন তিনি। সেইসঙ্গে পোস্ট করা ছবিতে সাবেকী সাজে তাক লাগালেন সঙ্গীতশিল্পী।
কলকাতা: করোনামুক্ত সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের এই 'সুখবর' জানালেন তিনি। সেইসঙ্গে পোস্ট করা ছবিতে সাবেকি সাজে তাক লাগালেন সঙ্গীতশিল্পী।
গত ৯ তারিখ সোশ্যাল মিডিয়ায় নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন ইমন। ৬ দিনের মাথায় সঙ্গীতশিল্পীর সোশ্যাল মিডিয়ায় পোস্ট বলছে, 'অবশেষে করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এল।' সঙ্গে পোস্ট করা ছবিতে ইমনের মাথায় দেখা মিলল একগুচ্ছ লাল গোলাপের। পরণে হালকা সবুজ ভারি পাড়ের শাড়ি আর লাল বেনারসী ব্লাউজ। হাতে শাখা-পলা, সিঁথি ভরা সিঁদুর, কপালের লাল টিপ যেন পূর্ণতা দিয়েছে ইমনের সাজকে।
করোনা আক্রান্ত হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় লেখার সময় ইমন রসিকতা করে তাতে জুড়ে দিয়েছিলেন নিজেরই গাওয়া সুপারহিট গানের একটি লাইন। 'প্রাক্তন' ছবির 'তুমি যাকে ভালোবাসো' গান এক লহমায় যেন খ্যাতির আলো এনে দিয়েছিল ইমনকে। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁদের। টলিউডের অন্যতম গায়িকাদের মধ্যে বর্তমানে একজন তিনি। সম্প্রতি গানের জগতেরই মানুষ নীলাঞ্জনকে বিয়ে করে ইমন এখন সুখী ঘরণী। গত ৯ তারিখ সোশ্যাল মিডিয়ায় স্টেটাস আপডেট করে ইমন জানান, তিনি কোভিডে আক্রান্ত। ইমন লিখছিলেন, "আমার দরজায় খিল " Have tested positive for covid.' আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন সঙ্গীতশিল্পী। করোনা পজিটিভ হয়েছিলেন ইমনের স্বামী নীলাঞ্জনও।
আরও পড়ুন: মুম্বই ছাড়লেন ভারতী সিংহ, কারণ জেনে অবাক নেট দুনিয়া
অন্যদিকে নিভৃতবাস শেষ হয়েছে মিমি চক্রবর্তীরও (Mimi Chakraborty)। সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করেন মিমি। সেখানে দেখা যাচ্ছে সাদা টপ আর আকাশী ডেনিম পরে নিজের বাড়ির ছাদে বসে রয়েছেন তিনি। খোলা চুলে আলগা সৌন্দর্য্য। নিয়ম অনুযায়ী, আজই নিভৃতবাস শেষ হয়েছে তাঁর। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে যেন নায়িকা বার্তা দিলেন, স্বাভাবিক জীবনে ফিরেছেন তিনি। যদিও সোশ্যাল মিডিয়ায় নিজের স্বাস্থ্য নিয়ে কিছু বলেননি সাংসদ মিমি।
'দরজার খিল' খুলে অবশেষে বাইরে এলেন 'নেগেটিভ' ইমন, সাজলেন মন কাড়া সাবেকী সাজে। আর সোশ্যাল মিডিয়ায় ইমনের সেই পোস্ট শুভেচ্ছায় ভরালেন নেটিজেনরা।